বীরভূমের প্রচারে মিঠুন চক্রবর্তী 

Mithun Chakraborty: ৪৪ ডিগ্রি গরমকে পাত্তা না দিয়ে লালমাটিতে রোড শো গেরুয়া মিঠুনের, দেখুন কী করলেন!

বীরভূম: লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর হয়ে সোমবার বীরভূমের নলহাটিতে প্রচারে আসেন দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে নলহাটি পাহাড়ের বর্গীডাঙ্গা মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন।

এরপর সেখান থেকে বীরভূমের পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম নলহাটেশ্বরী মন্দিরের বাইরে নেমে প্রণাম করেন। তার পর সেখান থেকে শুরু করেন রোড শো। নলহাটিতে বিজেপি নেতা তথা অভিনেতাকে একবার দেখার জন্য রাস্তার দু’ধারে ৮ থেকে ৮০ সকলের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো।

রাস্তার দু’ধারে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ বীরভূমের ৪৪ ডিগ্রির তাপমাত্রা মাথায় নিয়ে অভিনেতাকে দেখেন এবং পুষ্প বিতরণ করেন। হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন। হাত নাড়িয়ে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে উৎসাহিত করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: জীবনে প্রথম করলেন ‘এই’ কাজ, রচনার সঙ্গী স্বামী! দেখুন কী কাণ্ড তৃণমূলের তারকা প্রার্থীর

প্রসঙ্গত দিন কয়েক আগে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মূলত আয় বহির্ভূত সম্পত্তির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা যায়।তবে মনোনয়নপত্র বাতিল হতে পারে এই আশঙ্কাতে ভারতীয় জনতা পার্টির হয়ে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন পত্র দাখিল করেন।

আরও পড়ুন: প্রথম ছবিতে ৫০০ কোটির ব্যবসা, তারপর? থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সর চতুর’ ওমি এখন কী করেন জানেন?

তীব্র গরমে সব রাজনৈতিক দল নিজেদের প্রচারে ব্যস্ত। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। চতুর্থ দফায় বীরভূমে লোকসভা নির্বাচন।সামনের মাসের ১৩ তারিখ লোকসভা নির্বাচন। এখন দেখার বিষয় কী ফলাফল হয়।

সৌভিক রায়