মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমার মা বলেছিলেন… কুৎসায় দিতে চাই না…’ বৌবাজারে বাম-বিজেপিকে এক যোগে নিশানা মমতার!

কলকাতা: “যে যত পারেন আমাকে গালাগাল দিন। আমার গায়ে আর ফোস্কা পড়বে না। গালাগাল আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে মানুষ। আমি কোনও নেতা, দল কাউকে ভয় পাই না। যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না, আমি সেদিন চলে যাব।” উত্তর কলকাতার বৌবাজারে নির্বাচনী সভা থেকে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে বৃহস্পতিবার এক যোগে বিজেপি ও বামেদের নিশানা করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “আমি সংসদ থেকে চলে আসার পরে সুদীপ বন্দোপাধ্যায় সংসদে লয়ালিটি ব্র‍্যান্ড। তাঁর সঙ্গে যেন কেউ কোনও তুলনা না টানেন। তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন।”

বৌবাজার মেট্রোর কাজে বাড়ি ভাঙা প্রসঙ্গে এদিন মমতা বলেন, “মেট্রোরেলের কারণে এখানে ভেঙে গিয়েছিল অনেক কিছু। আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা আমাকে একটা সোনা দেবেন তার জন্যে আসিনি। আপনারা দেশকে গর্বিত করেছেন তাই এসেছিলাম।”

আরও পড়ুন: ‘এই’ ওজনের ইলিশই সবচেয়ে সুস্বাদু…! বিশ্বের সেরা ‘টেস্টি’ ইলিশ চেনার টিপস দিলেন বিশেষজ্ঞ! কেনার আগে ‘সিক্রেট’ জানা মাস্ট

বৃহস্পতিবারের সভা থেকেই আগামী কয়েকদিনের নির্বাচনী প্রচার পরিকল্পনাও জানিয়ে দেন মমতা। তিনি বলেন, “২৯ মে তারিখ শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি মিছিল করব।” প্রসঙ্গত ওই রুটেই আছে প্রধানমন্ত্রীর মিছিল। এছাড়াও বিধাননগর, দমদমেও মিছিল করবেন বলে জানিয়েছেন মমতা। একইসঙ্গে জানিয়েছেন, আগামী ৩০ মে বরাবরের রুট গড়িয়া বাসস্ট্যান্ড থেকে গোপালনগর মোড় অবধি মিছিল করবেন নেত্রী।”

একযোগে সিপিআইএমকে কটাক্ষ করে এবং বিজেপিকে বিঁধে এরপরেই মমতা বলেন, “কুৎসার জবাব কুৎসায় দিতে চাই না। ভাষার মধ্যে কুকাজ, অকাজ করে নির্বাচন করতে হবে এটা আমি মনে করি না। সিপিএম কী করত মনে আছে? ওদের কারণেই বিজেপির এত বাড়বাড়ি।” তৃণমূল নেত্রীর কথায়, “মোদিবাবু আপনার থেকে দেশ আমি কম চিনিনা। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে একাধিক কেন্দ্রীয় দফতরের মন্ত্রী ছিলাম। দেশটা আমি ভালই চিনি।”

বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন, “আমার মা বলেছিলেন, মমতা যেন মমতাই থাকে।” আমি সেই কথাটা রেখেছি। বাবার কথা রাখতে পারিনি। বা্বা বলেছিলেন, ‘অপ্রিয় সত্যি কথা মুখের সামনে বলতে নেই।’ আমাকে এটা থেকে আটকাতে পারবেন না। আর এর জন্যেই মোদিবাবুদের এত রাগ।” মমতার মন্তব্য, “মোদিবাবু আপনি মঞ্চ তৈরি করুন। যেখানে ডাকবেন সেখানে যাব। টেলিপ্রম্পটার রাখবেন। কারণ ওটা ছাড়া আপনি তো বলতে পারেন না। সঙ্গে ১০’টা অফিসার ডেকে নেবেন। আর সাংবাদিকরদের রাখবেন। যা প্রশ্ন করবে তারই উত্তর দেব আমি। আপনি চ্যালেঞ্জ নেবেন?”