ভোটের প্রচারে বড় চমক

Modi Mamata Rally: ফের মোদি-মমতা মোলাকাত? ভোটের প্রচারে বড় চমক! রবিবার একই দিনে, একই জেলায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

কলকাতা: ফের মোদি-মমতা একই দিনে একই জেলায়। কোচবিহার,বর্ধমানের পর একই দিনে এবার সভা মোদি-মমতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের আসছেন রাজ্যে। চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগে ভোটের মরশুমে এবার বাংলায় একই দিনে চারটে সভা করবেন প্রধানমন্ত্রী। আবার রবিবার ১২মে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। একই জেলায় মোদি মমতার সভা।

আগামী রবিবার হাওড়াতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন হাওড়ার উলুবেড়িয়াতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, উলুবেড়িয়া লোকসভার জন্য বিকেল ৪টে নাগাদ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার আমতায় সভা করবেন রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিকেল ৪টে থেকে প্রধানমন্ত্রীর ও সভা হাওড়া জেলায়।

আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি…! ঘণ্টা দুয়েকেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় কালবৈশাখী সতর্কতা! লাল-কমলা-হলুদ অ্যালার্ট জেলায় জেলায়! কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর

প্রসঙ্গত, আগামী ১২ মে একদিনেই- পরপর মোট চারটে সভা করবেন নরেন্দ্র মোদি। ১১ তারিখ কলকাতায় এলেও কোনও কর্মসূচি রাখা হচ্ছে না প্রধানমন্ত্রীর। ব্যারাকপুর, হুগলি, আরামবাগ ও হাওড়া এই চার জায়গায় সভা করবেন নরেন্দ্র মোদি। ১২ তারিখ ব্যারাকপুর দিয়েই সভা শুরু করবেন নরেন্দ্র মোদি। অর্জুন সিং এর সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদি। ব্যারাকপুরের ভাটপাড়ায় সভা করবেন নরেন্দ্র মোদি। পরে হুগলির চুঁচুড়া ও আরামবাগের পুরশুরাতেও সভা করবেন প্রধানমন্ত্রী।

পঞ্চম দফায় ভোট হবে হাওড়া লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী ৷ তাঁর সমর্থনে হাওড়ায় সভা করবেন মোদি। উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যে ইতিমধ্যেই ১২টি সভা করেছেন প্রধানমন্ত্রী।