Money Making Tips: হবে বিপুল লাভ, দু’হাতে আয় করবেন টাকা, শুধু মেনে চলতে হবে এই পদ্ধতি

অফ সিজনে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতে ব্যবহার করুন শেড নেট ।রাজ্য সরকারের বিভিন্ন সাবসিটি স্কিম থেকে পেয়ে যাবেন সহযোগিতা। চিরাচরিত চাষের পদ্ধতি থেকে বেরিয়ে বর্তমানে শেড নেটের মাধ্যম বিজ্ঞানসম্মত উপায়ে সারা বছর বিভিন্ন ধরনের চাষবাস করছেন চাষিরা।
অফ সিজনে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতে ব্যবহার করুন শেড নেট ।রাজ্য সরকারের বিভিন্ন সাবসিটি স্কিম থেকে পেয়ে যাবেন সহযোগিতা। চিরাচরিত চাষের পদ্ধতি থেকে বেরিয়ে বর্তমানে শেড নেটের মাধ্যম বিজ্ঞানসম্মত উপায়ে সারা বছর বিভিন্ন ধরনের চাষবাস করছেন চাষিরা।
এই শেড নেট এর মাধ্যমে শীতকালিন বিভিন্ন ধরনের ফুল ও সবজি চাষ করতে পারবেন সারা বছর। এই শেড নেট দিয়ে টমেটো ,শসা, ক্যাপসিকাম, ফুলকপি, ধনেপাতা, এছাড়া বিভিন্ন শীতকালীন ফুল গরমেও চাষ করা যায়। এই শেড নেটসূর্যের ইউ ভি রশ্মি থেকে ফসল কে রক্ষা করে। এই শেড নেটের জাল গুলি কীটপতঙ্গ ও প্রচন্ড সূর্যের তাপ  বা বৃষ্টি থেকে গাছকে রক্ষা করে।
এই শেড নেট এর মাধ্যমে শীতকালিন বিভিন্ন ধরনের ফুল ও সবজি চাষ করতে পারবেন সারা বছর। এই শেড নেট দিয়ে টমেটো ,শসা, ক্যাপসিকাম, ফুলকপি, ধনেপাতা, এছাড়া বিভিন্ন শীতকালীন ফুল গরমেও চাষ করা যায়। এই শেড নেটসূর্যের ইউ ভি রশ্মি থেকে ফসল কে রক্ষা করে। এই শেড নেটের জাল গুলি কীটপতঙ্গ ও প্রচন্ড সূর্যের তাপ  বা বৃষ্টি থেকে গাছকে রক্ষা করে।
এই পদ্ধতিতে চাষ করে উত্তর দিনাজপুরের বহু কৃষকরা ইতিমধ্যেই ব্যাপক লাভবান হয়েছেন। ছাদ বা বাগানের ছোট জায়গায় চারা উৎপাদন ও অর্গানিক সবজি চাষের ক্ষেত্রে শেড নেট পদ্ধতির দারুন কার্যকরী হয়।
এই পদ্ধতিতে চাষ করে উত্তর দিনাজপুরের বহু কৃষকরা ইতিমধ্যেই ব্যাপক লাভবান হয়েছেন। ছাদ বা বাগানের ছোট জায়গায় চারা উৎপাদন ও অর্গানিক সবজি চাষের ক্ষেত্রে শেড নেট পদ্ধতির দারুন কার্যকরী হয়।
ন্যাশনাল হর্টিকালচার মিশন কিংবা জাতীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে আবেদন করে বিভিন্ন সাবসিটি স্কিম থেকে লোন পেয়ে যাবেন এই শেডনেট কিনতে ।পার স্কয়ার ফিট এই শেড নেটের দাম ৩৬ টাকা ।
ন্যাশনাল হর্টিকালচার মিশন কিংবা জাতীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে আবেদন করে বিভিন্ন সাবসিটি স্কিম থেকে লোন পেয়ে যাবেন এই শেডনেট কিনতে ।পার স্কয়ার ফিট এই শেড নেটের দাম ৩৬ টাকা ।
এক বিঘা জমিতে ১৪ হাজার স্কয়ার ফিট শেড নেটের প্রয়োজন। যা বসাতে খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা এর মধ্যে সরকার থেকে সাবসিটি পাবেন ৫০ শতাংশ । তাই বিজ্ঞান পদ্ধতিতে আধুনিক মানে চাষাবাদ করতে আজই ব্যবহার করুন শেড নেট।
এক বিঘা জমিতে ১৪ হাজার স্কয়ার ফিট শেড নেটের প্রয়োজন। যা বসাতে খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা এর মধ্যে সরকার থেকে সাবসিটি পাবেন ৫০ শতাংশ । তাই বিজ্ঞান পদ্ধতিতে আধুনিক মানে চাষাবাদ করতে আজই ব্যবহার করুন শেড নেট।