চলছে কাজ

South 24 Parganas News: বজবজে নদী ভাঙন রোখার জন্য শুরু হল মেগা প্রজেক্টের কাজ

বজবজ: বজবজে নদীর ভাঙন রোখার জন্য শুরু হল মেগা প্রজেক্টের কাজ। নদীর ভাঙন রোধের জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেই চিঠি পাঠিয়েছিলেন বজবজের পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত। বজবজ এলাকাটি অনেকটাই হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকার মধ্যে পড়ে। তবে নিম্ন অববাহিকায় না হওয়ায় সমস্যাগুলি সেভাবে দেখা হচ্ছিল না। তবে এবার ডায়মন্ড হারবারের সাংসদের উদ্যোগে বজবজের ওরিয়েন্ট থেকে চিত্রগঞ্জের ঘাট পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধে ভাঙন রোখার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন:  রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিন! পাইলট প্রজেক্টের কাজ শুরু বিষ্ণুপুরে

ওরিয়েন্ট থেকে চিত্রগঞ্জ পর্যন্ত প্রায় ৪ জায়গায় বাঁধ সংস্কারের কাজ চলছে। এরসঙ্গে স্লুইস গেট, নদী সংলগ্ন উদ্যান বাঁধানো, জেটি ঘাট সমস্ত কাজের ওয়ার্ক অর্ডার বের হয়েছে। ফলে এলাকায় জোরদার কাজ শুরু হবে। বজবজ পৌরসভার নদীতীরবর্তী এলাকার যে সমস্যা সেই সমস্যা সহজেই মিটবে এবার। ফলে খুশি স্থানীয় বাসিন্দারা।এভাবে এত কাজ একসঙ্গে হবে সে ভেবে আরওখুশি সকলেই। বাঁধের সমস্যা নিয়ে নদীর নিম্ন অববাহিকায় প্রায়শই কাজ হলেও এবার বজবজের মত জায়গায় সেই কাজ হবে। এই কাজের পর এলাকার সৌন্দর্যায়নের কাজও করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক