বাজার থেকে ফেরার পথে হঠাত্‍...রাতারাতি ‘কোটিপতি’ রাজকুমার! সোজা গেলেন পুলিশের কাছে

Lottery Ticket: বাজার থেকে ফেরার পথে হঠাত্‍…রাতারাতি ‘কোটিপতি’ রাজকুমার! সোজা গেলেন পুলিশের কাছে

কুলতলী:  বাজার করে বাড়ি ফেরার নেহাত খেয়াল বসেই কিনে ফেলেন একটি লটারির টিকিট। সেই টিকিটেই যে বদলে যাব‍ে ভাগ‍্য, তা কল্পনাই করতে পারেননি রাজকুমার সর্দার। কুলতলির দেউল বাড়ির বাসিন্দা রাজকুমার সর্দার জামতলা বাস স্ট্যান্ড এলাকায় বাজার করে বাড়ি ফেরার পথে দেবপ্রসাদ হালদার নামে একটি টিকিট বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা টিকিট কিনে বাড়ি আসেন।

এরপর সকালে যখন সেই টিকিটের ফলাফল মোবাইলে দেখে তখন এই চক্ষু চড়ক গাছ হয়ে যায় রাজকুমারের। দেখে এক রাতের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছে। কিন্তু এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজকুমার নিজের নিরাপত্তার জনিত কারণে কুলতলী থানার দ্বারস্থ হয়।

আরও পড়ুন: ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়

কুলতলী থানার পুলিশ রাজকুমারের আবেদনের সাড়া দিয়ে রাজকুমারকে নিরাপত্তা দিতে কুলতলী থানাতে রাজকুমারকে নিয়ে আসা হয়। অন্যদিকে যে টিকিট বিক্রেতা টিকিটটি বিক্রি করেছে সেই টিকিট বিক্রেতার কাছে সকাল থেকে ক্রেতাদের ভিড় উপছে পড়েছে।

রাজকুমার জানান, ‘‘গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে অবশিষ্ট দু’শো টাকার আমি একটি টিকিট কাটি। প্রায় সময় আমি টিকিট কাটি কিন্তু এত বড় দান কোনওদিন লাগেনি আমার। টিকিট কাটার নেশা আমার কী ছিল দিনমজুর পরিবারে যেটুকু উপার্জন করি সংসারের হাল ধরার পর যেটুকু টাকা অবশিষ্ট থাকে সেটুকু টাকায় আমি টিকিট কাটতাম। গতকালও কাছ থেকে বাড়ি ফেরার পথে বাজার থেকে আমি টিকিট ক্রয় করি সেই টিকিটেই খুলে গিয়েছে আমার ভাগ্য।’’

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

দরিদ্র পরিবারে হাসি ফুটেছে। কিন্তু আমার নিরাপত্তার কারণ নিয়ে আমি কুলতলী থানাতে একটি আবেদন করি, সেই আবেদনে কুলতলী থানার পুলিশ। আমাকে তাদের সঙ্গে যেতে বলে এবং যতক্ষণ না পর্যন্ত আমি আমার টিকিট ভাঙিয়ে আমার যেটা টাকা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তার কারণে থানায় রয়েছি। কুলতলী থানার পুলিশ কার্যত নিরাপত্তা বলয়ের মধ্যে রাজকুমার কে রেখেছে।

সুমন সাহা