Tag Archives: Exam

Bangla Video: মার্কশিটে নম্বরে গড়মিল, বিশ্ববিদ্যালয়ে জাস্টিস চাইতে হাজির কলেজ পড়ুয়ারা

উত্তর ২৪ পরগনা: এবার রাজ্যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নম্বরে গড় মিলের অভিযোগ তুলে জাস্টিস এর দাবিতে বিক্ষোভ দেখাল কলেজ পড়ুয়ারা।

সূত্রে খবর, বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বেশ কয়েকটি কলেজের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বেশ কিছু বিষয়ে অনার্সের নম্বর আশানুরূপ হলেও পাস এবং ইলেকটিভ বিষয়ের সেমিস্টারে উত্তীর্ণ হননি অনেকেই। ফাইনাল সেমিস্টারে অনুত্তীর্ণ বিষয়ের পরীক্ষা দিলেও, আগের প্রাপ্ত নম্বরই এসেছে ফলাফলে। এমনকি হাতেগোনা কয়েকজন ছাড়া অধিকাংশের খাতা রিভিউ করেও বাড়েনি নম্বার। পড়ুয়াদের অভিযোগ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরফে বিষয়টি নিয়ে কোনরকম সাহায্য তারা পাচ্ছেন না। এরমধ্যে অনেক ছাত্রই আছেন যারা কোভিড কালে পরীক্ষা দিলেও, তাদের ক্ষেত্রে কোনো রকম সাহায্য করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এর কারণেই বারাসাত স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজের পড়ুয়ারা এদিন বিশ্ববিদ্যালয়ে এসে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন।

আরও পড়ুন: রাজ আমলের দিঘি আজ বেহাল দশায়, ক্ষোভ স্থানীয়দের

তাদের দাবি, তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করলেও, ভর্তি হতে পারছেন না। কেউ আবার চাকরির ক্ষেত্রেও পড়ছেন সমস্যায়। ফলে নম্বরের গড়মিলের কারণে বিপাকে পড়া ছাত্ররা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে জানাচ্ছেন যদি কিছু নম্বর গ্রেস দিয়ে তাদের পাশ করানোর ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয় তরফে। তবে সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এখন উপায় একমাত্র আরটিআই করা, না হলে আবারো পরীক্ষায় বসা ছাড়া কোন উপায় দেখছেন না তারা। তবে ছাত্র-ছাত্রীদের সব রকম সাহায্যের কথা স্বীকার করেছেন উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায়। যদিও আর টি আই এর ক্ষেত্রে পড়ুয়াদের দাবি, এই পদ্ধতি দীর্ঘ সময় সাপেক্ষ, যার ফলে হাতছাড়া হতে পারে উচ্চশিক্ষা ও কর্মের ক্ষেত্রে। এখন এই পরিস্থিতিতে কি করবে এই পড়ুয়ারা তা বুঝে উঠতে পারছেন না।

রুদ্র নারায়ণ রায়

Quiz: পৃথিবীতে ‘পরীক্ষা’ কে প্রথম আবিষ্কার করেন বলুন দেখি…? ভারতে কবে চালু হয় ‘Exam’? চমকে দেবে তথ্য!

পরীক্ষা। শব্দটি কানে এলেই নিশ্চই কান খাঁড়া হয়ে যায় আপনারও? স্কুল-কলেজের পরীক্ষায় হোক বা চাকরির পরীক্ষা, যে কোনও পরীক্ষা দিতে গেলেই উদ্বেগ উত্তেজনা শুরু হয়ে যায় মনের মধ্যে।
পরীক্ষা। শব্দটি কানে এলেই নিশ্চই কান খাঁড়া হয়ে যায় আপনারও? স্কুল-কলেজের পরীক্ষায় হোক বা চাকরির পরীক্ষা, যে কোনও পরীক্ষা দিতে গেলেই উদ্বেগ উত্তেজনা শুরু হয়ে যায় মনের মধ্যে।
দেশ-কাল নির্বিশেষে প্রায় সকলকেই কোনও না কোনও সময় জীবনে সম্মুখীন হতে হয়েছে পড়াশোনার এমন একটি পদ্ধতির সঙ্গে। আর সেই মুহূর্তে ঘামতে ঘামতে অথবা পরীক্ষার আগে বইয়ে মুখ গুঁজে হয়ত মনেও এসেছে এই একটি প্রশ্ন।
দেশ-কাল নির্বিশেষে প্রায় সকলকেই কোনও না কোনও সময় জীবনে সম্মুখীন হতে হয়েছে পড়াশোনার এমন একটি পদ্ধতির সঙ্গে। আর সেই মুহূর্তে ঘামতে ঘামতে অথবা পরীক্ষার আগে বইয়ে মুখ গুঁজে হয়ত মনেও এসেছে এই একটি প্রশ্ন।
কিন্তু সত্যি কী কখনও সিরিয়াসলি ভেবে দেখেছেন পরীক্ষা আদতে কে আবিষ্কার করেছে? আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর। জেনে নেওয়া যাক এই দেশেই বা ঠিক কবে থেকে চলছে এই পরীক্ষা ব্যবস্থা?
কিন্তু সত্যি কী কখনও সিরিয়াসলি ভেবে দেখেছেন পরীক্ষা আদতে কে আবিষ্কার করেছে? আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর। জেনে নেওয়া যাক এই দেশেই বা ঠিক কবে থেকে চলছে এই পরীক্ষা ব্যবস্থা?
পরীক্ষা এমন একটি জিনিস যা আমরা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত দিয়ে থাকি। স্কুলজীবন থেকে শুরু হয়ে কলেজ পর্যন্ত চলে এই পরীক্ষার পালা। কলেজের পরেও অনেক শিশু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা এমন একটি জিনিস যা আমরা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত দিয়ে থাকি। স্কুলজীবন থেকে শুরু হয়ে কলেজ পর্যন্ত চলে এই পরীক্ষার পালা। কলেজের পরেও অনেক শিশু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।
এমন পরিস্থিতিতে , পরীক্ষা এমন একটি বিষয় যা শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমাদের জীবনের একটি প্রধান অংশ হয়ে থাকে। প্রকৃতপক্ষে, পরীক্ষাগুলি পরিচালনা করা হয় যাতে আমরা একটি বিষয় সম্পর্কে আমাদের কতটা জ্ঞান আছে তা পরীক্ষা করতে পারি।
এমন পরিস্থিতিতে , পরীক্ষা এমন একটি বিষয় যা শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমাদের জীবনের একটি প্রধান অংশ হয়ে থাকে। প্রকৃতপক্ষে, পরীক্ষাগুলি পরিচালনা করা হয় যাতে আমরা একটি বিষয় সম্পর্কে আমাদের কতটা জ্ঞান আছে তা পরীক্ষা করতে পারি।
এমতাবস্থায় প্রশ্ন জাগে কী ভাবে পরীক্ষা আদৌ শুরু হল? পরীক্ষার আবিষ্কারই বা করেন কে? প্রাচীন ভারতে ঠিক কেমন হত পরীক্ষা? আসুন জেনে নিই পরীক্ষা সংক্রান্ত সাধারণ জ্ঞানের এমনই কিছু প্রশ্ন।
এমতাবস্থায় প্রশ্ন জাগে কী ভাবে পরীক্ষা আদৌ শুরু হল? পরীক্ষার আবিষ্কারই বা করেন কে? প্রাচীন ভারতে ঠিক কেমন হত পরীক্ষা? আসুন জেনে নিই পরীক্ষা সংক্রান্ত সাধারণ জ্ঞানের এমনই কিছু প্রশ্ন।
পরীক্ষা কে আবিষ্কার করেন?উত্তর: আমেরিকান সমাজসেবী ও ব্যবসায়ী হেনরি ফিশেল ১৯ শতকে প্রথম পরীক্ষার ধারণার সূচনা করেন। তিনি একটি পরীক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছিলেন, যার মাধ্যমে একটি সাধারণ বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান পরীক্ষা করা যায়।
পরীক্ষা কে আবিষ্কার করেন?
উত্তর: আমেরিকান সমাজসেবী ও ব্যবসায়ী হেনরি ফিশেল ১৯ শতকে প্রথম পরীক্ষার ধারণার সূচনা করেন। তিনি একটি পরীক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছিলেন, যার মাধ্যমে একটি সাধারণ বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান পরীক্ষা করা যায়।
ব্রিটিশ আমলে IAS কে কী বলা হত?১৮৫৭ সালের বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার অবসান ঘটে এবং সমস্ত ক্ষমতা ব্রিটিশরাজের হাতে চলে যায়। এর পরে দেশের প্রশাসনিক পরিষেবা ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিত হয়।
ব্রিটিশ আমলে IAS কে কী বলা হত?
১৮৫৭ সালের বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার অবসান ঘটে এবং সমস্ত ক্ষমতা ব্রিটিশরাজের হাতে চলে যায়। এর পরে দেশের প্রশাসনিক পরিষেবা ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিত হয়।
প্রাচীন ভারতে পরীক্ষাগুলি কীভাবে পরিচালিত হত?প্রাচীন ভারতে পরীক্ষার কোনও ধারণা ছিল না। শেখার প্রতিটি পর্যায়ের পর, প্রত্যেক গুরু বিপুল সংখ্যক সহ গুরু এবং সাধারণ শ্রোতাদের সামনে সমাবর্তন করতেন, অর্থাৎ, ভবিষ্যতে ছাত্র বা ছাত্রীকে ভাল হওয়ার উপদেশ দিয়ে তাঁকে গুরুকুল থেকে বিদায় দেওয়া হত।
প্রাচীন ভারতে পরীক্ষাগুলি কীভাবে পরিচালিত হত?
প্রাচীন ভারতে পরীক্ষার কোনও ধারণা ছিল না। শেখার প্রতিটি পর্যায়ের পর, প্রত্যেক গুরু বিপুল সংখ্যক সহ গুরু এবং সাধারণ শ্রোতাদের সামনে সমাবর্তন করতেন, অর্থাৎ, ভবিষ্যতে ছাত্র বা ছাত্রীকে ভাল হওয়ার উপদেশ দিয়ে তাঁকে গুরুকুল থেকে বিদায় দেওয়া হত।
কবে প্রথমবারের মতো প্রশাসনিক পরীক্ষা নেওয়া হয়েছিল?১৯৫৮ সালের ১৪ ডিসেম্বর প্রথমবারের মতো প্রশাসনিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষকরা কেমব্রিজ থেকে ট্রেনে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে যান।
কবে প্রথমবারের মতো প্রশাসনিক পরীক্ষা নেওয়া হয়েছিল?
১৯৫৮ সালের ১৪ ডিসেম্বর প্রথমবারের মতো প্রশাসনিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষকরা কেমব্রিজ থেকে ট্রেনে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে যান।
ভারতে প্রথম কবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল?১৮৫৩ সালে ভারতে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালিত হয়েছিল। সরকারি কর্মচারী বাছাইয়ের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে, মৌর্য যুগে, ৩১৩ খ্রিস্টপূর্বাব্দে, চাণক্য বা বিষ্ণুগুপ্ত দ্বারা রচিত হয়েছিল কৌটিল্য অর্থশাস্ত্র। কৌটিল্য অর্থশাস্ত্র হল প্রথম পরিচিত পাঠ, যা সরকারি কর্মচারী নিয়োগের নিয়ম তৈরি করেছিল। তবে এই বইটির লেখক নিয়ে বিতর্ক রয়েছে।
ভারতে প্রথম কবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল?
১৮৫৩ সালে ভারতে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালিত হয়েছিল। সরকারি কর্মচারী বাছাইয়ের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে, মৌর্য যুগে, ৩১৩ খ্রিস্টপূর্বাব্দে, চাণক্য বা বিষ্ণুগুপ্ত দ্বারা রচিত হয়েছিল কৌটিল্য অর্থশাস্ত্র। কৌটিল্য অর্থশাস্ত্র হল প্রথম পরিচিত পাঠ, যা সরকারি কর্মচারী নিয়োগের নিয়ম তৈরি করেছিল। তবে এই বইটির লেখক নিয়ে বিতর্ক রয়েছে।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।

UGC NET 2024: ১৮ জুনের UGC-NET পরীক্ষা বাতিল, অনিয়মের অভিযোগ উঠতেই ঘোষণা কেন্দ্রের!

নয়াদিল্লি: ১৮ জুন হওয়া ইউজিসি নেট (UGC-NET 2024)পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷

গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ সেই পরীক্ষাই বাতিল করা হল৷ নতুন করে আবার কবে পরীক্ষা নেওয়া হবে, তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

আরও পড়ুন: কৃষকদের মন জয়ে মরিয়া, মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট৷ এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়৷ প্রাথমিক ভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷

দেশের বিভিন্ন শহরে গতকাল নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ এর আগে নিট-ইউজি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে৷ বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে৷ এ দিন শিক্ষা মন্ত্রক যে বিবৃতি দিয়েছে, সেখানেও দাবি করা হয়েছে, নিট পরীক্ষার ক্ষেত্রেও যে অনিয়মের অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে যখাযথ ব্যবস্থা গ্রহণ করে এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে৷

MBA Entrance Exams in India: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

BBA, BCA, B.Tech এর মতো স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে লক্ষ লক্ষ ছাত্র MBA-এতে ভর্তি হন। এমবিএ মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। Quora-তে করা এক প্রশ্নের জবাবে অনেকেই লিখেছেন, প্রতি বছর ৫ লাখের বেশি যুবক এমবিএ কোর্স করেন। ভারতে, আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে এমবিএ-র শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়।
BBA, BCA, B.Tech এর মতো স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে লক্ষ লক্ষ ছাত্র MBA-এতে ভর্তি হন। এমবিএ মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। Quora-তে করা এক প্রশ্নের জবাবে অনেকেই লিখেছেন, প্রতি বছর ৫ লাখের বেশি যুবক এমবিএ কোর্স করেন। ভারতে, আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে এমবিএ-র শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়।
এমবিএ-তে ভর্তি হতে গেলে ক্যাট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। প্রতি বছর ৩ লাখের বেশি শিক্ষার্থী ক্যাট পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে সফল হন মাত্র কয়েক হাজার। কিন্তু অনেকেই জানেন না, CAT ছাড়াও বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলি পাশ করে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়। এখানে দেওয়া হল সেই তালিকা।
এমবিএ-তে ভর্তি হতে গেলে ক্যাট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। প্রতি বছর ৩ লাখের বেশি শিক্ষার্থী ক্যাট পরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে সফল হন মাত্র কয়েক হাজার। কিন্তু অনেকেই জানেন না, CAT ছাড়াও বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলি পাশ করে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়। এখানে দেওয়া হল সেই তালিকা।
CAT (CAT- কমন অ্যাডমিশন টেস্ট): CAT হল ভারতের সবচেয়ে জনপ্রিয় ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইআইএম-এ ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
CAT (CAT- কমন অ্যাডমিশন টেস্ট): CAT হল ভারতের সবচেয়ে জনপ্রিয় ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আইআইএম-এ ভর্তি হতে পারেন পড়ুয়ারা।
XAT (জেভিয়ার অ্যাপটিটিউড টেস্ট) - এটি CAT-এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে। XLRI- Xavier School of Management এই পরীক্ষা নেয়। জানুয়ারি মাসে আয়োজিত হয়। এর মাধ্যমে, একজন XLRI এবং দেশের 11টি XAMI সদস্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
XAT (জেভিয়ার অ্যাপটিটিউড টেস্ট) – এটি CAT-এর পরে দ্বিতীয় স্থানে রয়েছে। XLRI- Xavier School of Management এই পরীক্ষা নেয়। জানুয়ারি মাসে আয়োজিত হয়। এর মাধ্যমে, একজন XLRI এবং দেশের 11টি XAMI সদস্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।
MAT (MAT- Management Aptitude Test): MAT পরীক্ষা AIMA দ্বারা পরিচালিত হয়। এই এমবিএ প্রবেশিকা পরীক্ষা বছরে ৪ বার ফেব্রুয়ারি, মে, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এর কাটঅফ মার্কস প্রতিবারই আলাদা।
MAT (MAT- Management Aptitude Test): MAT পরীক্ষা AIMA দ্বারা পরিচালিত হয়। এই এমবিএ প্রবেশিকা পরীক্ষা বছরে ৪ বার ফেব্রুয়ারি, মে, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এর কাটঅফ মার্কস প্রতিবারই আলাদা।
SNAP (SNAP- Symbiosis National Aptitude): Symbiosis ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য SNAP পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সচেতনতার একটি অতিরিক্ত বিভাগ রয়েছে।
SNAP (SNAP- Symbiosis National Aptitude): Symbiosis ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির জন্য SNAP পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সচেতনতার একটি অতিরিক্ত বিভাগ রয়েছে।
GMAT (GMAT- গ্রাজুয়েট ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষা): সারা বিশ্বে ২৩০৯ টিরও বেশি ব্যবসায়িক বিদ্যালয়ে GMAT স্কোরের মাধ্যমে ভর্তি করা হয়। এমনকী ভারতে, অনেক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জিম্যাট স্কোরের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করে।
GMAT (GMAT- গ্রাজুয়েট ম্যানেজমেন্ট ভর্তি পরীক্ষা): সারা বিশ্বে ২৩০৯ টিরও বেশি ব্যবসায়িক বিদ্যালয়ে GMAT স্কোরের মাধ্যমে ভর্তি করা হয়। এমনকী ভারতে, অনেক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জিম্যাট স্কোরের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করে।
NMAT (Narsee Monjee Aptitude Test): এই পরীক্ষাটি প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ৭৫ দিনের জন্য অনুষ্ঠিত হয়। যে কোনও প্রার্থী বছরে ৩ বার NMAT পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে এনএমআইএমএস, আইসিএফএআই, এআরএম বিশ্ববিদ্যালয়, বিআইটি বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে।
NMAT (Narsee Monjee Aptitude Test): এই পরীক্ষাটি প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ৭৫ দিনের জন্য অনুষ্ঠিত হয়। যে কোনও প্রার্থী বছরে ৩ বার NMAT পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে এনএমআইএমএস, আইসিএফএআই, এআরএম বিশ্ববিদ্যালয়, বিআইটি বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে।
CMAT (Common Management Admission Test): CMAT জাতীয় পর্যায়ের পরীক্ষা। এটি AICTE দ্বারা অনুমোদিত। এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন বিদেশেও এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
CMAT (Common Management Admission Test): CMAT জাতীয় পর্যায়ের পরীক্ষা। এটি AICTE দ্বারা অনুমোদিত। এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন বিদেশেও এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
IIFT (IIFT- Indian Institute of Foreign Trade): IIFT-এর দিল্লি, কাকিনাডা এবং কলকাতা ক্যাম্পাসে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক৷ ডিসেম্বরে পরীক্ষা হয়। পরীক্ষায় বসার কোনও বয়সসীমা নেই।

IIFT (IIFT- Indian Institute of Foreign Trade): IIFT-এর দিল্লি, কাকিনাডা এবং কলকাতা ক্যাম্পাসে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক৷ ডিসেম্বরে পরীক্ষা হয়। পরীক্ষায় বসার কোনও বয়সসীমা নেই।
MH-CET (মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট)/ MH-MBA/MMS-CET- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কেউ মহারাষ্ট্রের সরকারি, বেসরকারি, ডিম্ড এমবিএ ইনস্টিটিউটের ২ বছরের ফুলটাইম ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন। মার্চ মাসে ২ দিন ধরে এই পরীক্ষা চলে।
MH-CET (মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট)/ MH-MBA/MMS-CET- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হলে যে কেউ মহারাষ্ট্রের সরকারি, বেসরকারি, ডিম্ড এমবিএ ইনস্টিটিউটের ২ বছরের ফুলটাইম ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন। মার্চ মাসে ২ দিন ধরে এই পরীক্ষা চলে।
TISSNET (Tata Institute of Social Sciences): টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। TISSNET পরীক্ষা ক্লিয়ার করার পর, TISSMAT পরীক্ষাও পাস করা প্রয়োজন।
TISSNET (Tata Institute of Social Sciences): টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। TISSNET পরীক্ষা ক্লিয়ার করার পর, TISSMAT পরীক্ষাও পাস করা প্রয়োজন।
TANCET (তামিলনাড়ু কমন এন্ট্রান্স টেস্ট): এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। তামিলনাড়ুতে অবস্থিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যাচেলার্সে ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক।
TANCET (তামিলনাড়ু কমন এন্ট্রান্স টেস্ট): এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। তামিলনাড়ুতে অবস্থিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যাচেলার্সে ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক।
IBSAT (ICFAI Business Studies Aptitude Test): কম্পিউটার ভিত্তিক ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে ICFAI। IBSAT, GMAT, CAT এবং NMAT স্কোরের উপর ভিত্তি করে ICFAI বিজনেস স্কুলে ভর্তি হওয়া যায়।
IBSAT (ICFAI Business Studies Aptitude Test): কম্পিউটার ভিত্তিক ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে ICFAI। IBSAT, GMAT, CAT এবং NMAT স্কোরের উপর ভিত্তি করে ICFAI বিজনেস স্কুলে ভর্তি হওয়া যায়।
KMAT (কর্নাটক ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট): কর্ণাটকে অবস্থিত AICTE অনুমোদিত B স্কুলে ভর্তির জন্য এই পরীক্ষাটি দিতে হয়। দেশের ১০টি শহরে কেম্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশি শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারেন।
KMAT (কর্নাটক ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট): কর্ণাটকে অবস্থিত AICTE অনুমোদিত B স্কুলে ভর্তির জন্য এই পরীক্ষাটি দিতে হয়। দেশের ১০টি শহরে কেম্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশি শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারেন।
PGCET- কর্ণাটক পরীক্ষা কর্তৃপক্ষ কর্ণাটক PGCET পরীক্ষা পরিচালনা করে। এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। এতে ভর্তির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকে।
PGCET- কর্ণাটক পরীক্ষা কর্তৃপক্ষ কর্ণাটক PGCET পরীক্ষা পরিচালনা করে। এটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা। এতে ভর্তির জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকে।
ATMA- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষাকে ম্যানেজমেন্টে ভর্তির AIMS টেস্টও বলা হয়। বছরে ৪ থেকে ৫ বার এই পরীক্ষা হয়। এর মাধ্যমে এমবিএ, এমএমএস, পিজিডিএম এবং এমসিএ-র মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়া।
ATMA- এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষাকে ম্যানেজমেন্টে ভর্তির AIMS টেস্টও বলা হয়। বছরে ৪ থেকে ৫ বার এই পরীক্ষা হয়। এর মাধ্যমে এমবিএ, এমএমএস, পিজিডিএম এবং এমসিএ-র মতো কোর্সে ভর্তি হতে পারেন পড়ুয়া।

Study Tips: দিন না রাত? এই বিশেষ সময়ে বই পড়লে মনে থাকবে পড়া! ভাল রেজাল্ট করতে হলে জানুন

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। মেধাতালিকার শীর্ষে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ জানিয়েছেন তিনি ৫ থেকে ৬ ঘণ্টা পড়াশোনা করতেন আবার কারও মতে ৮ থেকে ১০ ঘণ্টা লেখাপড়া করতেন। photo source collected 
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। মেধাতালিকার শীর্ষে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ জানিয়েছেন তিনি ৫ থেকে ৬ ঘণ্টা পড়াশোনা করতেন আবার কারও মতে ৮ থেকে ১০ ঘণ্টা লেখাপড়া করতেন। photo source collected
তবে শিক্ষাবিদদের মতে, কত ঘণ্টা ধরে কেউ পড়াশোনা করছে তার উপর ফলাফল তেমন নির্ভর করে না। তাহলে কীভাবে লেখাপড়া করা দরকার ? photo source collected 
তবে শিক্ষাবিদদের মতে, কত ঘণ্টা ধরে কেউ পড়াশোনা করছে তার উপর ফলাফল তেমন নির্ভর করে না। তাহলে কীভাবে লেখাপড়া করা দরকার ? photo source collected
পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত কী কী নিয়ম মেনে পড়াশোনা করলে ফলাফল ভাল হতে পারে।আর ফলাফল যেখানে খারাপ হচ্ছে তার পিছনে মূলত কী কী কারণ রয়েছে? আর এই বিষয়ে আলোকপাত করলেন বীরভূমের দুই বিশিষ্ট শিক্ষক। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের কী মতামত। photo source collected 
পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত কী কী নিয়ম মেনে পড়াশোনা করলে ফলাফল ভাল হতে পারে।আর ফলাফল যেখানে খারাপ হচ্ছে তার পিছনে মূলত কী কী কারণ রয়েছে? আর এই বিষয়ে আলোকপাত করলেন বীরভূমের দুই বিশিষ্ট শিক্ষক। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের কী মতামত। photo source collected
রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর প্রাক্তন কেমিস্ট্রির শিক্ষক জীবনধন বন্দ্যোপাধ্যায় এবং শেরপুর হাই স্কুল,সাঁইথিয়া হাই স্কুল এবং সাঁইথিয়া অভেদানন্দ কলেজের প্রাক্তন শিক্ষক ডক্টর বীরেশ্বর সিংহ  জানাচ্ছেন বিশেষ টিপস! photo source collected 
রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন এর প্রাক্তন কেমিস্ট্রির শিক্ষক জীবনধন বন্দ্যোপাধ্যায় এবং শেরপুর হাই স্কুল,সাঁইথিয়া হাই স্কুল এবং সাঁইথিয়া অভেদানন্দ কলেজের প্রাক্তন শিক্ষক ডক্টর বীরেশ্বর সিংহ  জানাচ্ছেন বিশেষ টিপস! photo source collected
তাঁদের মতে, দিনে বিশেষ করে সকালে পড়াশোনা করা সবথেকে ভাল। কারণ, ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের এনার্জি লেভেল হাই থাকে। তাই লেখাপড়ায় মনোযোগ দেওয়া সহজ হয়। একনিষ্ঠভাবে পড়াশোনা করা যায়।photo source collected 
তাঁদের মতে, দিনে বিশেষ করে সকালে পড়াশোনা করা সবথেকে ভাল। কারণ, ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের এনার্জি লেভেল হাই থাকে। তাই লেখাপড়ায় মনোযোগ দেওয়া সহজ হয়। একনিষ্ঠভাবে পড়াশোনা করা যায়।photo source collected 
যদি কেউ ভোর ৪ টের দিকে উঠতে পারে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বেশি ভাল।এবং এর পাশাপাশি সকাল ১০ টা থেকে ২ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মস্তিষ্কের অধিগ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি থাকে। তখন পড়াশোনা করলে সবথেকে বেশি মনে থাকে।photo source collected 
যদি কেউ ভোর ৪ টের দিকে উঠতে পারে তাহলে পড়াশোনার ক্ষেত্রে বেশি ভাল।এবং এর পাশাপাশি সকাল ১০ টা থেকে ২ টা এবং বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মস্তিষ্কের অধিগ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি থাকে। তখন পড়াশোনা করলে সবথেকে বেশি মনে থাকে।photo source collected 
তবে শুধুমাত্র অবিরাম বই পড়লেই ভাল রেজাল্ট হয় না। এর জন্য বেশ কিছু নিয়ম মেনে পড়াশোনা করার প্রয়োজন। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের বিষয় রয়েছে আর সেই বিষয়গুলি খুঁটিনাটি পড়া প্রয়োজন।photo source collected 
তবে শুধুমাত্র অবিরাম বই পড়লেই ভাল রেজাল্ট হয় না। এর জন্য বেশ কিছু নিয়ম মেনে পড়াশোনা করার প্রয়োজন। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের বিষয় রয়েছে আর সেই বিষয়গুলি খুঁটিনাটি পড়া প্রয়োজন।photo source collected 
যে সমস্ত বিষয়ে তাদের জানার প্রয়োজন হয়েছে সে বিষয়গুলি মার্ক করে রেখে শিক্ষকের কাছ থেকে ভালভাবে সেই বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার।photo source collected 
যে সমস্ত বিষয়ে তাদের জানার প্রয়োজন হয়েছে সে বিষয়গুলি মার্ক করে রেখে শিক্ষকের কাছ থেকে ভালভাবে সেই বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া দরকার।photo source collected
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রী ভুল পদক্ষেপ গ্রহণ করেন।সেই ক্ষেত্রে শিক্ষকরা জানাচ্ছেন এই সমস্ত ভুল হয়ে থাকে মূলত তাদের পড়াশোনার কারণে।আর একবার ফল খারাপ হয়েছে বলে সব শেষ সেটা কিন্তু নয়।photo source collected 
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রী ভুল পদক্ষেপ গ্রহণ করেন।সেই ক্ষেত্রে শিক্ষকরা জানাচ্ছেন এই সমস্ত ভুল হয়ে থাকে মূলত তাদের পড়াশোনার কারণে।আর একবার ফল খারাপ হয়েছে বলে সব শেষ সেটা কিন্তু নয়।photo source collected
ভালভাবে তৈরি হয়ে ফের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। টিউশন থেকে ছাত্রছাত্রীরা যে সমস্ত পড়াশোনা করে আসছে সেই পড়াশোনা বাড়িতে এসে হোমওয়ার্ক করছে না।আর এর ফলেই সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনায় খামতি থেকে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের প্রয়োজন টিউশন থেকে যে সমস্ত পড়াশোনা তারা করে আসছে বাড়িতে এসেছে এগুলি হোমস্টাডি করার। (তথ্য:  সৌভিক রায়)
ভালভাবে তৈরি হয়ে ফের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। টিউশন থেকে ছাত্রছাত্রীরা যে সমস্ত পড়াশোনা করে আসছে সেই পড়াশোনা বাড়িতে এসে হোমওয়ার্ক করছে না।আর এর ফলেই সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনায় খামতি থেকে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের প্রয়োজন টিউশন থেকে যে সমস্ত পড়াশোনা তারা করে আসছে বাড়িতে এসেছে এগুলি হোমস্টাডি করার। (তথ্য:  সৌভিক রায়)

