কাটোয়া শহর 

Tourist Spot: এই দিন লক্ষাধিক ভক্তের ভিড় হয় এই জায়গায়, কারণ জানলে চমকে যাবেন ! 

পূর্ব বর্ধমান: বর্ধমান শহরেই রয়েছেন বাবা বর্ধমানেশ্বর। শুধু আমাদের রাজ্যের না দেশের অন্যতম বড় শিবলিঙ্গ। আর প্রতিবছর শ্রাবণ মাসের ২৪ তারিখ বর্ধমানের প্রায় মানুষজন হাজির হন কাটোয়া শহরে ২৫ তারিখ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশ‍্যে।

বর্ধমান থেকে প্রায় সকল শিব ভক্ত প্রতিবছর শ্রাবণ মাসের ২৪ তারিখ কাটোয়া শহরে আসেন নদীর জল নিতে। ভক্তরা জল নিয়ে পায়ে হেঁটে কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন, ২৫ শ্রাবণ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ সোনাঝুড়ি হাট নিয়ে বিরাট সিদ্ধান্ত! চালু নতুন নিয়ম, এবার সপ্তাহে কদিন খোলা থাকবে হাট?

তবে ২৫ শ্রাবণ কেন? নেপথ্যে আছে এক বড় ইতিহাস। সাধারণত শ্রাবণ মাসের সোমবার গুলিতে বেশি ভিড় হয় ভক্তদের। কিন্তু বর্ধমান থেকে কয়েক হাজার ভক্ত কাটোয়া থেকে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালেন। জানা যায়, ১৯৭২ সালে আবির্ভূত হন বর্ধমানেশ্বর বা মোটাবাবা। সেই উপলক্ষেই প্রতি বছর ২৫ শ্রাবণ বাবার আবির্ভাব দিবস পালন করা হয়। এই আবির্ভাব দিবসে প্রতিবছর কয়েক হাজার ভক্ত সমাগম হয়। এক ভক্ত জানান, “বর্ধমানেশ্বরের অবির্ভাব দিবস উপলক্ষে প্রতিবছর ২৪ তারিখ এসে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালি। বছর বছর ধরে এই নিয়মই চলে আসছে। ২৪ তারিখ সারারাত আমরা হাঁটবো এবং ভোরবেলায় বর্ধমানে গিয়ে জল ঢালব।”

বর্ধমান থেকে কাটোয়ায় জল নিতে আসা এই ভক্তদের জন্য কাটোয়া পৌরসভার তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভক্তদের জন্য ঘাটের কাছেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে কাটোয়া পৌরসভা। বিভিন্ন স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের এই কাজের দায়িত্ব দিয়েছে কাটোয়া পৌরসভা। প্রত্যেক বছরই এই ব্যবস্থা করা হয়ে থাকে। এক স্বাস্থ্যকর্মী জানান, “কাটোয়া পৌরসভার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিবছর ভক্তদের কথা মাথায় রেখে কাটোয়া পৌরসভার তরফে এবং বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর অনুপ্রেরণায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।”

এদিন শুক্রবার সন্ধ্যাবেলায় কাটোয়া শহরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়। সারারাত ধরে কাটোয়া বর্ধমান রোডেও ভক্তদের উপস্থিতি লক্ষ করা যাবে।

বনোয়ারীলাল চৌধুরী