হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি ইজরায়েলের. (Image: Reuters)

Israel Iran Tension:মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ, লেবানন ও ইরানের আকাশসীমা এড়ানোর পরামর্শ মিশর, ইংল্যান্ড-সহ পৃথিবীর বিভিন্ন দেশের

লেবানন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবস্থা ক্রমশ অবনতির দিকে৷ বিশেষ করে হামাস প্রধানের মৃত্যু ও ইজরায়েলি হামলায় হিজাবুল্লার কমান্ডারের নিহত হওয়ার ঘটনায় এই যুদ্ধের আবহ আরও ঘোরতর হয়ে উঠেছে৷

এরই মধ্যে ইংল্যান্ড, মিশর-সহ পৃথিবীর বেশ কিছু দেশের এয়ারলাইন্স ইজরায়েল ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলছে৷ বেশ কিছু এয়ার লাইন্স তাঁদের সময়সূচীও পরিবর্তন করেছে৷

আরও পড়ুন: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের

হামাস প্রধানের মৃত্যু পর থেকেই মধ্যপ্রাচ্যের সংকট ক্রমশ বৃদ্ধি পেয়েছে৷ হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছে৷

এই ঘটনায় ইজরায়েল সিনওয়াকে খতম করার ও হামাসকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷

আরও পড়ুন:ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া

সংঘাতের ক্রম বর্ধমান আবহে বৃহস্পতিবার ভোরবেলায়, মিশর তার সমস্ত এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়ানোর নির্দেশ দেয়৷ তার কয়েকঘণ্টার মধ্যে বিট্রেনও তার সমস্ত এয়ারলাইন্সকে লেবাননের আকাশসীমা এড়ানোর পরামর্শ দেয়৷

গত শুক্রবার থেকেই সিঙ্গাপুর এয়ারলাইন্সও ইরানের আকাশসীমায় ব্যবহার বন্ধ করে বিকল্প রাস্তা ব্যবহার করছে৷

প্রসঙ্গত মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রনালয় একটা নোটিশ জারি করেছে৷ বিবৃতিতে বলা হয়েছে, ৭ অগাস্ট তেহরানের সময় ১১:৩০ টা থেকে ১৪:৩০ অবধি এবং ৪:৩০টে থেকে ৭:৩০ অবধি ইরানের আকাশে সামরিক মহড়া চলার কথা৷ সেই জন্যই ওই সময়টাতে ইরানের আকাশপথ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল৷