মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ১০০ পুরস্কার…! চাকরি…! পুজোর মুখেই মহিলাদের জন্য বিরাট ঘোষণা মমতার

কলকাতা: এবার রাজ্যের ও শহরের পুলিশকে দরাজ সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে মহিলাদের জন্য করলেন ‘বিশেষ’ ঘোষণা। মুখ্যমন্ত্রী রবিবার আলিপুরে পুজোর উদ্বোধনে এসে বলেন, “গ্রেট স্টার তো আপনারা, যাঁরা ঘরে বসে কাজ করেন। যাঁরা সমাজটাকে চেনেন। আপনাদের বলব, আপনারা দায়িত্বটা নিন।” এরপরেই আরও এক ধাপ এগিয়ে মমতার ঘোষণা, “বাংলা পুলিশ, কলকাতা পুলিশ-সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেনটিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাঁদের জন্য একশোটা পুরস্কার থাকবে। প্রয়োজনে দেওয়া হবে চাকরিও।”

সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বাড়ানোর বার্তা দিয়ে মমতা বলেন, “যাঁরা রাঁধে, তাঁরা চুলও বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না। এই কাজটা ওঁদের দ্বারা সম্ভব। ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল। তারা অনেক কাজ করছে। অনেক কথা বলতে আসে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়।’

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ‘নতুন’ অশনি..! চার-চারটি ঘূর্ণাবর্ত…! ১৩ রাজ্যে বৃষ্টি-দুর্যোগ সতর্কতা, ইয়েলো অ্যালার্ট! পুজোয় কী হবে? জানিয়ে দিল আইএমডি

অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল পুজোর মুখে মেয়েদের জন্য বড় পুরস্কারের ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, ‘আমি পুলিশকে বলছি যে মেয়েরা অপরাধীদের ধরে দিতে পারবে, তাঁদের ১০০টি পুরস্কার দেওয়া হবে প্রয়োজনে দেওয়া হবে চাকরি।’ একইসঙ্গে পুলিশের কাজের সমালোচনা প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘রাজা চলে বাজার, কুত্তা ভোকে হাজার।’

আরও পড়ুন: সিটে জিনিস ফেলে নেমে পড়েছেন…? বাসে না পেলেও ট্রেনে ফিরে পাবেন, গ্যারান্টি! জানুন ‘সঠিক’ নিয়ম

কুলতলি-জয়নগর কাণ্ডে মমতা রবিবার মুখ খোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্রাইম ইস ক্রাইম কোনও ধর্ম নেই জাতি নেই। আমি চাই কুলতলির ঘটনাতে পুলিশ ৩ মাসে সব করে ফাঁসির সাজা দেবে। একইসঙ্গে টিভি সিরিয়ালে অপরাধ দেখানো নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর কথায়, “যত সিরিয়াল দেখবেন, ক্রাইম দেখায়। কীসের জন্য ক্রাইম দেখানো হবে? আমি বলি করবেন না।”