মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি

Mamata Banerjee: ‘আমরা কাজ করেছি, বিজেপি জিতেছে!’ জলপাইগুড়ির সভায় আক্ষেপ মমতার

জলপাইগুড়ি: তাঁর সরকার কাজ করেছে৷ কিন্তু সুবিধা নিয়ে গিয়েছে বিজেপি৷ শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের আগে উত্তরবঙ্গে এসে প্রধানমন্ত্রীর সভা করা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী৷ টেনে আনেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর কথাও৷

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে দুর্দান্ত ফল করে বিজেপি৷ এ বারও উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছেত তারা৷ মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি, কাজ করেছে রাজ্য সরকার, আর তার সুফল ঘরে তুলেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী এ দিন বলেন, আমরা এই ১২ বছরে অনেক কাজ করেছি৷ আর বিজেপি জিতে গিয়েছে৷ এমন কি, বিধানসভা নির্বাচনেও ওদের অনেক বিধায়ক জয়ী হয়েছে৷ তার পরে একটা কাজও করেছে?

আরও পড়ুন: মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি: দিলীপ ঘোষ

তিনি যে বার বার উত্তরবঙ্গে ছুটে আসেন সেকথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগেও তো আপনরা দেখছিলেন ৩৪ বছর ধরে সিপিএম ক্ষমতায় থিল৷ জ্যোতি বাবু আসতেন ঘুরে চলে যেতেন। আমি এখানে এসে চা শ্রমিকদের ড্রেস পরে চা পাতা তুলি,আবার চা দোকানে ঢুকে চাও খাই, সবটাই আমরা করব, আর নির্বাচনের সময় মোদি বাবু আপনি এসে বড়ো বড়ো ভাষণ দেবেন?’

সম্প্রতি জলপাইগুড়িতে টর্নেডো ঝড়ের পর দুর্গতদের ত্রাণ দেওয়া নিয়েও বঞ্চনার অভিযোগে সরব হয়েছে বিরোধীদলগুলি৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন সেই অভিযোগ নস্যাৎ করেছেন৷ তাঁর পাল্টা দাবি, ‘একটা দুটো কোথাও ত্রাণ দিতে বাকি থাকলে প্রশাসন দেখে নেবে।যদি নির্বাচন না থাকত তাহলে এক সেকেন্ড-এ বাড়িগুলো করে দিতাম।ইলেকশন কমিশনকে চিঠি লিখে আমরা অনুমতি চেয়েছি। আমি কমিশনকে বলব, বিজেপির কথা শুনে দেরি করবেন না। অনুমতিটা দিন। টাকা আমার পার্টিটা দেবে না, প্রশাসন দেবে। এতে বিজেপির আপত্তি কোথায়? ত্রাণ নিয়ে বঞ্চনা, কোথায় হয়েছে? মানুষ যখন বিপদে পড়ে তখন সমান নজরে দেখতে হয়’