শামিকে এবার প্রশ্ন করা হয়েছিল, বাংলার হয়ে এতদিন খেলেছেন! বাংলা ভাষাটা রপ্ত করতে পেরেছেন কি! তিনি কি বাংলা বলতে পারেন!

শামিকে চেনাই যাচ্ছে না! মাথা ভর্তি ঘন চুল! কী করে হল? জানলে চমকে যাবেন

কলকাতা: হঠাৎ করেই সবাইকে চমকে দিয়েছেন ক্রিকেটার মহম্মদ শামি। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন যাতে তাঁর মাথায় ঘন চুল দেখা যাচ্ছে।

শামির এই ভোলবদল দেখে অনেক মানুষ হতভম্ব হয়ে গিয়েছেন। অনেকেই ভাবছেন, মহম্মদ শামির মাথায় এত চুল কোথা থেকে এল! কারণ কয়েকদিন আগের ছবি দেখলে মনে হবে তাঁর মাথায় চুল কম।

এর পর হঠাৎ করেই একটি ছবি সামনে এসেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন মহম্মদ শামি। এই ট্রান্সপ্লান্টে মাথার একটি অংশ থেকে চুল সরিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে যেখানে চুল কম থাকে সেখানে বসানো হয়।

আরও পড়ুন- ‘ওরাই জিতবে…’! গাভাসকারের ভবিষ্যদ্বাণী, কেকেআর জিতবে না এবার আইপিএল!

সবাই যে এই ট্রান্সপ্লান্ট করাতে পারবে এমন নয়। বিশেষজ্ঞদের মতে, যারা গত ৫ বছর ধরে পুরুষ প্যাটার্নের চুল পড়ায় ভুগছেন শুধুমাত্র তারাই এটি করতে পারেন। এছাড়াও চুলের চিকিত্সার পরেও আপনি যদি কোনও সুরাহা না পান, তবে সরাসরি চুল প্রতিস্থাপন করতে পারেন।

আরও পড়ুন-পাকা খবর! ভারতের কোচ হচ্ছেন কেকেআরের ক্রিকেটার! বিদেশি সবাই বাদ!

আপনি যদি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করিয়ে থাকেন, তা হলে আপনাকে কমপক্ষে ১৫ দিন আগে ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ তাতে পার্শ্বপ্রতিক্রিয়া বাড়তে পারে।