অবশেষে নদীর উপর তৈরি হতে চলেছে সেতু, ভোগান্তি থেকে মুক্তি পাবে বহু মানুষ

Bangla Video: নদীর উপর তৈরি হতে চলেছে সেতু, ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছে জামবনির মানুষ

ঝাড়গ্রাম: দীর্ঘদিন পর চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছে একটি বৃহৎ অঞ্চলের বহু মানুষ। অবশেষে নদীর উপর তৈরি হতে চলেছে সেতু । ইতিমধ্যেই হয়ে গিয়েছে মাটি পরীক্ষা। তৈরি হয়ে গেছে সেতু তৈরির নকশা। এবার রাজ্য সরকারের কাছ থেকে তহবিল পেলেই সেতুর কাজ শুরু হবে। যার ফলে জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসতে চলেছে বহু মানুষের।

ঝাড়গ্রাম জেলার ঝাড়খন্ড রাজ্য লাগোয়া জামবনি ব্লকের বুক চিরে চিল্কিগড়ের পাশ দিয়ে চলে গেছে ডুলুং নদী। প্রতিবছর বর্ষা এলেই ভোগান্তি শুরু হয় জামবনি ব্লকের বাসিন্দাদের। চিল্কিগড়ে ডুলুং নদী পারাপার জন্য রয়েছে একটি কজওয়ে। প্রচুর বৃষ্টি হলে কজওয়েটি ডুবে যায়। বিপদ সীমার উপর দিয়ে বয়ে যায় নদীর জল।

আরও পড়ুন: হেলমেট না পরে স্কুটি চালানোর মাশুল, কাজ থেকে বাড়ি ফেরা হল না কিশন খড়িয়ার

ডুলুং নদীর ওপারে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি রয়েছে জামবনি ব্লক অফিস। ডুলুং নদীর জল বেড়ে গেলে চিল্কিগড়, গিধনী, চিঁচিঁড়া সহ বিভিন্ন এলাকার মানুষকে পড়িহাটি অথবা জাতীয় সড়ক হয়ে ঘুর পথে ঝাড়গ্রাম জেলা সদরে আসতে হয়। কিন্তু এবার এই ভোগান্তির উপর ইতিপড়তে চলেছে। প্রশাসনের উদ্যোগে নির্মিত হতে চলেছে সেতু।

এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী বলেন, জামবনি ব্লকের মানুষ জনের দীর্ঘদিনের দাবি রয়েছে চিল্কিগড়ে ডুলুং নদীর উপর একটি সেতু নির্মাণের। সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই মাটি পরীক্ষা হয়েছে। আমি নিজে গিয়ে এলাকা পরিদর্শন করে এসেছি। ঝাড়গ্রাম থেকে চিল্কিগড় যাওয়ার পথে নদীর যে কজওয়েটি রয়েছে সেই কজওয়ে এর ডান দিক চেপে তৈরি হবে সেতু। ইতিমধ্যেই সেতুর নকশা তৈরি হয়ে গেছে। রাজ্য সরকারের কাছ থেকে তহবিল পৌঁছলেই দ্রুত কাজটি শুরু হয়ে যাবে।

বুদ্ধদেব বেরা