আম

Mango Price: জামাইষষ্ঠীর আগে বাজারে আমের দাম কমবে? না কি হাত পুড়বে? পড়ুন

কোচবিহার: গরম মরশুম মাথামাঝি চলে এলেও বাজারে সেভাবে আমের দেখা নেই।  কাজেই, আমের দাম-ও ঊর্ধ্বমুখি। সামনেই জামাইষষ্ঠী। সেদিন আম না হলে হয় নাকি! কাজেই, জামাইষষ্ঠীর আগে বাজারে আমের জোগান বাড়তে শুরু করেছে। বিক্রেতারা জানাচ্ছেন, ‘আমের দাম কিছুটা কমেছে প্রথম অবস্থার তুলনায়।’ ক্রেতাদের কথায়, ‘আমের দাম কিছুটা কমেছে, তবুও যে-দাম, সে-দামে আম কিনে খাওয়া সম্ভব নয়।”

আম বিক্রেতা রানা হোসেন জানান, “বাজারে বিভিন্ন ফলের দোকানে ইতিমধ্যেই ল্যাংড়া, ফজলি, হিমসাগর, লালমনি আম এসেছে। আমের দামের শুরু হচ্ছে ৮০ টাকা কেজি থেকে। তাইতো ক্রেতারা সেভাবে আম কিনছেন না। যদিও জামাইষষ্ঠীর সময় আমের দাম কমার  সম্ভাবনা রয়েছে। তবে দাম কত থাকতে চলেছে, সেই বিষয়ে নিশ্চিত কোন-ও ধারণা পাওয়া যাচ্ছে না। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তবে জামাইষষ্ঠীতে মধ্যবিত্ত ক্রেতাদের পকেট পুড়তে চলেছে এটুকু নিশ্চিত। তাঁরা আম কতটা কিনতে পারবেন, সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।\”

জনৈক এক ক্রেতা আনন্দ পাল জানান, “এবার শুরুর সময় থেকেই আমের বাজার খুব একটা ভাল নেই। আমের পর্যাপ্ত মুকুল আসলেও, সঠিক বৃষ্টির অভাবে তা নষ্ট হয়ে যায়। ফলে আম চাষীদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাইতো বাজারে আমের যোগান আসতে অনেকটাই দেরি হচ্ছে। এখনও বেশ কিছু আম রয়েছে যা বাজারে আসা বাকি। গোলাপ খাস আমের এখনও দেখা মেলেনি।” আর এক ক্রেতা রাম নারায়ণ শর্মা জানান, “বর্তমান সময়ে বাজারে আমের যা দাম! কেনা প্রায় অসম্ভব।”

Sarthak Pandit