BBA, BCA, B.Tech এর মতো স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে লক্ষ লক্ষ ছাত্র MBA-এতে ভর্তি হন। এমবিএ মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। Quora-তে করা এক প্রশ্নের জবাবে অনেকেই লিখেছেন, প্রতি বছর ৫ লাখের বেশি যুবক এমবিএ কোর্স করেন। ভারতে, আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে এমবিএ-র শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়।

MBA Entrance Exams in India: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

BBA, BCA, B.Tech এর মতো স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে লক্ষ লক্ষ ছাত্র MBA-এতে ভর্তি হন। এমবিএ মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। Quora-তে করা এক প্রশ্নের জবাবে অনেকেই লিখেছেন, প্রতি বছর ৫ লাখের বেশি যুবক এমবিএ কোর্স করেন। ভারতে, আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে এমবিএ-র শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়।
BBA, BCA, B.Tech এর মতো স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে লক্ষ লক্ষ ছাত্র MBA-এতে ভর্তি হন। এমবিএ মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। Quora-তে করা এক প্রশ্নের জবাবে অনেকেই লিখেছেন, প্রতি বছর ৫ লাখের বেশি যুবক এমবিএ কোর্স করেন। ভারতে, আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে এমবিএ-র শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়।
এমবিএ-তে ভর্তি হতে গেলে ক্যাট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। প্রতি বছর ৩ লাখের বেশি শিক্ষার্থী ক্যাট পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে সফল হন মাত্র কয়েক হাজার। কিন্তু অনেকেই জানেন না, CAT ছাড়াও বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলি পাশ করে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়। এখানে দেওয়া হল সেই তালিকা।
এমবিএ-তে ভর্তি হতে গেলে ক্যাট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। প্রতি বছর ৩ লাখের বেশি শিক্ষার্থী ক্যাট পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে সফল হন মাত্র কয়েক হাজার। কিন্তু অনেকেই জানেন না, CAT ছাড়াও বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলি পাশ করে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়। এখানে দেওয়া হল সেই তালিকা।
CAT (CAT- কমন অ্যাডমিশন টেস্ট): CAT হল ভারতের সবচেয়ে জনপ্রিয় ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইআইএম-এ ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
CAT (CAT- কমন অ্যাডমিশন টেস্ট): CAT হল ভারতের সবচেয়ে জনপ্রিয় ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইআইএম-এ ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
XAT (জেভিয়ার অ্যাপটিটিউড টেস্ট) - এটি CAT-এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে। XLRI- Xavier School of Management এই পরীক্ষা নেয়। জানুয়ারি মাসে আয়োজিত হয়। এর মাধ্যমে, একজন XLRI এবং দেশের 11টি XAMI সদস্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
XAT (জেভিয়ার অ্যাপটিটিউড টেস্ট) – এটি CAT-এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে। XLRI- Xavier School of Management এই পরীক্ষা নেয়। জানুয়ারি মাসে আয়োজিত হয়। এর মাধ্যমে, একজন XLRI এবং দেশের 11টি XAMI সদস্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
MAT (MAT- Management Aptitude Test): MAT পরীক্ষা AIMA দ্বারা পরিচালিত হয়। এই এমবিএ প্রবেশিকা পরীক্ষা বছরে ৪ বার ফেব্রুয়ারি, মে, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এর কাটঅফ মার্কস প্রতিবারই আলাদা।
MAT (MAT- Management Aptitude Test): MAT পরীক্ষা AIMA দ্বারা পরিচালিত হয়। এই এমবিএ প্রবেশিকা পরীক্ষা বছরে ৪ বার ফেব্রুয়ারি, মে, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এর কাটঅফ মার্কস প্রতিবারই আলাদা।
SNAP (SNAP- Symbiosis National Aptitude): Symbiosis ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য SNAP পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সচেতনতার একটি অতিরিক্ত বিভাগ রয়েছে।
SNAP (SNAP- Symbiosis National Aptitude): Symbiosis ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য SNAP পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সচেতনতার একটি অতিরিক্ত বিভাগ রয়েছে।
GMAT (GMAT- গ্রাজুয়েট ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষা): সারা বিশ্বে ২৩০৯ টিরও বেশি ব্যবসায়িক বিদ্যালয়ে GMAT স্কোরের মাধ্যমে ভর্তি করা হয়। এমনকী ভারতে, অনেক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জিম্যাট স্কোরের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করে।
GMAT (GMAT- গ্রাজুয়েট ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষা): সারা বিশ্বে ২৩০৯ টিরও বেশি ব্যবসায়িক বিদ্যালয়ে GMAT স্কোরের মাধ্যমে ভর্তি করা হয়। এমনকী ভারতে, অনেক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জিম্যাট স্কোরের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করে।
NMAT (Narsee Monjee Aptitude Test): এই পরীক্ষাটি প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ৭৫ দিনের জন্য অনুষ্ঠিত হয়। যে কোনও প্রার্থী বছরে ৩ বার NMAT পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে এনএমআইএমএস, আইসিএফএআই, এআরএম বিশ্ববিদ্যালয়, বিআইটি বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে।
NMAT (Narsee Monjee Aptitude Test): এই পরীক্ষাটি প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ৭৫ দিনের জন্য অনুষ্ঠিত হয়। যে কোনও প্রার্থী বছরে ৩ বার NMAT পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে এনএমআইএমএস, আইসিএফএআই, এআরএম বিশ্ববিদ্যালয়, বিআইটি বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে।
CMAT (Common Management Admission Test): CMAT জাতীয় পর্যায়ের পরীক্ষা। এটি AICTE দ্বারা অনুমোদিত। এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন বিদেশেও এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
CMAT (Common Management Admission Test): CMAT জাতীয় পর্যায়ের পরীক্ষা। এটি AICTE দ্বারা অনুমোদিত। এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন বিদেশেও এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
IIFT (IIFT- Indian Institute of Foreign Trade): IIFT-এর দিল্লি, কাকিনাডা এবং কলকাতা ক্যাম্পাসে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক৷ ডিসেম্বরে পরীক্ষা হয়। পরীক্ষায় বসার কোনও বয়সসীমা নেই।

