Mamata Banerjee on Sanjay Rai: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়-রায় নাকি রাই? কোথাকার লোক? মুখ খুললেন মমতা

কলকাতা: আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার এখনও পর্যন্ত গ্রেফতার সঞ্জয়ের পদবি কি রায় নাকি রাই? নানা মহলে উঠে এসেছে এই সংশয়। অবশেষে সেই সংশয় দূর করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা দাবি করলেন, আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় আদতে বিহারের লোক। শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের পরই হাওড়া জেলা হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন এক কিশোরীর শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছিল ল্যাবরেটরি টেকনিশিয়ানের বিরুদ্ধে, সেও আদতে বিহারের লোক বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, সেইসঙ্গে করজোড়ে পশ্চিমবঙ্গে বাস করা বিহারের মানুষদের পশ্চিমবঙ্গের সুরক্ষা নিশ্চিত করার আর্জিও জানিয়েছেন তিনি। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”বিহারবাসী যারা আছেন, তাদের হাতজোড় করে অনুরোধ করব, আপনাদের আমরা ঘরের লোক বলেই মনে করি। আপনারাও যখন কাজ করেন, তখন মনে করবেন যে এটাও আপনাদের বাড়ি। সেই বাড়িকে সুরক্ষা দেওয়া আপনাদেরই দায়িত্ব। এই যে ছেলেটাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছে, সে কিন্তু রায় নয়, রাই।”

আরও পড়ুন: পদত্যাগ করতে চেয়েছেন বিনীত গোয়েল! রাজি নন মমতা, জানিয়ে দিলেন ‘কারণ’

প্রসঙ্গত, এদিনই সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা ওঠে। তদন্তের কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে মুখবন্ধ খামে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে। সিবিআই সেদিন ফের এই মামলার রিপোর্ট জমা করবে।