‘হে ভারত, আজি তোমারি সভায়..’ দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা মমতার, নাম না করে ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’কে খোঁচা মুখ‍্যমন্ত্রীর

Mamata Banerjee: ‘হে ভারত, আজি তোমারি সভায়..’ দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মমতার, নাম না করে ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’কে খোঁচা মুখ‍্যমন্ত্রীর

কলকাতা: আজ দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস। এদিন দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষ‍্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে এক্স হ‍্যান্ডেলে বিশেষ পোস্ট করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সেইসঙ্গে স্বাধীনতা দিবসের বার্তাতে নাম না করে অন‍্য রাজনৈতিক দলকে নিশানাও করেছেন মমতা।

‘হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান । তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান ।’

রবি ঠাকুরের এই জনপ্রিয় গানের দু’লাইন লিখেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এক্স হ‍্যান্ডেলে মমতা লিখেছেন, ‘‘আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। এই পুণ্যভূমিকে চিরতরে স্বাধীন করতে যাঁরা নিঃস্বার্থ আত্মত্যাগ করেছেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে তাঁদের সকলকে বিনম্র চিত্তে প্রণাম জানাই। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে উষ্ণ অভিনন্দন জানাই।’’

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

সেইসঙ্গে মমতা টেনে আনলেন অন‍্য রাজনৈতিক দলের প্রসঙ্গও। তিনি লেখেন, ‘‘যে নীতি-আদর্শকে শিরোধার্য করে দেশের মানুষ, কাঙ্ক্ষিত স্বাধীনতাকে বুকে জড়িয়েছিল তা আজ কিছু সাম্প্রদায়িক এবং কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের উচ্চতায় অধিষ্ঠান করার কথা ছিল সেখানে স্বৈরাচারী শক্তির নাগপাশে আজ তা সমাধিস্থ। ’’

আরও পড়ুন: রসুন সবজি নাকি মশলা? উত্তর জানতে শেষমেশ আদালতে! আসল উত্তর জানলে চোখ কপালে উঠবে

স্বাধীনতা দিবসের বিশেষ পোস্টের শেষাংশে তিনি উল্লেখ‍্য করেছেন বিপ্লবী বাঘাযতীনের কথা। ‘‘কিন্তু বীর মুক্তিযোদ্ধা বাঘাযতীন বলে গিয়েছেন, ‘আমরা মরব, আমরা মরে দেশের লোককে জাগিয়ে দিয়ে যাব’, আমরা সেই আদর্শকে পাথেয় করে দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আজীবন প্রতিজ্ঞাবদ্ধ’’, জানালেন মুখ‍্যমন্ত্রী।