বুনো হাতি 

Alipurduar News: ঘর থেকে শুরু করে চাষের জমি! বারবিশায় তাণ্ডব চালাল বুনো হাতির দল 

আলিপুরদুয়ার: বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত লোকালয়ের বাড়ি-সহ চাষের জমিতে বেড়ে ওঠা ফসল। ঘটনাটি বুধবার গভীর রাতে ঘটে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বক্সা বেঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের শিল বাংলা বিটের অন্তর্গত ডাঙ্গাপাড়া ও নতুন বাজার লাগোয়া বারবিশা এলাকায়।

আরও পড়ুনঃ কোভিডের নতুন ভ্যারিয়েন্টের হদিশ, ছড়িয়েছে ২৭টি দেশে, শীতে ফের মহামারীর আশঙ্কা

রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরিয়ে বুনো হাতির একটি দল ঢুকে পড়ে লোকালয় এলাকায়।গভীর রাতে ডাঙ্গাপাড়া এলাকার রাখল দাস নামের এক ব্যক্তির রান্না ঘরের বেড়া ভেঙে দিয়ে চলে যায়। নতুন বাজার লাগোয়া বারবিশা এলাকার রাখাল বর্মনের বাড়িতেও তাণ্ডব চালায় হাতির দলটি। তার বাড়ির ঠাকুরের ঘর সহ শোবার ঘরের টিন ভেঙ্গে দেয় বলে জানা যায়।ডাঙ্গাপাড়া এলাকার এক কৃষক জাকির হোসেন জানান, “রাতের অন্ধকারে হাতি বার হয়। কৃষকদের বাড়ি ঘর ক্ষেতের ক্ষতি হচ্ছে অথচ বন বিভাগ এ ব্যাপারে সঠিক ভাবে উদ্যোগ নিচ্ছে না।”

আরও পড়ুনঃ রগরগে তেলঝাল খাবার ছাড়া মুখে রোচে না? নিমেষে শেষ হয়ে যাবে সব! আজই বদলান খাওয়ার অভ‍্যাস

জানা গিয়েছে এলাকার কৃষকরা এবছর টাকা ধার করে জমিতে ধান চাষ করেছেন। কিন্তু সেটা হাতি এসে ক্ষতি করে দিয়ে যাচ্ছে, বিষয়টি মেনে নিতে পারছেন না তাঁরা।

Annanya Dey