জখম পরিযায়ী শ্রমিকের পরিবার

Howrah-Mumbai Train Accident: মুম্বইগামী ট্রেনে মালদহের পরিযায়ী শ্রমিক! কোমরে চোট! কীভাবে চলবে সংসার? চিন্তায় পরিবার

মালদহ: ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেই সংসার চলে।‌ এবার কাজে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দূর্ঘটনার কবলে পড়লেন মালদহের পরিযায়ী শ্রমিক। দূর্ঘটনায় কোমরে চোট পেয়েছেন। দূর্ঘটনার পর ঠিকমত কথা বলতে পারছেন না। সেখানেই হাসপাতালে ভর্তি রয়েছেন মালদহের চাঁচলের পরিযায়ী শ্রমিক রাজু শেখ।

এদিকে পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তির দূর্ঘটনায় জখম হওয়ার খবর পৌঁছাতেই উদ্বিগ্ন পরিবার।‌পরিবারে রয়েছে বৃদ্ধা মা সহ স্ত্রী, তিন সন্তান। তিনি অসুস্থ হয়ে পড়ায় সংসার কিভাবে চলবে এই চিন্তায় এখন পরিবারের লোকেদের মধ্যে। জখম শ্রমিকের মেয়ে রিয়া খাতুন বলে, “আমার বাবা পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। এখন আমাদের কী হবে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। শুনছি বাবার কোমরে চোট পেয়েছে। রেলের কাছে চিকিৎসার দাবি জানাচ্ছি আমরা।”

আরও পড়ুনAeroplane on Road: দক্ষিণেশ্বরের রাস্তায় দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিমান, উৎসাহী জনতার জেরে যানজট

ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বইগামী হাওড়া- মুম্বই মেলের ১৮ টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন।সেই আহতদের মধ্যেই রয়েছেন মালদহের চাঁচল ১ নং ব্লকের দেবিগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু সেখ (৪০)।পরিবার সূত্রে জানা গেছে কোমরে গুরুতর আঘাত রয়েছে রাজুর। স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার। জখম শ্রমিকের আত্মীয় লাল মোহাম্মদ বলেন, শ্রমিকের কাজ করেন তিনি। মুম্বই যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হয়েছেন। পরিবারের একমাত্র রোজগরে ব্যক্তি তিনি।

পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মুম্বই যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া মুম্বই মেল ওঠেন। সেই ট্রেনটি ঝাড়খন্ডের চক্রধরপুরে দুর্ঘটনার কবলে পড়ে। রাজু শেখ ছাড়াও আরও পাঁচজন জখম হয়েছেন। পরিবারে লোকেদের কাছে খবর পৌঁছায়। তারপর থেকেই উদ্বেগ্ন পরিবার। রাজু সেখের পরিবারে রয়েছে তিন কন্যা স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা।পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তিনি।কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে নিয়ে উৎকণ্ঠাই পরিবার।

হরষিত সিংহ