ছাগল পালন

Money Making Tips: স্বল্প টাকা থাকলেই লাখপতি হতে পারবেন আপনিও! শুধু মানতে হবে এই পদ্ধতি

বাড়িতে ছাগল রয়েছে? বা, ছাগল পালনের ব্যবসা শুরু করতে চান? তা হলে কয়েকটি বিষয়ে সতর্ক হন। না হলে, লাভের পরিবর্তে লোকসান হবে হু হু করে। ছাগল নির্বংশ হতেও বেশি সময় লাগবে না। তাই সাবধান হোন, আর বৈজ্ঞানিক উপায়ে ছাগল প্রতিপালনের উপায় সম্পর্কে অবগত হন। রইল বিশেষজ্ঞের পরামর্শ।
বাড়িতে ছাগল রয়েছে? বা, ছাগল পালনের ব্যবসা শুরু করতে চান? তা হলে কয়েকটি বিষয়ে সতর্ক হন। না হলে, লাভের পরিবর্তে লোকসান হবে হু হু করে। ছাগল নির্বংশ হতেও বেশি সময় লাগবে না। তাই সাবধান হোন, আর বৈজ্ঞানিক উপায়ে ছাগল প্রতিপালনের উপায় সম্পর্কে অবগত হন। রইল বিশেষজ্ঞের পরামর্শ।
গৃহপালিত পোষ্য হিসেবে গ্রামবাংলার বহু বাড়িতেই দেখা যায় ছাগলের আনাগোনা। আবার, ছাগল পালন করে স্বনির্ভর হওয়াও সম্ভব! স্বল্প মূলধন থাকলে শুরু করতেই পারেন এই ব্যবসা।
গৃহপালিত পোষ্য হিসেবে গ্রামবাংলার বহু বাড়িতেই দেখা যায় ছাগলের আনাগোনা। আবার, ছাগল পালন করে স্বনির্ভর হওয়াও সম্ভব! স্বল্প মূলধন থাকলে শুরু করতেই পারেন এই ব্যবসা।
ছাগল প্রতিপালনে খরচ স্বল্প কিন্তু লাভ ব্যপক। তাই লাভজনক ব্যবসা হিসেবে ছাগল প্রতিপালন অন্যতম ভাল উপায়।ছাগলের কী কী রোগ হতে পারে, কোন রোগের কী লক্ষণ, রোগাক্রান্ত ছাগলকে কীভাবে যত্ন নেওয়া উচিত, বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে কিভাবে দ্রুত ছাগলসুস্থ করা সম্ভব তা জানতে হবে।
ছাগল প্রতিপালনে খরচ স্বল্প কিন্তু লাভ ব্যপক। তাই লাভজনক ব্যবসা হিসেবে ছাগল প্রতিপালন অন্যতম ভাল উপায়।ছাগলের কী কী রোগ হতে পারে, কোন রোগের কী লক্ষণ, রোগাক্রান্ত ছাগলকে কীভাবে যত্ন নেওয়া উচিত, বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে কিভাবে দ্রুত ছাগলসুস্থ করা সম্ভব তা জানতে হবে।
সবচেয়ে বেশি ভাইরাল ঘটিত রোগ "পিপিআর"। এই রোগটি স্পর্শের মধ্য দিয়েই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেখানে রোগাক্রান্ত ছাগলের নাক মুখ থেকে তরল নির্গত হয় ক্রমাগত এবং মুখে ঘা এর লক্ষণ পরিলক্ষিত হয়।
সবচেয়ে বেশি ভাইরাল ঘটিত রোগ “পিপিআর”। এই রোগটি স্পর্শের মধ্য দিয়েই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেখানে রোগাক্রান্ত ছাগলের নাক মুখ থেকে তরল নির্গত হয় ক্রমাগত এবং মুখে ঘা এর লক্ষণ পরিলক্ষিত হয়।
এই রোগের হাত থেকে বাঁচতেও ভ্যাক্সিনেশন অত্যন্ত জরুরী। সরকারের পক্ষ থেকে নিয়মিত ভ্যাকসিনেশন ক্যাম্প করানো হয়। সেক্ষেত্রে সেখানে গিয়েও ভ্যাক্সিনেশন করানো যেতে পারে।
এই রোগের হাত থেকে বাঁচতেও ভ্যাক্সিনেশন অত্যন্ত জরুরী। সরকারের পক্ষ থেকে নিয়মিত ভ্যাকসিনেশন ক্যাম্প করানো হয়। সেক্ষেত্রে সেখানে গিয়েও ভ্যাক্সিনেশন করানো যেতে পারে।