সাবির মল্লিকের পরিবারের পাশে মমতা

Mamata Banerjee: হরিয়ানায় খুন বাঙালি শ্রমিকের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী! চাকরিতে নিয়োগ স্ত্রীকে

কলকাতা: হরিয়ানায় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭ অগাস্ট এ রাজ্যের শ্রমিক সাবির মল্লিক গণপিটুনিতে মারা যান বলে অভিযোগ। তারপর থেকেই গোটা ঘটনা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সেই পরিবারের সদস্যদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ডাকেন মুখ্যমন্ত্রী। নিহত যুবকের স্ত্রীকে এদিন নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা সাবির মল্লিকের স্ত্রীকে বাসন্তীর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অ্যাটেনডেন্টের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের ভয়ঙ্কর অভিযোগ, এবার সরিয়ে দেওয়া হল আরও এক গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রিন্সিপালকে!

এদিন নবান্নে তাঁকে নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার চার বছরের শিশুর পড়াশোনার যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার। এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন তাদের পরিবারের সদস্যদের থেকে জেনে নেন তাদের কোনও সমস্যা রয়েছে নাকি। পরিবারের সদস্যদের তরফে জানানো হয়, ”আমরা চিরকৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। চাকরি পাওয়ায় এবার আমাদের পরিবারটা বাঁচবে।”