আগুন দাম আম লিচু কাঁঠালের 

South 24 Parganas News : প্রকৃতির খামখেয়ালিপনায় নষ্ট হয়েছে আম লিচু! জামাইষষ্ঠীর আগে চড়ছে দাম

দক্ষিণ ২৪ পরগনা: হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তারপরেই বাঙালির প্রতিটি ঘরে ঘরে জামাইষষ্ঠী পালন হবে। আর ভুরিভোজ থাকে এই জামাইষষ্ঠীর উৎসবকে ঘিরে। তবে এর মধ্যে অন্যতম থাকে বিভিন্ন ফলের বাহার। কিন্তু আম কাঁঠাল লিচু তিনটি ফল থাকা বাধ্যতামূলক। শুধু জামাইকে তৃপ্ত করতে নয়, এ দিনের পুজোয় তিন বা পাঁচটা ফল দিতেই হয়। সেই কারণ জামাইষষ্ঠীতে আম কাঁঠাল লিচু সহ অনান্য ফলের চাহিদা থাকে অনেকটাই বেশি।

আরও পড়ুন: মোয়া খেতে ভালবাসেন? কিন্তু ‘জয়নগর’ নাম এল কোথা থেকে? জানলে চমকে যাবেন…

দক্ষিণ ২৪ পরগনা বরাবরই আম লিচু কাঁঠাল উৎপাদনের একটা অন্যতম স্থান।তবে বেশ কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ের রিমলের প্রভাবে গাছের আম লিচু কাঁঠালের ব্যপক ক্ষতি হয়েছে।   প্রচন্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দক্ষিণ ২৪ পরগনা  কৃষকদের। আর জামাইষষ্ঠীতে আম লিচু কাঁঠালের চাহিদা অনেকটাই বেশি কিন্তু তা যোগান দিতে হিমসিম খাচ্ছে ফল ব্যবসায়ীরা। ।

আরও পড়ুন: স্ট্রিট ফুডের হাতছানিতে কাছে ডাকছে ডায়মন্ড হারবার! ঘুরে আসুন এখান থেকে

তবে ঘাটতি থাকলেও চাহিদা থাকায় চড়া দামে আম লিচু বাজারে বিক্রি হচ্ছে। বাঙালি জামাইষষ্ঠীতে আম লিচু কাঁঠাল যদি না থাকে যেন ষষ্ঠী অসম্পূর্ণ থাকে। তাই চড়া দাম থাকলেও মানুষের কেনার চাহিদা তুঙ্গে। তবে ব্যবসায়ীদের কথা অনুযায়ী  চড়া দামেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাঁরা,  এই ঝড়ের কারণে এতটাই ফলন কম তাদেরও চড়া দামে কিনে এনে বাজারে বিক্রি করতে হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা