পথে প্রচার করছেন মহম্মদ সেলিম 

Md Salim: ‘খেলা’ ঘোরাচ্ছেন মহঃ সেলিম! মুর্শিদাবাদে প্রথমেই মাস্টারস্ট্রোক! কী এমন করলেন CPIM প্রার্থী?

মুর্শিদাবাদ: পথে নেমে ভোট প্রচার করছেন বাম এবং কংগ্রেস সমর্থনের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম। পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে জনসংযোগ তৈরি করে এদিন ভোট প্রার্থনা করলেন মহঃ সেলিম।

সিপিআই(এম) কর্মীদের পাশাপাশি, দেওয়াল লিখনের কাজে হাত লাগিয়েছেন কংগ্রেস কর্মীরা। দুই দলের ঝান্ডা নিয়ে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে প্রচার। মুর্শিদাবাদের লালবাগে গ্রাম ব্যানার, ফ্লেক্স লাগিয়ে শুরু হয়েছে প্রচার।

আরও পড়ুন: আশঙ্কাই সত্যিই হল, মহুয়া মৈত্রকে দিল্লিতে ডাক! ভোটের আগেই কি ঘটবে ‘বড়’ কিছু?

লোকসভা নির্বাচনে রাজ্যে সেই ভাবে অফিসিয়াল ভাবেই কোনও জোট হয়নি। কিন্তু নিচু তলায় জোটের বার্তা ছিল আগেই। তবে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসন। মুর্শিদাবাদ লোকসভা আসন আগেই ছেড়ে দিয়েছিল জাতীয় কংগ্রেস। সেই অনুযায়ী মাত্র দুটো আসনে প্রার্থী ঘোষণা করে। মুর্শিদাবাদ লোকসভা আসন একদা সিপিআই(এম) হাতে থাকলেও ২০১৯ এ এই আসন থেকে পরাজিত হয় সিপিআইএম। তবে তাদের জমি পুনরায় ফিরে পেতে মরিয়া ছিল বাম নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করে বেশ কিছু জায়গায়। ফলে এই বছর লোকসভা নির্বাচনে আগে থেকেই বামেদের কে ছাড়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। ফলে মুর্শিদাবাদ আসনে কংগ্রেস সমর্থন করেছে সিপিআই(এম)।

আরও পড়ুন: বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! বুঝিয়ে দিলেন স্ট্র্যাটেজি

লাল পতাকার পাশাপাশি কংগ্রেসের পতাকা ও দেখা যায় মহম্মদ সেলিমের ভোটের প্রচারে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নতুনগ্রামে এদিন জোড় কদমে ভোটে নির্বাচনী প্রচার করলেন মোহাম্মদ সেলিম। পাশাপাশি, অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হবে। মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে করতে এই বার্তা দেন মহম্মদ সেলিম। তবে লাল পতাকার পাশাপাশি জাতীয় কংগ্রেসের পতাকা দেখা যেতেই পথে নেমে একসঙ্গে দু’দলের কর্মী সমর্থকরা বেশ ভালোই ভোট প্রচারে নেমে ঝড় তুলছেন ধীরে ধীরে।

—- কৌশিক অধিকারী