বসিরুদ্দিন নামে এই যুূবকের ফোনেই আগুন ধরে যায়৷

Mobile fire: দাউ দাউ করে জ্বলে উঠল পকেটে রাখা মোবাইল, পুড়ল আঙুল! হতভম্ব রামপুুরহাটের যুবক

অক্ষয় ধীবর, রামপুরহাট: মোবাইল বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়৷ কিন্তু পকেটে থাকা অবস্থায় মোবাইলে আচমকা আগুন লেগে যেতে পারে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না বীরভূমের রামপুরহাটের বাসিন্দা বসিরুদ্দিনের৷ অথচ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটল তাঁরই সঙ্গে৷ আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠল পকেটে থাকা দামি মোবাইল ফোন৷

বুধবার সন্ধ্যায় রামপুরহাট শহরের প্রাণকেন্দ্রে একটি চায়ের দোকানে বসেছিলেন বসিরুদ্দিন নামে ওই যুবক৷ প্যান্টের পকেটে ছিল তাঁর মোবাইল ফোনটি৷ বসিরুদ্দিনের কথায়, ‘হঠাৎই প্যান্টের ভিতরে গরম তাপ লাগতে শুরু করে৷ পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখি সেটিতে দাউ দাউ করে জ্বলছে৷ আগুনের ছেঁকা লেগে আমার হাতের আঙুলও পুড়ে যায়৷ বাঁচতে মোবাইল ফোনটি ড্রেনে ফেলে দিই৷’

আরও পড়ুন: ‘তোদের জন্য দেব ভোটে দাঁড়াতে চাইছে না!’ ঘাটালের নেতাদের ধমক দিলেন মমতা

ঘটনার বেশ কিছুক্ষণ পরেও যেন আকস্মিতা কাটছিল না বসিরুদ্দিনের৷ তিনি বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না মোবাইল ফোনে এ ভাবে আগুন লেগে যেতে পারে৷’

চোখের সামনে এমন ঘটনায় অবাক হয়ে গিয়েছেন ওই চায়ের দোকানে সেই সময় উপস্থিত অন্যান্যরাও৷ নিজেদের ফোনেও এমন ঘটনা যে কোনও সময় ঘটতে পারে বলে আতঙ্কে রয়েছেন তাঁরা৷

বসিরুদ্দিন জানিয়েছেন, তাঁর স্মার্টফোনটি যথেষ্ট দামি ছিল৷ খুব বেশি পুরনোও হয়নি, ফোনে সেরকম কোনও সমস্যাও ছিল না৷ তার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, বুঝে পাচ্ছেন না ওই যুবক৷ আতঙ্কে এখন নতুন ফোন কিনতেও সাহস পাচ্ছেন না বসিরুদ্দিন৷