অসম্ভব ভাল ঔষধি গুণ

Medicinal Plant: হিন্দু ধর্মে গুরুত্ব অপরিসীম, ঔষধি গুণেও যেন সর্বরোগহরা এই গাছ! উপকারিতা জানুন

দেবভূমি উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে নানা ধরনের গাছপালার দেখা মেলে। যেগুলি ঔষধি গুণে পরিপূর্ণ তো বটেই! আর একই সঙ্গে সেই সব গাছের ধর্মীয় গুরুত্বও রয়েছে। এই ধরনের গাছগুলির মধ্যে অন্যতম হল পাতী। যা আর্টেমিসিয়া ভালগারিস নামেও পরিচিত। এই উদ্ভিদ বছরের প্রতি মাসে জন্মাতে থাকে।
দেবভূমি উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে নানা ধরনের গাছপালার দেখা মেলে। যেগুলি ঔষধি গুণে পরিপূর্ণ তো বটেই! আর একই সঙ্গে সেই সব গাছের ধর্মীয় গুরুত্বও রয়েছে। এই ধরনের গাছগুলির মধ্যে অন্যতম হল পাতী। যা আর্টেমিসিয়া ভালগারিস নামেও পরিচিত। এই উদ্ভিদ বছরের প্রতি মাসে জন্মাতে থাকে।
তবে স্থানীয় পর্যায়ে এর তেমন কোনও ব্যবহার না হলেও পার্শ্ববর্তী দেশ চিনের কৃষকদের কর্মসংস্থানের উৎস এই গাছ। আসলে এর থেকে উৎপাদিত তেল কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।
তবে স্থানীয় পর্যায়ে এর তেমন কোনও ব্যবহার না হলেও পার্শ্ববর্তী দেশ চিনের কৃষকদের কর্মসংস্থানের উৎস এই গাছ। আসলে এর থেকে উৎপাদিত তেল কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।
এই ঔষধি গাছটির প্রসঙ্গে রুদ্রপ্রয়াগ হাসপাতালের একজন ফার্মাসিস্ট এস এস রানা বলেছেন যে, ঐতিহাসিক ভাবে পাতী (আর্টেমিসিয়া ভালগারিস)-কে ভেষজের জননী বলা হত। এটি ঐতিহ্যগত ভাবে চিনা, ইউরোপীয় এবং হিন্দু চিকিৎসা পদ্ধতিতে ব্যাপক আকারে ব্যবহৃত হয়ে আসে।
এই ঔষধি গাছটির প্রসঙ্গে রুদ্রপ্রয়াগ হাসপাতালের একজন ফার্মাসিস্ট এস এস রানা বলেছেন যে, ঐতিহাসিক ভাবে পাতী (আর্টেমিসিয়া ভালগারিস)-কে ভেষজের জননী বলা হত। এটি ঐতিহ্যগত ভাবে চিনা, ইউরোপীয় এবং হিন্দু চিকিৎসা পদ্ধতিতে ব্যাপক আকারে ব্যবহৃত হয়ে আসে।
আর পাতী গাছ নানা উপকারী উপাদানেও সমৃদ্ধ হয়ে থাকে। কারণ আর্টেমিসিয়া ভালগারিসের মধ্যে রয়েছে অ্যান্টি-কার্সিনোজেনিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট, হেপাটোপ্রোটেকটিভ, অ্যান্টি-স্পাজমোলাইটিক, অ্যান্টি-নোসিসেপ্টিভ, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-হাইপারটেনসিভ, অ্যান্টি-হাইপারলিপিডেমিক এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান।
আর পাতী গাছ নানা উপকারী উপাদানেও সমৃদ্ধ হয়ে থাকে। কারণ আর্টেমিসিয়া ভালগারিসের মধ্যে রয়েছে অ্যান্টি-কার্সিনোজেনিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট, হেপাটোপ্রোটেকটিভ, অ্যান্টি-স্পাজমোলাইটিক, অ্যান্টি-নোসিসেপ্টিভ, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-হাইপারটেনসিভ, অ্যান্টি-হাইপারলিপিডেমিক এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান।
এছাড়া এই গাছ থেকে উৎপাদিত তেলও বেশ সুগন্ধযুক্ত। যার কারণে এটি সুগন্ধি উদ্ভিদের শ্রেণীতেও গণ্য হয়। যা পেটের রোগ নিরাময়ে সাহায্য করে। শিশুদের পেটের কৃমি দূর করার জন্য এই গাছের পাতা ব্যবহার করা হয়। সেই সঙ্গে এই গাছ অ্যালার্জি, দাদ, খোসপাঁচড়া এবং চুলকানির মতো রোগের চিকিৎসার ক্ষেত্রেও দারুণ কার্যকর।
এছাড়া এই গাছ থেকে উৎপাদিত তেলও বেশ সুগন্ধযুক্ত। যার কারণে এটি সুগন্ধি উদ্ভিদের শ্রেণীতেও গণ্য হয়। যা পেটের রোগ নিরাময়ে সাহায্য করে। শিশুদের পেটের কৃমি দূর করার জন্য এই গাছের পাতা ব্যবহার করা হয়। সেই সঙ্গে এই গাছ অ্যালার্জি, দাদ, খোসপাঁচড়া এবং চুলকানির মতো রোগের চিকিৎসার ক্ষেত্রেও দারুণ কার্যকর।
পাতী গাছ ধর্মীয় ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ: চামোলির পণ্ডিত প্রদীপ লাখেদা বলেন যে, পাতী গাছের ধর্মীয় গুরুত্বও অপরিসীম। পাহাড়ি এলাকার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সেখানে এমন কোনও যাগযজ্ঞ নেই, যেখানে এই গাছের পাতা ব্যবহার করা হয় না।
পাতী গাছ ধর্মীয় ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ: চামোলির পণ্ডিত প্রদীপ লাখেদা বলেন যে, পাতী গাছের ধর্মীয় গুরুত্বও অপরিসীম। পাহাড়ি এলাকার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সেখানে এমন কোনও যাগযজ্ঞ নেই, যেখানে এই গাছের পাতা ব্যবহার করা হয় না।
এছাড়া পাহাড়ি অঞ্চলে শ্রাদ্ধের সময়েও এই গাছ ব্যবহার করা হয়। এমনকী এটাও বিশ্বাস করা হয় যে, এই গাছ ছাড়া কোনও শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়।
এছাড়া পাহাড়ি অঞ্চলে শ্রাদ্ধের সময়েও এই গাছ ব্যবহার করা হয়। এমনকী এটাও বিশ্বাস করা হয় যে, এই গাছ ছাড়া কোনও শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ হয় না বলেই মনে করা হয়।