মন্দির 

Purba Bardhaman News: পূর্ব বর্ধমানের এই মন্দির জুড়ে কত ইতিহাস! বসে মেলাও, কী ভাবে যাবেন জেনে নিন

পূর্ব বর্ধমান: ঘুরতে যেতে ভালবাসেন অনেকেই। বছরের প্রায় প্রত্যেকটা সময় অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সেরকমই এক ভ্রমণকেন্দ্র রয়েছে পূর্ব বর্ধমানে। জেলার অগ্রদ্বীপ গ্রামে রয়েছে গোপীনাথ মন্দির। যাঁরা ভ্রমণপ্রেমী রয়েছেন, তাঁরা একবার হলেও ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই মন্দির থেকে।মন্দির কর্তৃপক্ষের কথায় প্রায় ৪০০ বছরেরও বেশি পুরনো অগ্রদ্বীপের মন্দির। কাটোয়া ২ ব্লকের একটি জনপদ অগ্রদ্বীপ। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোপীনাথের মেলা বসে এখানে।

অগ্রদ্বীপের মেলার কেন্দ্রবিন্দুতে থাকেন গোপীনাথ রূপী কৃষ্ণ এবং তাঁর পরম ভক্ত গোবিন্দ ঘোষ। আজও গোবিন্দ ঘোষের তিরোধান তিথিতে আয়োজিত হয় তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। বিরল এই দৃশ্যের সাক্ষী হতে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে মেলার সময় আসেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। তবে শুধু মেলা নয়, বছরের প্রায় প্রত্যেকদিনই বহু দর্শনার্থীরা আসেন এই মন্দিরে। এখানে আগে দর্শনার্থীদের জন্য থাকার কোনও রকম ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে চালু করা হয়েছে সেই ব্যবস্থাও। এই প্রসঙ্গে মন্দির কমিটির তরফে সুনীল হালদার বলেন, বর্তমানে এই মন্দির কমিটির তরফ থেকে দর্শনার্থীদের জন্য থাকার এবং ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। তবে থাকা খাওয়ার জন্য সকাল ১০টার আগে ফোন করে জানাতে হবে। স্বল্পমূল্যের বিনিময়ে ভোগ প্রসাদ দেওয়া হয়।

আরও পড়ুন: এক ফোনেই সর্বস্বান্ত! ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর খপ্পরে পড়লে শেষ, সাবধান হবেন কীভাবে

আরও পড়ুন: ফেলে দেওয়া প্যারাসিটামল দিয়ে অবিশ্বাস্য কাজ করলেন বীরভূমের যুবক, আন্তর্জাতিক পুরস্কার এল ঝুলিতে

দর্শনার্থীরা পূর্ব বর্ধমানের এই অগ্রদ্বীপ গ্রামে গেলে গোপীনাথের দুটো মন্দির দেখতে পাবেন। গ্রাম ঢুকতেই প্রথমে চোখে পড়বে নতুন মন্দির এবং সেখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে গোপীনাথের পুরনো মন্দির। জানা গিয়েছে, গোপীনাথকে পুরনো মন্দিরে রাখা হয় ছ’মাস এবং বছরের বাকি সময় রাখা হয় নতুন মন্দিরে। এই অগ্রদ্বীপ গ্রাম পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হলেও, বেশিরভাগটাই নদিয়া লাগোয়া।

পূর্ব বর্ধমানের কাটোয়া, দাইহাট অথবা পাটুলি ষ্টেশন থেকেআসতে হবে অগ্রদ্বীপ ঘাট। এবং ঘাট থেকে নদী পার করলেই পৌঁছে যাবেন এই গ্রামে। অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথ মন্দির দর্শনের পাশাপাশি খেতে পারেন এখানকার জনপ্রিয় ছানার জিলাপি। যে জিলিপি এখন বিদেশেও পাড়ি দেয়। সব মিলিয়ে ভ্রমণপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ।

বনোয়ারীলাল চৌধুরী