পান্ডিয়া-শামির লেগে গেল! চাচাছোলা আক্রমণ শামির, ‘ও কি নিজেকে ধোনি ভাবে?’

হার্দিক পান্ডিয়া কি এখন ভারতীয় ক্রিকেটে ভিলেন! এই প্রশ্ন ওঠা অমূলক নয়। কারণ তিনি মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই চারপাশ থেকে আক্রমণ সামলাতে হচ্ছে।
হার্দিক পান্ডিয়া কি এখন ভারতীয় ক্রিকেটে ভিলেন! এই প্রশ্ন ওঠা অমূলক নয়। কারণ তিনি মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই চারপাশ থেকে আক্রমণ সামলাতে হচ্ছে।
ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্ষোভ জমছে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হার্দিককে দায়িত্ব দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্ষোভ জমছে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হার্দিককে দায়িত্ব দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পান্ডিয়ার পক্ষে অদূর ভবিষ্যতে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে টিকে থাকাই মুশকিল হয়ে যেতে পারে।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পান্ডিয়ার পক্ষে অদূর ভবিষ্যতে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে টিকে থাকাই মুশকিল হয়ে যেতে পারে।
এরই মধ্যে মহম্মদ শামি নজিরবিহীন আক্রমণ করলেন পান্ডিয়াকে। এর আগে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
এরই মধ্যে মহম্মদ শামি নজিরবিহীন আক্রমণ করলেন পান্ডিয়াকে। এর আগে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্সে খেলেছেন মহম্মদ শামি। তবে এবার চোটের জন্য আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন শামি।
পান্ডিয়ার নেতৃত্বে গুজরাত টাইটান্সে খেলেছেন মহম্মদ শামি। তবে এবার চোটের জন্য আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন শামি।
গুজরাতের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন ৭ নম্বরে। শামির আপত্তি সেখানেই। তিনি দাবি করেছেন, ৭ নম্বরে ব্যাটিং করে টেল এন্ডাররা। পান্ডিয়ার উচিত ছিল বাড়তি দায়িত্ব আরও আগে নামা। তা হলে ম্যাচ আর শেষ ওভার পর্যন্ত হয়তো গড়াত না!
গুজরাতের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন ৭ নম্বরে। শামির আপত্তি সেখানেই। তিনি দাবি করেছেন, ৭ নম্বরে ব্যাটিং করে টেল এন্ডাররা। পান্ডিয়ার উচিত ছিল বাড়তি দায়িত্ব আরও আগে নামা। তা হলে ম্যাচ আর শেষ ওভার পর্যন্ত হয়তো গড়াত না!
শামি বলেন, প্যাট কামিন্সকে নিয়েও কথা হয়েছিল। ক্যাপ্টেন হলে দলের বাকিদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে। পান্ডিয়া গুজরাতে থাকাকালিন ৩-৪ নম্বরে ব্যাটিং করত। এখন তা হলে ৪-৫ নম্বরে ব্যাট করতে সমস্যা কোথায়!
শামি বলেন, প্যাট কামিন্সকে নিয়েও কথা হয়েছিল। ক্যাপ্টেন হলে দলের বাকিদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে। পান্ডিয়া গুজরাতে থাকাকালিন ৩-৪ নম্বরে ব্যাটিং করত। এখন তা হলে ৪-৫ নম্বরে ব্যাট করতে সমস্যা কোথায়!
শামিকে প্রশ্ন করা হয়, হার্দিক কি কোনওভাবে ধোনিকে ফলো করছেন! শামি উত্তরে বলেন, এমনটা যদি হয় তা হলে ও বড় ভুল করছে। সবার নেতৃত্বের স্টাইল, খেলার ধরণ, পরিকল্পনা আলাদা। হার্দিক আগে ৩-৪ নম্বরে ব্যাটিং করেছে। ফলে এখন ও চাইলে বড়জোর ৫ নম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কিন্তু ৭ নম্বরে ব্যাটিং করতে নামবে কেন!
শামিকে প্রশ্ন করা হয়, হার্দিক কি কোনওভাবে ধোনিকে ফলো করছেন! শামি উত্তরে বলেন, এমনটা যদি হয় তা হলে ও বড় ভুল করছে। সবার নেতৃত্বের স্টাইল, খেলার ধরণ, পরিকল্পনা আলাদা। হার্দিক আগে ৩-৪ নম্বরে ব্যাটিং করেছে। ফলে এখন ও চাইলে বড়জোর ৫ নম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কিন্তু ৭ নম্বরে ব্যাটিং করতে নামবে কেন!