মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

Smartphone Tips and tricks: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

হাতে ফোন নেই, এমন প্রাপ্তবয়স্ক মানুষের দেখা পাওয়াই এখন ভার। প্রায় প্রত‍্যেকেই ব‍্যবহার করেন স্মার্টফোন। কিন্তু পকেটে থাকা মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা।
হাতে ফোন নেই, এমন প্রাপ্তবয়স্ক মানুষের দেখা পাওয়াই এখন ভার। প্রায় প্রত‍্যেকেই ব‍্যবহার করেন স্মার্টফোন। কিন্তু পকেটে থাকা মোবাইলের ছোটো ছোটো অনেক বিষয় এখনও বেশিরভাগ জনের অজানা।
ফোনের নীচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনওটি থাকে হেডফোনের তার গোঁজার জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নীচের দিকে।
ফোনের নীচের দিকে বেশ কয়েকটি ছিদ্র থাকে। এর মধ‍্যে কোনওটি থাকে হেডফোনের তার গোঁজার জন‍্য। একটি ছিদ্র থাকে চার্জের তার লাগাবার জন‍্য। অনেক ফোনে স্পিকারের জন‍্যও ছিদ্র থাকে ফোনের নীচের দিকে।
এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নীচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।

এই সব ছিদ্রের সঙ্গেই ফোনের নীচের দিকে আরও একটি ছোট্ট ছিদ্র থাকে। কিন্তু এই ছিদ্রের কাজ কী জানেন? এই ছিদ্রটি সকলেই দেখেছেন, কিন্তু যে আদৌ কী প্রয়োজন, তা অনেকেই জানেন না।
স্মার্টফোনের একেবারে নীচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে "মাইক্রোফোন গ্রিল"। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
স্মার্টফোনের একেবারে নীচের দিকের এই ছোট্ট ছিদ্রটিকে অনেকেই ভেবে বসেন মাইক্রোফোন। কিন্তু এটা আসলে “মাইক্রোফোন গ্রিল”। যার কাজ মাইক্রোফোনের চেয়ে অনেকাংশেই আলাদা।
দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
দেখতে ছোট্ট এই ছিদ্রটির কাজ অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিদ্রটি ‘নয়েজ ক‍্যান্সেলেশন মাইক্রোফোন’-কে ঢেকে রাখে। এই ছোট্ট ছিদ্রের ফোনে কথা বলার সময় বড় ভূমিকা রয়েছে।
কথা বলার সময় যাতে আশপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।

কথা বলার সময় যাতে আশপাশের অতিরিক্ত আওয়াজ প্রবেশ না করে, তার জন‍্য কাজ করে এই মাইক্রোফোন গ্রিল। এই ছোট্ট ছিদ্রটি না থাকলে কথা বলায় অসুবিধা হত।
যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।
যদি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন গ্রিল সরিয়ে দেওয়া হয়, তাহলে কলের গুণমান প্রভাবিত হতে পারে। কলে আশেপাশের আওয়াজ আরও স্পষ্টভাবে শোনা যাবে, যার ফলে কথোপকথন চালিয়ে যাওয়া কঠিন করে তুলতে পারে।
উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।

উপরন্তু, কিছু ক্ষেত্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অপসারণ করলে অন্য ফোন ফাংশন যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে সমস্যা হতে পারে।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সব স্মার্টফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকে না। যদি আপনি নিশ্চিত না হন যে আপনার ফোনে এটি আছে কিনা, আপনি আপনার ফোনের ম্যানুয়াল বা প্রস্তুতকারকের ওয়েবসাইট চেক করতে পারেন।