Tag Archives: Study

পৃথিবী থেকে মুছে যাবে পুরুষের অস্তিত্ব! মহিলাদের হাতেই ভবিষ্যত! গবেষণার চাঞ্চল্যকর রিপোর্ট

পৃথিবীর ভবিষ্যত মহিলাদের হাতে! ভবিষ্যতে পুরুষের আর কোনও অস্তিত্ব থাকবে না! শুনে অবাক হচ্ছেন তো! সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য দিল।
পৃথিবীর ভবিষ্যত মহিলাদের হাতে! ভবিষ্যতে পুরুষের আর কোনও অস্তিত্ব থাকবে না! শুনে অবাক হচ্ছেন তো! সাম্প্রতিক এক গবেষণার রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য দিল।
স্তন‌্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে দু’টি এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষদের ক্ষেত্রে থাকে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। মানব সভ্যতার এটাই ধরা-বাঁধা হিসেব।
স্তন‌্যপায়ী প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে দু’টি এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষদের ক্ষেত্রে থাকে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। মানব সভ্যতার এটাই ধরা-বাঁধা হিসেব।
চিকিৎসা বিজ্ঞান বলছে, যে ডিম্বাণুর নিষেক ঘটে, সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হচ্ছে, তার উপরই নির্ভর করে মেয়ে না ছেলে হবে। এক্স ক্রোমোজামে অন্তত ৯০০টি জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে অন্তত ৫৫টি জিন থাকে। এটি এমব্রায়ো তথা ভ্রুণে পুরুষ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে।
চিকিৎসা বিজ্ঞান বলছে, যে ডিম্বাণুর নিষেক ঘটে, সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হচ্ছে, তার উপরই নির্ভর করে মেয়ে না ছেলে হবে। এক্স ক্রোমোজামে অন্তত ৯০০টি জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে অন্তত ৫৫টি জিন থাকে। এটি এমব্রায়ো তথা ভ্রুণে পুরুষ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে।
প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মানুষের ওয়াই ক্রোমোজোম ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মানুষের ওয়াই ক্রোমোজোম ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
অধ্যাপক জেনি গ্রিভস জানিয়েছেন, ওয়াই ক্রোমোজোমে ৫৫ থেকে ৯০০ সক্রিয় জিন হারাচ্ছে। এমনই যদি চলতে থাকে তা হলে একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
অধ্যাপক জেনি গ্রিভস জানিয়েছেন, ওয়াই ক্রোমোজোমে ৫৫ থেকে ৯০০ সক্রিয় জিন হারাচ্ছে। এমনই যদি চলতে থাকে তা হলে একটা সময় পর ওয়াই ক্রোমোজোম হারিয়ে যেতে পারে।
জানানো হয়েছে, এখন মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় ৯০০টি জিন য়েছে। আর ওয়াই-তে ৫৫টি। এছাড়া প্রচুর নন-কোডিং ডিএনএ রয়েছে। গত ১৬৬ মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজমের বাকি জিনগুলি নষ্ট হয়েছে। প্রতি মিলিয়নে (১০ লক্ষে) বছরে প্রায় ৫টি জিন নষ্ট হয়েছে। এভাবে চললে শেষ ৫৫টি জিন ১১ মিলিয়ন (১১০ লক্ষ) বছরে শেষ হতে পারে। তখন পৃথিবীতে আর পুত্র সন্তানের জন্ম হবে না।
জানানো হয়েছে, এখন মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় ৯০০টি জিন য়েছে। আর ওয়াই-তে ৫৫টি। এছাড়া প্রচুর নন-কোডিং ডিএনএ রয়েছে। গত ১৬৬ মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজমের বাকি জিনগুলি নষ্ট হয়েছে। প্রতি মিলিয়নে (১০ লক্ষে) বছরে প্রায় ৫টি জিন নষ্ট হয়েছে। এভাবে চললে শেষ ৫৫টি জিন ১১ মিলিয়ন (১১০ লক্ষ) বছরে শেষ হতে পারে। তখন পৃথিবীতে আর পুত্র সন্তানের জন্ম হবে না।

Study Tour: বালুরঘাট কলেজে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট কলেজ পরিদর্শনে এল বিধানসভার উচ্চশিক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার ‘স্টাডি ট্যুর’ নামক এই পরিদর্শনে বালুরঘাট কলেজে গিয়ে তাঁরা নানান বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পঠন-পাঠন, পরিকাঠামো, অনলাইনের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান করেন সদস্যরা। কথা বলেন অধ্যাপক, অফিস কর্মী, পড়ুয়াদের সঙ্গেও।

কলেজের কোন বিভাগে নিয়োগ প্রয়োজন সেই বিষয়ে ভালো করে খোঁজ নেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। পাশাপাশি স্টুডেন্ট ফি সহ আর্থিক যোগানের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু বলেন, স্টাডি ট্যুর নাম দিয়ে চিঠি পাঠিয়েছিল। মূলত বালুরঘাট কলেজে পঠনপাঠন কেমন হয়, স্কলারশিপ কীভাবে দেওয়া হয়, হস্টেল আছে কিনা নানা বিষয়ে খোঁজখবর করেন ওঁরা।

