India vs Bangladesh: ভারতীয় দলে সুযোগ পেলেন শামির ‘শিষ্য’! গুরু বিদ্যাতেই সাফল্যের বিষয়ে আশাবাদী তরুণ পেসার

গত বছর ওডিআই বিশ্বকাপের পর থেকে চোটের কারণে ভারতীয় দল থেকে দূরে রয়েছেন তারকে পেসার মহম্মদ শামি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেরার সম্ভাবনা ছিল শামির। কিন্তু প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে নেই শামির নাম।
গত বছর ওডিআই বিশ্বকাপের পর থেকে চোটের কারণে ভারতীয় দল থেকে দূরে রয়েছেন তারকে পেসার মহম্মদ শামি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেরার সম্ভাবনা ছিল শামির। কিন্তু প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে নেই শামির নাম।
তবে মনে করা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে মহম্মদ শামি ভারতীয় দলে ফিরতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে শামি না ফিরলেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন তাঁর শিষ্য। তিনি আকাশ দীপ।
তবে মনে করা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে মহম্মদ শামি ভারতীয় দলে ফিরতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে শামি না ফিরলেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন তাঁর শিষ্য। তিনি আকাশ দীপ।
দলীপ ট্রফিতে ভারত বি-এর বিরুদ্ধে ভারত এ-এর হয়ে ১১৬ রান দিয়ে ৯ উইকেট নেন বাংলার আকাশ দীপ। এই পারফরম্যান্সের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে আকাশ দীপের জায়গা প্রায় পাকা হয়ে যায়।
দলীপ ট্রফিতে ভারত বি-এর বিরুদ্ধে ভারত এ-এর হয়ে ১১৬ রান দিয়ে ৯ উইকেট নেন বাংলার আকাশ দীপ। এই পারফরম্যান্সের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে আকাশ দীপের জায়গা প্রায় পাকা হয়ে যায়।
আকাশ দীপের দলীপ ট্রফিতে ৯টি উইকেটের মধ্যে যে দুটি উইকেট নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। নীতিশ রেড্ডিতে লেট সিম মুভমেন্টের সৌজন্য বোল্ড করেন আকাশ। সুন্দরকে বোল্ড করেন ভেরিয়েশন করে ইনসুইঙ্গার দিয়ে।
আকাশ দীপের দলীপ ট্রফিতে ৯টি উইকেটের মধ্যে যে দুটি উইকেট নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। নীতিশ রেড্ডিতে লেট সিম মুভমেন্টের সৌজন্য বোল্ড করেন আকাশ। সুন্দরকে বোল্ড করেন ভেরিয়েশন করে ইনসুইঙ্গার দিয়ে।
জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে আকাশ তারকা পেসার মহম্মদ শামির কাছ থেকে মূল্যবান পরামর্শ লাভ করেছিলেন, যা তাঁকে দলীপ ট্রফিতে ৯টি উইকেট পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন।
জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে আকাশ তারকা পেসার মহম্মদ শামির কাছ থেকে মূল্যবান পরামর্শ লাভ করেছিলেন, যা তাঁকে দলীপ ট্রফিতে ৯টি উইকেট পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন।
শামির কাছ থেকে কী গুরুমন্ত্র পেয়েছিলেন সেই প্রসঙ্গে আকাশ দীপ বলেন,"আমাদের দুজনের বোলিং অ্যাকশন প্রায় এক। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম,"অ্যারাউন্ড দ্য উইকেট বল করার সময় বাঁ হাতিদের ক্ষেত্রে কী ভাবে বল বাইরে দিকে বার করব? শামি ভাই বলেছিল নিজে থেকে চেষ্টা না করতে। ওটা আপনা হতেই চলে আসবে। এছাড়া বেশ কিছু টিপস দিয়েছিলেন শামি ভাই"
শামির কাছ থেকে কী গুরুমন্ত্র পেয়েছিলেন সেই প্রসঙ্গে আকাশ দীপ বলেন,”আমাদের দুজনের বোলিং অ্যাকশন প্রায় এক। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম,”অ্যারাউন্ড দ্য উইকেট বল করার সময় বাঁ হাতিদের ক্ষেত্রে কী ভাবে বল বাইরে দিকে বার করব? শামি ভাই বলেছিল নিজে থেকে চেষ্টা না করতে। ওটা আপনা হতেই চলে আসবে। এছাড়া বেশ কিছু টিপস দিয়েছিলেন শামি ভাই”
এছাড়াও আকাশ দীপ জানিয়েছেন,"এরপর থেকে আমি শামির টিপস ফলো করে সাফল্য পেয়েছি। ব্যাটারদের সমস্যায় ফেলে উইকেট পাচ্ছি।" ভারতীয় দলের একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন আকাশ দীপ। অস্ত্র শামির 'গুরু মন্ত্র'।
এছাড়াও আকাশ দীপ জানিয়েছেন,”এরপর থেকে আমি শামির টিপস ফলো করে সাফল্য পেয়েছি। ব্যাটারদের সমস্যায় ফেলে উইকেট পাচ্ছি।” ভারতীয় দলের একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন আকাশ দীপ। অস্ত্র শামির ‘গুরু মন্ত্র’।