চলন্ত ট্রেনের সিঁড়িতে ভয়ঙ্কর কাণ্ড! পুরুষ ও মহিলা পা রাখতেই যা হল...!

Viral Video: চলন্ত ট্রেনের সিঁড়িতে ভয়ঙ্কর কাণ্ড! পুরুষ ও মহিলা পা রাখতেই যা হল…! দেখলে ভয়ে শিউরে উঠবেন, রইল ভিডিও

ভারতে যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল রেলগাড়ি। আসলে রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অনায়াসে পৌঁছে যাওয়া সম্ভব হয়। তবে ভারতীয় ট্রেনগুলিতে দিনে দিন বাড়ছে যাত্রীদের ভিড়। যা হামেশাই দুর্বিষহ হয়ে উঠছে। এক-এক সময় তো দূরপাল্লার ট্রেনগুলির কামরাগুলির অবস্থা শোচনীয় হয়ে ওঠে। ফলে যাত্রীরা ভিড়ের কারণে ট্রেনের শৌচাগার পর্যন্ত পৌঁছতে পারেন না। এমনকী সংরক্ষিত কামরাগুলিতেও এই চিত্র সাধারণ হয়ে উঠেছে।

এখানেই শেষ নয়, ট্রেনে বাদুড়ঝোলা হয়ে যাত্রা তো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। এমনকী দূরপাল্লার ট্রেনগুলিতেও দেখা যাচ্ছে এই দৃশ্য। রীতিমতো বাক্স-প্যাঁটরা নিয়েই ঝুলতে ঝুলতে যাত্রা করছেন মানুষ। আসলে সাম্প্রতিক এক ভিডিও-য় ধরা পড়েছে এহেন বিপজ্জনক ভাবে যাত্রা করার দৃশ্য।


আরও পড়ুন- বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত…! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা! টানা ৩ দিন ভারী বৃষ্টি-ঝড়-বজ্রপাতে ফালাফালা উত্তর ভারত, কী হবে বাংলায়?

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে, এক পুরুষ এবং এক মহিলা যাত্রী একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। অথচ ট্রেনটি এতটাই ভিড়ে ঠাসা যে, তিলধারণের জায়গা পর্যন্ত নেই। এমনকী ট্রেনে চড়ার সিঁড়িতে লটবহর নিয়ে দাঁড়িয়ে যাত্রীরা। এমতাবস্থায় ওই ব্যক্তি মহিলাটিকে ট্রেনে উঠতে সাহায্য করছেন। সঙ্গে থাকা মালপত্র কোনওক্রমে রেখে ঠেলেঠুলে তাঁকে কামরার ভিতর ঢুকিয়ে দিতে চাইছেন ওই পুরুষটি। এরপর তিনি নিজেই চড়ে পড়েন ট্রেনে চড়ার সিঁড়ির প্রথম ধাপে। সেখানে একটা পা রেখে আর একটা পা ট্রেনের চাকার উপরের অংশে রেখেই ঝুলতে ঝুলতে যাত্রা করলেন ওই ব্যক্তি। আর সবথেকে বড় বিষয়টা হল, এই পুরো ঘটনাটাই ঘটল প্ল্যাটফর্মের উল্টো দিক থেকে।

আরও পড়ুন- চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

এই ভিডিও ভাইরাল হতেই উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। একজনের মন্তব্য, “এটা কী বিপজ্জনক! এটা তখনই বদলাবে, যখন আমরা ভারতীয় হিসেবে অন্য কিছুর তুলনায় আরাম, সুবিধা এবং সুরক্ষাটাকেই বেছে নেব। আর অবশ্যই এর পাশাপাশি নিরাপত্তা এবং এই বিষয়ে সরকারের কাছ থেকে আরও প্রত্যাশা করার বিষয়ে নাগরিকদেরও যথেষ্ট সচেতন করতে হবে।”