দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Mandarmani Honey Trap: মন্দারমণির হোটেলের ঘরে সাঙ্ঘাতিক কাণ্ড! পুলিশ হানা দিয়ে যা দেখল…! ঘটনার বর্ণনায় লজ্জায় রাঙা হতে হবে Gallery October 28, 2024 Bangla Digital Desk *রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমনি। এবার মন্দারমণি মধুচক্রের আসরের জন্য শিরোনামে। অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মোট ১৯ জন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দারমনি জুড়ে। প্রতিবেদনঃ সৈকত শী । সংগৃহীত ছবি। *পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটন কেন্দ্র হিসেবে দিঘার পাশাপাশি মন্দারমনি পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। উৎসব ও ছুটির দিনগুলিতে মন্দারমনিতে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। তবে বিভিন্ন সময় মন্দারমনির বিভিন্ন হোটেলে মধুচক্রের আসরে উদ্বিগ্ন প্রশাসন রীতিমত উদ্বিগ্নপ্রশাসন। ২৭ অক্টোবর রবিবার মন্দারমনিতে মধুচক্রের আসরে হানা দিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। সংগৃহীত ছবি। *মন্দারমনি থানা সূত্রে জানা যায়, মন্দারমণি সৈকত লাগোয়া তিনটি প্রথম সারির হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তিনটি হোটেল থেকে মধুচক্রের আসরে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজার, হোটেলের কর্মী, মিডিল ম্যান ও ৬ যুবতী-সহ মোট ১৯ জনকে আটক করে মন্দারমনি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর তাদের মধুচক্রের কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়। সংগৃহীত ছবি। *মন্দারমণি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রামনগর, কাঁথি, দিঘা, মন্দারমণি থানার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বাসিন্দা রয়েছে। সংগৃহীত ছবি। *মধুচক্রের আসরে জড়িত থাকার কারবারে ৬ যুবতী-সহ ১৩ জনের মধ্যে বেশ কিছু পর্যটক রয়েছে। ধৃতদের রবিবারই কাঁথি আদালতে তোলা হয়। আদালত ৬ যুবতীকে হোমে পাঠানোর নির্দেশের পাশাপাশি বাকি ১৩ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সংগৃহীত ছবি। *দুর্গাপুজোর সময়ও মন্দারমণি হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের জড়িত থাকার অপরাধে কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছিল। রবিবারও সেই একই ঘটনা ঘটল। মধুচক্রের আসরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সংগৃহীত ছবি। *পুজো বা উৎসবের সময়ে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের ভিড় লেগেই থাকে। সামনেই কালীপুজো। কালীপুজোর আগে রবিবার মন্দারমনিতে আবারও মধুচক্রের আসরে জড়িত থাকার কারণে তিনটি হোটেল থেকে ছয় যুবতী-সহ ১৯ জনকে গ্রেফতারের ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে পুলিশ প্রশাসনকে। সংগৃহীত ছবি। *মন্দারমণির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে মধুচক্রের আসর পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সমুদ্র সৈকত পর্যটনের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগ জনক। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ মধুচক্রের আসর ভাঙতে যথেষ্ট তৎপর হয়েছে। সংগৃহীত ছবি।