ঝড়ে ক্ষতিগ্রস্থরা

Jalpaiguri Tornado: বহু কষ্টের টাকা! মিনি টর্নেডো গুঁড়িয়ে দিল স্বপ্নের সেই বাড়ি, আজ শুধুই হাহাকার

জলপাইগুড়িঃ বাঁশের ছাউনি থেকে স্বপ্ন ছিল সুন্দর অট্টালিকা ঘরের। স্বপ্নপূরণের একধাপ পূর্ণ হলেও, সেই সুখ টিকল না বেশি দিন। রবিবারের মিনি টর্নেডোর দাপটে তাসের ঘরের মতো নিমেষে ভেঙে গিয়েছে স্বপ্নের সেই বাড়ি। ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বপ্নও যেন মিলিয়ে গেল চোখের পলকে। অল্প অল্প করে টাকা জমিয়ে এবং ঋণের সহায়তায় বানানো সেই বাড়ি না থাকলেও, ঋণের টাকা নেওয়ার জন্য গুড়িয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে ঋণদায়ক সংস্থা। চিন্তায় মাথায় হাত পরিবারের।

এটা কোনও গল্প কথা নয়, বরং বাস্তব সত্য। জলপাইগুড়ির ময়নাগুড়ির অন্তর্গত বার্নিশ গ্রাম পঞ্চায়েতের শিশু গ্রামের বাসিন্দা উষা রায়ের এমনই করুণ অবস্থা। গত রবিবার জলপাইগুড়িতে টর্নেডোর প্রভাবে তছনছ হয়ে গিয়েছে বহু গ্রাম। শুধু তাই নয়, বহু মানুষের স্বপ্নও ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে ঝড়ের প্রকোপে । মাত্র কয়েক মিনিটের এই ঝড়ো হাওয়া সাধারণ মানুষের স্বপ্নগুলোকে এইভাবেই তছনছ করে দিয়েছে নিমেষে।

আরও পড়ুনঃ জেদি পাইলসের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন! এই জিনিস ফ্রিতে মেলে মুঠো মুঠো! ১৫ দিনেই সমস্যা গায়েব

জানা গিয়েছে, ঊষা রায় একটি ঋণদায়ক সংস্থা থেকে সুদে টাকা ধার নিয়েছিল স্বপ্নের বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্যে। পাশাপাশি একটি টোটো গাড়ি কিনেছিল খানিক বাড়তি অর্থ উপার্জনের আশায়। হঠাৎ আসা ঝড়ে ভেঙে গিয়েছে সেই ঘর, ঝড়ের প্রকোপ থেকে বাদ পড়েনি টোটো গাড়িটিও। দমকা হাওয়ার জোরে দুমড়ে মুচড়ে গিয়েছে সেটি।

বাড়ি-গাড়ি না থাকলেও, এদিকে ঋণদায়ক সংস্থা মুখিয়ে রয়েছে ঋণের টাকা উদ্ধার করার জন্য। কিভাবে মেটাবে সেই ঋণ? এ দিকে সময়মতো ঋণ না চোকালে বাড়বে সুদের বোঝা। এখন তা ভেবেই মাথায় হাত রায় পরিবারের। টর্নেডোর পর শহর জুড়ে চারিদিকে শুধুই যেন হাহাকার সাধারণ মানুষের।

সুরজিৎ দে