IIFT (IIFT- Indian Institute of Foreign Trade): IIFT-এর দিল্লি, কাকিনাডা এবং কলকাতা ক্যাম্পাসে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক৷ ডিসেম্বরে পরীক্ষা হয়। পরীক্ষায় বসার কোনও বয়সসীমা নেই।
MH-CET (মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট)/ MH-MBA/MMS-CET- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কেউ মহারাষ্ট্রের সরকারি, বেসরকারি, ডিম্ড এমবিএ ইনস্টিটিউটের ২ বছরের ফুলটাইম ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন। মার্চ মাসে ২ দিন ধরে এই পরীক্ষা চলে।
MH-CET (মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট)/ MH-MBA/MMS-CET- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কেউ মহারাষ্ট্রের সরকারি, বেসরকারি, ডিম্ড এমবিএ ইনস্টিটিউটের ২ বছরের ফুলটাইম ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন। মার্চ মাসে ২ দিন ধরে এই পরীক্ষা চলে।
TISSNET (Tata Institute of Social Sciences): টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। TISSNET পরীক্ষা ক্লিয়ার করার পর, TISSMAT পরীক্ষাও পাস করা প্রয়োজন।
TISSNET (Tata Institute of Social Sciences): টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। TISSNET পরীক্ষা ক্লিয়ার করার পর, TISSMAT পরীক্ষাও পাস করা প্রয়োজন।
TANCET (তামিলনাড়ু কমন এন্ট্রান্স টেস্ট): এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। তামিলনাড়ুতে অবস্থিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যাচেলার্সে ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক।
TANCET (তামিলনাড়ু কমন এন্ট্রান্স টেস্ট): এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। তামিলনাড়ুতে অবস্থিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যাচেলার্সে ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক।
IBSAT (ICFAI Business Studies Aptitude Test): কম্পিউটার ভিত্তিক ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে ICFAI। IBSAT, GMAT, CAT এবং NMAT স্কোরের উপর ভিত্তি করে ICFAI বিজনেস স্কুলে ভর্তি হওয়া যায়।
IBSAT (ICFAI Business Studies Aptitude Test): কম্পিউটার ভিত্তিক ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে ICFAI। IBSAT, GMAT, CAT এবং NMAT স্কোরের উপর ভিত্তি করে ICFAI বিজনেস স্কুলে ভর্তি হওয়া যায়।
KMAT (কর্নাটক ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট): কর্ণাটকে অবস্থিত AICTE অনুমোদিত B স্কুলে ভর্তির জন্য এই পরীক্ষাটি দিতে হয়। দেশের ১০টি শহরে কেম্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশি শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারেন।
KMAT (কর্নাটক ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট): কর্ণাটকে অবস্থিত AICTE অনুমোদিত B স্কুলে ভর্তির জন্য এই পরীক্ষাটি দিতে হয়। দেশের ১০টি শহরে কেম্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশি শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারেন।
PGCET- কর্ণাটক পরীক্ষা কর্তৃপক্ষ কর্ণাটক PGCET পরীক্ষা পরিচালনা করে। এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। এতে ভর্তির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকে।
PGCET- কর্ণাটক পরীক্ষা কর্তৃপক্ষ কর্ণাটক PGCET পরীক্ষা পরিচালনা করে। এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। এতে ভর্তির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকে।
ATMA- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষাকে ম্যানেজমেন্টে ভর্তির AIMS টেস্টও বলা হয়। বছরে ৪ থেকে ৫ বার এই পরীক্ষা হয়। এর মাধ্যমে এমবিএ, এমএমএস, পিজিডিএম এবং এমসিএ-র মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়া।
ATMA- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষাকে ম্যানেজমেন্টে ভর্তির AIMS টেস্টও বলা হয়। বছরে ৪ থেকে ৫ বার এই পরীক্ষা হয়। এর মাধ্যমে এমবিএ, এমএমএস, পিজিডিএম এবং এমসিএ-র মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়া।