পৃথিবী থেকে মুছে যাবে পুরুষের অস্তিত্ব! মহিলাদের হাতেই ভবিষ্যত! গবেষণার চাঞ্চল্যকর রিপোর্ট

পৃথিবীর ভবিষ্যত মহিলাদের হাতে! ভবিষ্যতে পুরুষের আর কোনও অস্তিত্ব থাকবে না! শুনে অবাক হচ্ছেন তো! সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য দিল।
পৃথিবীর ভবিষ্যত মহিলাদের হাতে! ভবিষ্যতে পুরুষের আর কোনও অস্তিত্ব থাকবে না! শুনে অবাক হচ্ছেন তো! সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য দিল।
স্তন‌্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে দু’টি এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষদের ক্ষেত্রে থাকে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। মানব সভ্যতার এটাই ধরা-বাঁধা হিসেব।
স্তন‌্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে দু’টি এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষদের ক্ষেত্রে থাকে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। মানব সভ্যতার এটাই ধরা-বাঁধা হিসেব।
চিকিৎসা বিজ্ঞান বলছে, যে ডিম্বাণুর নিষেক ঘটে, সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হচ্ছে, তার উপরই নির্ভর করে মেয়ে না ছেলে হবে। এক্স ক্রোমোজামে অন্তত ৯০০টি জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে অন্তত ৫৫টি জিন থাকে। এটি এমব্রায়ো তথা ভ্রুণে পুরুষ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে।
চিকিৎসা বিজ্ঞান বলছে, যে ডিম্বাণুর নিষেক ঘটে, সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হচ্ছে, তার উপরই নির্ভর করে মেয়ে না ছেলে হবে। এক্স ক্রোমোজামে অন্তত ৯০০টি জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে অন্তত ৫৫টি জিন থাকে। এটি এমব্রায়ো তথা ভ্রুণে পুরুষ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে।
প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মানুষের ওয়াই ক্রোমোজোম ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মানুষের ওয়াই ক্রোমোজোম ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
অধ্যাপক জেনি গ্রিভস জানিয়েছেন, ওয়াই ক্রোমোজোমে ৫৫ থেকে ৯০০ সক্রিয় জিন হারাচ্ছে। এমনই যদি চলতে থাকে তা হলে একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
অধ্যাপক জেনি গ্রিভস জানিয়েছেন, ওয়াই ক্রোমোজোমে ৫৫ থেকে ৯০০ সক্রিয় জিন হারাচ্ছে। এমনই যদি চলতে থাকে তা হলে একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
জানানো হয়েছে, এখন মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় ৯০০টি জিন য়েছে। আর ওয়াই-তে ৫৫টি। এছাড়া প্রচুর নন-কোডিং ডিএনএ রয়েছে। গত ১৬৬ মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজমের বাকি জিনগুলি নষ্ট হয়েছে। প্রতি মিলিয়নে (১০ লক্ষে) বছরে প্রায় ৫টি জিন নষ্ট হয়েছে। এভাবে চললে শেষ ৫৫টি জিন ১১ মিলিয়ন (১১০ লক্ষ) বছরে শেষ হতে পারে। তখন পৃথিবীতে আর পুত্র সন্তানের জন্ম হবে না।
জানানো হয়েছে, এখন মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় ৯০০টি জিন য়েছে। আর ওয়াই-তে ৫৫টি। এছাড়া প্রচুর নন-কোডিং ডিএনএ রয়েছে। গত ১৬৬ মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজমের বাকি জিনগুলি নষ্ট হয়েছে। প্রতি মিলিয়নে (১০ লক্ষে) বছরে প্রায় ৫টি জিন নষ্ট হয়েছে। এভাবে চললে শেষ ৫৫টি জিন ১১ মিলিয়ন (১১০ লক্ষ) বছরে শেষ হতে পারে। তখন পৃথিবীতে আর পুত্র সন্তানের জন্ম হবে না।