প্রতিকী ছবি।

West Burdwan News: শেষবেলায় জমে উঠছে আসানসোলে প্রচার! আলুওয়ালিয়ার পাশে সুকান্ত, শত্রুঘ্নর হয়ে কৌশানি

আসানসোল, পশ্চিম বর্ধমান: চতুর্থ দফা অর্থাৎ আগামী সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন। প্রচারের জন্য হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। খুব স্বাভাবিকভাবেই শেষবেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। বিজেপি, তৃণমূল, বাম প্রার্থীরা সকলেই প্রচারে নিজের সেরা উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন। অন্য দিকে দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা এসে প্রচার করছেন। প্রচারে আসছেন বিভিন্ন তারকাররা।

আসানসোল লোকসভা কেন্দ্রে শেষ বেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। এদিন আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে প্রচার করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হুড খোলা গাড়িতে চেপে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছেন তিনি। বার্নপুর বাসস্ট্যান্ড থেকে এই প্রচার শুরু হয়ে এলাকা ঘুরে আবার একই জায়গায় এসে শেষ হয়েছে। এই প্রচারকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে তুমুল উদ্দীপনা।

অন্য দিকে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরের শংকরপুর মোড় এলাকায় বুধবার রাতে প্রচার চালিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা।

সেই শত্রুঘ্ন সিনহার হয়ে লোকসভা কেন্দ্রে প্রচার সারলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রচার একেবারে শেষ বেলায় এসে পৌঁছেছে। ফলে নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, যত প্রচারের সময় শেষ হয়ে আসবে, ততই আরও বাড়বে প্রচারের ঝাঁঝ। বাড়বে ভোটের উত্তাপ।

নয়ন ঘোষ