মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ‘নন্দীগ্রামে ছিল পিতা-পুত্র…?’ তমলুকে মমতার নিশানায় শুভেন্দু! ‘ভয়ঙ্কর দিনের’ স্মৃতি উস্কে চরম কটাক্ষ

তমলুক: দ্বিতীয় দফার ভোটের প্রচারে বীরভূমের পর আজ মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমে তমলুকের মহিষাদলের সভা থেকে বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় সাত দফার ভোট নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করে মমতা বলেন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয় বিজেপির ইচ্ছে অনুযায়ী। নির্বাচন কমিশন বিজেপির কথায় ওঠে বসে বলেও তোপ দাগেন মমতা। একইসঙ্গে এদিন নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে, স্মৃতি উস্কে মমতা নিশানা করেন শুভেন্দু অধিকারীকেও।

নাম না করে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর কথাও বলেন মমতা। তাঁর কথায়, “সেদিন যখন এসেছিলাম আমি, কোথায় ছিলেন পিতা-পুত্র? কেউ কেন দেখতে পাননি তাঁদের?” মমতার চরম কটাক্ষ ছুড়ে দিয়ে মমতার বড় তোপ ‘ওঁর এক পকেটে ইডি-সিবিআই, এক পকেটে বোমা।”
২৫হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়েও ক্ষোভে ফেটে পড়েন মমতা। ফের বিরোধী দলনেতাকে নাম না করে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, “কার কার চাকরি খাবেন উনি ঠিক করবেন? রায়টা আগে থেকে জানে কী করে?”