কী পেল পুলিশ?

Malda News: নাগাল্যান্ড-বিহার আর মালদহ…সর্বনাশ! পুলিশ যা খুঁজে পেল, আঁতকে উঠল গোটা জেলা

সেবক দেবশর্মা,মালদহ: মালদহে পুলিশি অভিযানে প্রায় ছয় কোটির ব্রাউন সুগার উদ্ধার। পৃথক তিনটি ঘটনায় গ্রেফতার চার। মাদক কারবারে মালদহের কালিয়াচকের সঙ্গে নাগাল্যান্ড ও বিহারের যোগ পেল পুলিশ। নাগাল্যান্ড থেকে কাঁচামাল এনে কালিয়াচকে তৈরি হচ্ছে ব্রাউন সুগার। মালদহের কালিয়াচকে তৈরি ব্রাউন সুগার বাজারজাত হচ্ছে এরাজ্যের পাশাপাশি বিহারের বেশকিছু এলাকায়।

মালদহে কালিয়াচক ও বৈষ্ণবনগরে তিনটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে মিলেছে প্রায় ছয় কেজি নিষিদ্ধ মাদক। পুলিশের মাদক বিরোধী অভিযানে আরও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন।

আরও পড়ুন: ‘এই’ এক জায়গাতেই বারবার হোঁচট, গ্রেফতার টালার সেই ওসি! শেষ মুহূর্তে ফাঁস করে দিলেন বড় ‘রহস্য’, চমকে যাবেন শুনে

পুলিশ সবচেয়ে সফল অভিযান চালিয়েছে কালিয়াচকের শাহবাজপুরের বামুনটোলা এলাকায়। এখানে একটি মাদক তৈরির ডেরায় হানা দিয়ে উদ্ধার করা হয়েছে তিন কেজি ৪৭৬ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় বদরুজ্জামান ওরফে বাদল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। পুলিশ জানিয়েছে, শাহবাজপুরের উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

আরও পড়ুন: ‘ফোন করে ডেকে, সারা রাত ধরে…’ এবার আরও ভয়ঙ্কর অভিযোগ সন্দীপের বিরুদ্ধে! শুনে শিউরে উঠবেন সকলে

অন্যদিকে কালিয়াচকের শালিকপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে আরও এক কেজি ৩৯ গ্রাম মাদক তৈরির কাঁচামাল। এই ঘটনায় নগরদীপ মণ্ডল এবং বিশ্বদেব মণ্ডল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে,  নাগাল্যান্ডের ডিমাপুর থেকে মাদক তৈরির কাঁচামাল এনে মালদহে তৈরি হচ্ছিল মাদক। এই অভিযানে উদ্ধার হওয়া ব্রাউন সুগার তৈরির কাঁচামালের বাজারমূল্য  প্রায় দেড় কোটি টাকা বলে দাবি পুলিশের।

উল্লেখ্য, এর একদিন আগেই কালিয়াচকে অভিযান চালিয়ে ৭৭০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই ঘটনায় হাজিকুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, কালিয়াচকে তৈরি ওই ব্রাউন সুগার বিহারের পূর্ণিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার আরও তদন্তে বিহার পুলিশের সঙ্গে যোগ রাখছে মালদহ পুলিশ। এক্ষেত্রেও উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, চলতি বছরে এ পর্যন্ত মালদহে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কোটি টাকার মাদক।