বিজেপি প্রার্থী সঙ্গে টোল ফ্রি নম্বর 

Lok Sabha Election 2024: ঝামেলায় পড়লেই ফোন করুন এই নম্বরে, ভোটারদের কী পরামর্শ বিজেপি প্রার্থীর?

মথুরাপুর: আগামীকাল অর্থাৎ শেষ দফায় নির্বাচন রয়েছে মথুরাপুরে। সেখানে বিজেপির প্রার্থী অশোক পুরকাইত আশঙ্কা করছেন আগামিকালের ভোটে এই কেন্দ্রের বেশ কিছু জায়গায় অশান্তি হতে পারে। সেই আশঙ্কায় কর্পোরেট ধাঁচে রীতীমত টোল ফ্রি নম্বর চালু করল বিজেপি নেতৃত্ব।

২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ

শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন মথুরাপুরে। এর আগের দফাগুলিতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। মারধর থেকে ভোট লুটের অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাই এবার আগাম প্রস্তুতি সেরে রাখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত।

আরও পড়ুন: সপ্তম দফার ভোট নিয়ে কড়া কমিশন, শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম

লোকসভা নির্বাচন ২০২৪ বুথ ফেরত সমীক্ষা

ফোন করে সেই নম্বরে অভিযোগ জানাতে পারেন যে কেউ। অশোকবাবুর দাবি, বহিরাগত দুষ্কৃতীরাও এলাকায় ঢুকতে পারে। গোলমাল করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নন।

অশোক পুরকাইত বলেন, “আমি চাই বিজেপির লোকজন এবং ভোটাররা যাতে আগামিকাল নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হোক। কোনও রকম অসুবিধায় পড়লে টোল ফ্রি ১৮০০-১২০-২৭৩ নম্বরে ফোন করবেন।” ২৪ ঘণ্টাই এই টোল ফ্রি নম্বর কাজ করবে।

নবাব মল্লিক