আর‌ও পড়ুন: শুধু মেঝেতে নয়, এবার কলেজের ড্রেসিংরুমেও শীতলপাটির ব্যবহার

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল জানান, এখানে পাশের হার খুব ভাল। পড়ুয়াদের উপস্থিতি ও বিভিন্ন বিভাগের পরিকাঠামোও বেশ ভাল। কলেজের পরিকাঠামগত ও পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট। শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হল মূল লক্ষ্য।”

মূলত, এই স্ট্যান্ডিং কমিটি ঘুরে ঘুরে তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট আবার পেশ করা হবে বিধানসভায়। মূলত মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করা হবে বলে খবর। মোট ৮ জন সদস্য এদিন বালুরঘাট কলেজে আসেন। এদিন কলেজের সমস্ত বিষয় নিয়েই তাঁরা আলোচনা করেন পাশাপাশি কলেজের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁরা কথা বলেন।

সুস্মিতা গোস্বামী

Yoga Practice For Concentration: পড়তে বসতে চাই না বাচ্চা? খুব অমনোযোগী? ‘এই’ কাজ করালে সন্তান পড়াশোনায় হবে সেরার সেরা

আপনার বাচ্চা মোবাইল আসক্ত! পড়াশোনায় মন বসছে না? কি করবেন বুঝতে পারছেন না? সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো।তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায়।
আপনার বাচ্চা মোবাইল আসক্ত! পড়াশোনায় মন বসছে না? কি করবেন বুঝতে পারছেন না? সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো।তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায়।
কী কী আসন করাবেন সেই পরামর্শ দিলেন যোগাসনে স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির বিশিষ্ট প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ।
কী কী আসন করাবেন সেই পরামর্শ দিলেন যোগাসনে স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির বিশিষ্ট প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ।
বর্তমানে বাচ্চাদের মধ্যে মনযোগের অভাব একটা সাধারণ সমস্যা। রোজকার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে তাল কেটে গিয়ে কোনও কাজ মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমেই চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে। কিন্তু, মননিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলো, কোনওটাই ভালো ভাবে করা যাবে না।
বর্তমানে বাচ্চাদের মধ্যে মনযোগের অভাব একটা সাধারণ সমস্যা। রোজকার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে তাল কেটে গিয়ে কোনও কাজ মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমেই চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে। কিন্তু, মননিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলো, কোনওটাই ভালো ভাবে করা যাবে না।
উপরন্তু, মোবাইল আসক্তি বাড়লে সকাল থেকেই বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি, বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব। তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এই সব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব।
উপরন্তু, মোবাইল আসক্তি বাড়লে সকাল থেকেই বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি, বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব। তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এই সব সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব।
জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায়, রোজ মেডিটেশন থেকে শুরু করে পবনমুক্তাসন ,ভুজঙ্গাসন, ধনুরাসন। এই ধরনের আসন করলে বাচ্চাদের শরীর মন থাকবে ফুরফুরে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা তৈরি হবে।
জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায়, রোজ মেডিটেশন থেকে শুরু করে পবনমুক্তাসন ,ভুজঙ্গাসন, ধনুরাসন। এই ধরনের আসন করলে বাচ্চাদের শরীর মন থাকবে ফুরফুরে। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা তৈরি হবে।
এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত এই যোগব্যয়াম করলে। বাচ্চাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকরী হলাসনা সহ নানা স্ট্রেচিং।
এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত এই যোগব্যয়াম করলে। বাচ্চাদের উচ্চতা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকরী হলাসনা সহ নানা স্ট্রেচিং।
ওজন কমানোর জন্যে ভুজঙ্গাসনা, পদ্মাসনা উপযোগী। তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই।
ওজন কমানোর জন্যে ভুজঙ্গাসনা, পদ্মাসনা উপযোগী। তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলবে সহজেই।

Astro Tips: দেওয়ালে ‘এই’ ছবি লাগালেই মির‍্যাকেল! পরীক্ষায় হবে টপার…! বই থেকে চোখ সরাতেই পারবে না শিশুরা, ফল মিলবে হাতেনাতে

