মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি

Mamata Banerjee: এবার ‘উত্তর’ চাইই চাই, এই দুই কেন্দ্রে পড়ে আছেন মমতা! নেপথ্যে রয়েছে বড় কারণ

জলপাইগুড়ি: বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তরবঙ্গে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই লোকসভা আসনের জন্যই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে এবার অন্যতম পাখির চোখ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে মাল বাজারে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে জলপাইগুড়ি শহরেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আলিপুরদুয়ার লোকসভা অধীনে কোচবিহার জেলার মধ্যেই তুফানগঞ্জে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনটি বিজেপির দখলে গিয়েছিল। যদিও ২০২১ এর বিধানসভা ভোটে অনেকটাই ভোট পুনরুদ্ধার করতে পেরেছে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেস। আর এবারের লোকসভা ভোটে এই তিনটি লোকসভা আসনকে বিশেষ টার্গেট করছেন খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলা-প্রেমী গোবিন্দা! পশ্চিমবঙ্গেই রয়েছে ‘হিরো নম্বর ওয়ানের’ নিজের আলিশান বাড়ি! কোথায় জানেন?

এই তিনটি লোকসভা আসনেই মিলিয়ে মোট ১০ টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে জলপাইগুড়িতে চারটি আলিপুরদুয়ার লোকসভার মধ্যে তিনটি ও কোচবিহার লোকসভার মধ্যে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাস কাটলেই আরও সভায় জোড় বাড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ১২ এপ্রিল থেকে ফের উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কোনটা ‘আপ’ ট্রেন আর কোনটাই বা ‘ডাউন’! ট্রেনের আপ-ডাউন কীভাবে ঠিক হয় জানেন?

শুক্রবারের পর শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই দুই লোকসভা কেন্দ্রের ভোট দ্বিতীয় দফায়। রাজনৈতিক মহল মনে করছে দ্বিতীয় দফায় ভোট হলেও আগে থেকেই নির্বাচনে সভা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে চাইছে খোদ তৃণমূল নেত্রী।

আর সেই কারণেই রায়গঞ্জ ও বালুরঘাট এই দুই লোকসভা আসনকেও বিশেষ নজর দিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সভা করে তিনি শিলিগুড়িতে ফিরে যাবেন। শিলিগুড়িতে ফিরে শিলিগুড়ির দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফর শেষ করে জঙ্গলমহলেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ তারিখ পুরুলিয়া ও ৮ তারিখ বাঁকুড়ায় জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এর।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়