Viral Video: প্রেমে পাগল ছাত্রী! পদার্থবিজ্ঞানের পরীক্ষার খাতায় এ কী লিখলেন? দেখে চোখ ছানাবড়া হবে

বোর্ড পরীক্ষা মানেই উত্তেজনা। সকল শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। আবার অনেকে পরীক্ষার ফলাফল নিয়েও চিন্তিত। তবে বিহার বোর্ডের একটি পরীক্ষার উত্তরপত্র বর্তমানে ভাইরাল। উত্তরপত্রে উত্তরের জায়গায় এ কী লিখল পরীক্ষার্থী? দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে।

সম্প্রতি এক পরীক্ষার্থীর উত্তরপত্র ভাইরাল। বিহারের এক ছাত্রীর পরীক্ষার খাতা সম্প্রতি ভাইরাল হয়েছে। পদার্থবিজ্ঞানের উত্তরের জায়গায় প্রেম পত্র লিখেছে ছাত্রী।

আরও পড়ুন: হোলিতে কোন রং মাখবেন? যে সে নয়, রাশি অনুযায়ী বেছে নিন শুভ রং! দোল খেলেই ফিরবে কপাল

ভাইরাল ভিডিও অনুসারে, ছাত্রী পরীক্ষার উত্তরপত্রে আরও একটি প্রেমের গল্পও লিখেছেন। ছাত্রী লিখেছেন, প্রেম যখন হয় তখনই হয়। মনের কথা পরীক্ষার খাতাতেই প্রকাশ করেছেন ছাত্রী।

অনেক শিক্ষার্থী লেখাপড়া না করে উত্তরপত্রে টাকা রাখার মতো ঘটনাও বহুবার ঘটেছে। শিক্ষককে পাস করাতে অনুরোধও করে অনেকে। যদিও এমন কাজ করা একেবারেই অনুচিত।