Technology News: বাজারে নতুন স্মার্টফোন-সহ আরও ২ পণ্য লঞ্চ করছে Realme! কেনার আগে দেখে নিন খুঁটিনাটি

২২ মে ভারতের বাজারে নতুন তিন পণ্য লঞ্চ করছে Realme। সেগুলি হল Realme GT 6T, Buds Wireless 3 Neo এবং Buds Air 6। বুধবার দুপুর ১২টায় লঞ্চ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। Realme-র অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এগুলি অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাবে।

Realme GT 6T: বৃহত্তর স্ক্রিন রেজোলিউশন থেকে বর্ধিত ক্যামেরা লেন্স, শক্তিশালী SoC থেকে ব্যাপক ব্যাটারি ব্যাকআপ, বেশ কিছু বড় আপডেট থাকছে Realme GT 6T স্মার্টফোনে। ডিজাইনের কথা বললে, Realme GT 6T চিনে লঞ্চ হওয়া Realme GT Neo 6 SE-এর স্টেপ-আপ ভার্সন হতে চলেছে। ডিভাইসের বডি ৮.৭ মিমি পুরু এবং ১৯১ গ্রাম ওজন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

স্মার্টফোনে ৬.৭৮ LTPO AMOLED ডিসপ্লে থাকছে যাতে ১২৬৪ x ২৭৮০ পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। Realme দাবি করেছে, ইউজাররা অনন্য অভিজ্ঞতা লাভ করবেন। কারণ এর ১২০ Hz রিফ্রেশ রেট রয়েছে। সঙ্গে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Buds Wireless 3 Neo: Realme Buds Wireless 3 Neo পাওয়া যাবে ১,২৯৯ টাকায়। ২২ মে দুপুর আড়াইটে থেকে realme.com, Amazon.in বা Flipkart থেকে কিনতে পারবেন গ্রাহকরা। Realme Buds Wireless 3 Neo-এ ১৩.৪ মিমি ডায়নামিক বাস ড্রাইভার সহ সমৃদ্ধ বাস বুস্ট থাকবে। ডিভাইসটি AI ইলেকট্রনিক নয়েজ ক্যান্সেলেশন (ENC) কল নয়েজ হ্রাস এবং ৪৫ms আল্ট্রা লো লেটেন্সি সমর্থন করে।

আরও পড়ুন: ভুলে গেলেই বা চাপ কী! সহজেই ইনস্টাগ্রাম পাসওয়ার্ড রিকভাব করা সম্ভব, দেখে নিন কায়দা

আরও পড়ুন: বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola! দাম সাধ্যের মধ্যে, ফিচার কী কী

কোম্পানি জানিয়েছে, এই নেকব্যান্ডের ব্যাটারি লাইফ ৩২ ঘণ্টা। ডিভাইসটিতে ডুয়াল কানেকশনও রয়েছে। এর মানে হল ইউজাররা দু’টি ডিভাইসের সংযোগ করতে পারবেন। এতে Google ফাস্ট পেয়ার, জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP55 রেটিং দেওয়া হয়েছে।

Buds Air 6: Realme Buds Air 6 কে “ভারতের একমাত্র হাই-রেস সার্টিফাইড TWS” বলে দাবি করা হয়। কোম্পানির মতে, এই ডিভাইসটিতে ৫০ dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) থাকবে এবং ১২.৪mm ডিপ বাস ড্রাইভার সহ মিলবে।