বাড়িতে পারিবারিক কলহ, আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তি কম-বেশি লেগেই থাকে৷ কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে ঘর নরকে পরিণত হয়। এমন পরিস্থিতিতে এই সহজ কিছু প্রতিকার ব্যবহার করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
বাড়িতে পারিবারিক কলহ, আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তি কম-বেশি লেগেই থাকে৷ কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে ঘর নরকে পরিণত হয়। এমন পরিস্থিতিতে এই সহজ কিছু প্রতিকার ব্যবহার করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
শাস্ত্র অনুসারে বাস্তুর ত্রুটি প্রতিরোধের জন্য বেশ কিছু সঠিক প্রতিকার আচার্য শিবেন্দ্র পান্ডে৷ তিনি জানিয়েছেন,পুজোর স্থানে ফিটকিরি ভর্তি একটি বাটি, গোমতী চক্র ও শঙ্খভর্তি চাল রাখতে পারেন। এতে বাস্তু দোষ দূর হয়। এর পাশাপাশি ফিটকিরি, পাথর, কয়লা, এক টুকরো কাঁচ এবং লোহা একটি কালো কাপড়ে বেঁধে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখতে পারেন।
শাস্ত্র অনুসারে বাস্তুর ত্রুটি প্রতিরোধের জন্য বেশ কিছু সঠিক প্রতিকার আচার্য শিবেন্দ্র পান্ডে৷ তিনি জানিয়েছেন,পুজোর স্থানে ফিটকিরি ভর্তি একটি বাটি, গোমতী চক্র ও শঙ্খভর্তি চাল রাখতে পারেন। এতে বাস্তু দোষ দূর হয়। এর পাশাপাশি ফিটকিরি, পাথর, কয়লা, এক টুকরো কাঁচ এবং লোহা একটি কালো কাপড়ে বেঁধে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখতে পারেন।
ঘরে ইতিবাচক শক্তি যেন বজায় থাকে৷ দেওয়ালে নদী, জলপ্রপাত এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি ঝুলিয়ে দিতে পারেন। তবে এই ছবিগুলি বাড়ির ভিতরে উত্তরমুখী দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে।
ঘরে ইতিবাচক শক্তি যেন বজায় থাকে৷ দেওয়ালে নদী, জলপ্রপাত এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি ঝুলিয়ে দিতে পারেন। তবে এই ছবিগুলি বাড়ির ভিতরে উত্তরমুখী দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে।
রুম, হল, ড্রয়িং রুম ইত্যাদির যে কোনও জায়গায় উত্তরমুখী দেয়ালে এই ছবি টাঙাতে পারেন। এটি আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসবে এবং একটি বিশুদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে।
রুম, হল, ড্রয়িং রুম ইত্যাদির যে কোনও জায়গায় উত্তরমুখী দেয়ালে এই ছবি টাঙাতে পারেন। এটি আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসবে এবং একটি বিশুদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে।
শিশুদের লেখাপড়ার সমস্যা দূর করতে বাড়িতে সঠিক পরিবেশ বজায় রাখার অত্যন্ত জরুরি৷ সেই কারণে দেওয়ালে ময়ূর, তোতাপাখি ও ময়নার ছবি লাগাতে পারেন। এই ছবি পড়ার ঘরে লাগালে বই থেকে চোখ সরাতে পারবে না আপনার সন্তান৷ এবং পরীক্ষায় হবে টপার৷
শিশুদের লেখাপড়ার সমস্যা দূর করতে বাড়িতে সঠিক পরিবেশ বজায় রাখার অত্যন্ত জরুরি৷ সেই কারণে দেওয়ালে ময়ূর, তোতাপাখি ও ময়নার ছবি লাগাতে পারেন। এই ছবি পড়ার ঘরে লাগালে বই থেকে চোখ সরাতে পারবে না আপনার সন্তান৷ এবং পরীক্ষায় হবে টপার৷
আর্থিক উন্নতির জন্য, আপনি পূর্বমুখী দেওয়ালে সাতটি ঘোড়ার ছবি রাখতে পারেন। এছাড়াও, বাড়ির পূর্ব এবং পশ্চিম দেওয়ালে ঘড়ি টাঙালে সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রবাহ আসে।
আর্থিক উন্নতির জন্য, আপনি পূর্বমুখী দেওয়ালে সাতটি ঘোড়ার ছবি রাখতে পারেন। এছাড়াও, বাড়ির পূর্ব এবং পশ্চিম দেওয়ালে ঘড়ি টাঙালে সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রবাহ আসে।
পরিবারে বৃদ্ধি, আর্থিক উন্নতি ও সমৃদ্ধির জন্য বাড়ির উত্তর-পূর্ব কোণে অ্যাকোয়ারিয়াম রাখা ভাল। লক্ষণীয় বিষয় হল অ্যাকোয়ারিয়ামে মাছের সংখ্যা বিজোড় হওয়া উচিত। এছাড়াও সোনালী মাছ, আড়োয়ানা মাছ ইত্যাদির পছন্দ ভাল।
পরিবারে বৃদ্ধি, আর্থিক উন্নতি ও সমৃদ্ধির জন্য বাড়ির উত্তর-পূর্ব কোণে অ্যাকোয়ারিয়াম রাখা ভাল। লক্ষণীয় বিষয় হল অ্যাকোয়ারিয়ামে মাছের সংখ্যা বিজোড় হওয়া উচিত। এছাড়াও সোনালী মাছ, আড়োয়ানা মাছ ইত্যাদির পছন্দ ভাল।
আচার্যর মতে, বাস্তুরত্নাকর গ্রন্থে দক্ষিণে পূর্বপুরুষের স্থান এবং উত্তরে দেবতাদের স্থানের কথা বলা হয়েছে। সঠিক পথে উভয়ের সংমিশ্রণ পরিবারের জন্য খুব ভাল।
আচার্যর মতে, বাস্তুরত্নাকর গ্রন্থে দক্ষিণে পূর্বপুরুষের স্থান এবং উত্তরে দেবতাদের স্থানের কথা বলা হয়েছে। সঠিক পথে উভয়ের সংমিশ্রণ পরিবারের জন্য খুব ভাল।