দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়

Road Accident: দাঁড়িয়ে থাকা ডাম্পারে এসে সজোরে ধাক্কা, মাঝরাতে মৃত্যু চালক ও খালাসির

নদিয়া: ফের ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে বারংবার সচেতনতামূলক প্রচার করলেও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। এদিন ঘটনাটি ঘটে শান্তিপুর থানার ফুলিয়াপাড়া তারক ব্যানার্জী এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে।

সূত্রের খবর, ১২ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পার খারাপ অবস্থায় সার্ভিস রোডে দাঁড়িয়েছিল। রাত প্রায় তিনটে নাগাদ দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি। ছোট মালবাহী গাড়িটি মধ্যমগ্রাম থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।

আর‌ও পড়ুন: ভলিবল খেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পান, অনাথ সাগরের লক্ষ্য পুলিশ অফিসার হ‌ওয়া

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তারা রক্তাক্ত অবস্থায় চালক ও গাড়ির খালাসীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট চারচাকা গাড়ির চালক ও গাড়ির খালাসী দু’জনেরই মৃত্যু হয়েছে। এরপর দেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে শান্তিপুর থানা। সেইসঙ্গে গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ঝাঁ চকচকে তৈরি হওয়া ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। যার জেরে প্রাণ হারাতে হচ্ছে একের পর এক পথ চলতি মানুষ কিংবা যাত্রী অথবা চালককে। প্রশাসনের একের পর এক সতর্কমূলক অভিযান কিংবা সেফ ড্রাইভ সেভ লাইফের মত সচেতন বার্তাতেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের।

মৈনাক দেবনাথ