Business Idea: ছোট্ট এই পোকা থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপচে পড়বে টাকা, খরচ কম লাভ বেশি!

রেশম চাষ কি? কিভাবে করবেন এই রেশম চাষ জানেন কি? চীনে সর্বপ্রথম এই রেশম চাষ শুরু হলেও , বর্তমানে গ্রাম বাংলার বেশ জনপ্রিয় এই রেশম চাষ। রেশম সুতা উৎপাদনের লক্ষ্যেই এই রেশম চাষ করা হয়।
রেশম চাষ কি? কিভাবে করবেন এই রেশম চাষ জানেন কি? চীনে সর্বপ্রথম এই রেশম চাষ শুরু হলেও , বর্তমানে গ্রাম বাংলার বেশ জনপ্রিয় এই রেশম চাষ। রেশম সুতা উৎপাদনের লক্ষ্যেই এই রেশম চাষ করা হয়।
অল্প পুজিতে ভাল পরিমাণে অর্থ উপার্জনের জন্য রেশম চাষের জুড়ি নেই। একবছরে চারবার করা যায় এই রেশন চাষ । রেশম চাষ করার আগে সর্বপ্রথম প্রয়োজন হল রেশম পোকার প্রধান খাদ্য তুত গাছ। তাই রেশম চাষ করার আগে জমিতে তুত গাছ লাগানো প্রয়োজন ।
অল্প পুজিতে ভাল পরিমাণে অর্থ উপার্জনের জন্য রেশম চাষের জুড়ি নেই। একবছরে চারবার করা যায় এই রেশন চাষ । রেশম চাষ করার আগে সর্বপ্রথম প্রয়োজন হল রেশম পোকার প্রধান খাদ্য তুত গাছ। তাই রেশম চাষ করার আগে জমিতে তুত গাছ লাগানো প্রয়োজন ।
এছাড়া রেশম চাষ করার আগে আপনাকে কিছু কিছু বিষয় গুলো মাথায় রাখতে হবে । প্রথমত যে স্থানে রেশম পোকা পালন করবেন সেই স্থান হতে হবে জীবাণুমুক্ত। বিভিন্ন ধরনের জীবাণু নাশক স্প্রে ব্যবহার করে প্রথমে ২৪ ঘন্টার জন্য ঘরটির দরজা জানালা বন্ধ করে রাখতে হবে।
এছাড়া রেশম চাষ করার আগে আপনাকে কিছু কিছু বিষয় গুলো মাথায় রাখতে হবে । প্রথমত যে স্থানে রেশম পোকা পালন করবেন সেই স্থান হতে হবে জীবাণুমুক্ত। বিভিন্ন ধরনের জীবাণু নাশক স্প্রে ব্যবহার করে প্রথমে ২৪ ঘন্টার জন্য ঘরটির দরজা জানালা বন্ধ করে রাখতে হবে।
এতে করে সকল প্রকার জীবাণু যা রেশমের লার্ভা ক্ষতিগ্রস্ত করে সেগুলো মরে যাবে।এছাড়া রেশম গুটি এনে লার্ভা বের হওয়ার ২০ থেকে ২৫ দিন থেকে পর্যাপ্ত পরিমাণ তুত গাছের পাতা দিতে হবে। রেশম পোকার লার্ভা গুলো নিয়মিত তুত গাছের পাতা খাওয়ার মাধ্যমে ধীরে ধীরে বড় হতে থাকে একটা সময় পর এটি পোকার আকার ধারণ করে।
এতে করে সকল প্রকার জীবাণু যা রেশমের লার্ভা ক্ষতিগ্রস্ত করে সেগুলো মরে যাবে।এছাড়া রেশম গুটি এনে লার্ভা বের হওয়ার ২০ থেকে ২৫ দিন থেকে পর্যাপ্ত পরিমাণ তুত গাছের পাতা দিতে হবে। রেশম পোকার লার্ভা গুলো নিয়মিত তুত গাছের পাতা খাওয়ার মাধ্যমে ধীরে ধীরে বড় হতে থাকে একটা সময় পর এটি পোকার আকার ধারণ করে।
এ বাড়িতে রেশম চাষ করলে সরকারি বিভিন্ন দফতর থেকে রেশম পোকা কিনে নেওয়া হয়। এছাড়া রেশম চাষের জন্য সব বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায়। গরমকালে রেশম পোকা ২০ থেকে ২৫ দিনের মধ্যেই পাওয়া যায়। বর্তমানে বেকারত্বের সমস্যা দূরীকরণে অনেকেই রেশম চাষ বেছে নিয়েছেন।
এ বাড়িতে রেশম চাষ করলে সরকারি বিভিন্ন দফতর থেকে রেশম পোকা কিনে নেওয়া হয়। এছাড়া রেশম চাষের জন্য সব বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায়। গরমকালে রেশম পোকা ২০ থেকে ২৫ দিনের মধ্যেই পাওয়া যায়। বর্তমানে বেকারত্বের সমস্যা দূরীকরণে অনেকেই রেশম চাষ বেছে নিয়েছেন।
রেশম চাষি , অবেন দেবশর্মা জানান, প্রতিদিন বেকারত্বের সমস্যা বাড়ছে এ পরিস্থিতিতে কারো বাড়িতে সামান্য জায়গা থাকলে তুত গাছ ও পলু পোকা চাষি করলেই কেল্লাফতে। অবেন বাবু আরো জানান, বাড়িতে নিজস্ব জমিতে তুত গাছ লাগালেই সরকারি সেরিকালচার দফতরে সামান্য কিছু টাকায় পলু পোকা দেওয়া হয়। এই পলু পোকা বা রেশমের চাষ করলেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।
রেশম চাষি , অবেন দেবশর্মা জানান, প্রতিদিন বেকারত্বের সমস্যা বাড়ছে এ পরিস্থিতিতে কারো বাড়িতে সামান্য জায়গা থাকলে তুত গাছ ও পলু পোকা চাষি করলেই কেল্লাফতে। অবেন বাবু আরো জানান, বাড়িতে নিজস্ব জমিতে তুত গাছ লাগালেই সরকারি সেরিকালচার দফতরে সামান্য কিছু টাকায় পলু পোকা দেওয়া হয়। এই পলু পোকা বা রেশমের চাষ করলেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।