New Business Ideas: আপনিও এই ব্যবসা শুরু করে আয় করতে পারবেন মোটা টাকা !

কম পুঁজিতে লাভজনক দীর্ঘস্থায়ী ব্যবসার চিন্তা ভাবনা করছেন? তবে শুরু করে ফেলুন কাগজের প্লেটের ব্যবসা। এ ব্যবসা সমস্ত রকম সিজনে বেশ লাভজনক। বাঙালির বারো মাসে তেরো পার্বণে প্রসাদ খাওয়া থেকে ভোজ বাড়ি সব জায়গায় প্রয়োজন হয় কাগজের প্লেটের। বর্তমানে প্লাস্টিক ও থার্মোকলের প্লেট ব্যান হয়ে যাওয়ায় সব থেকে বেশি চাহিদা কাগজের প্লেটের।
কম পুঁজিতে লাভজনক দীর্ঘস্থায়ী ব্যবসার চিন্তা ভাবনা করছেন? তবে শুরু করে ফেলুন কাগজের প্লেটের ব্যবসা। এ ব্যবসা সমস্ত রকম সিজনে বেশ লাভজনক। বাঙালির বারো মাসে তেরো পার্বণে প্রসাদ খাওয়া থেকে ভোজ বাড়ি সব জায়গায় প্রয়োজন হয় কাগজের প্লেটের। বর্তমানে প্লাস্টিক ও থার্মোকলের প্লেট ব্যান হয়ে যাওয়ায় সব থেকে বেশি চাহিদা কাগজের প্লেটের।
কোথায় বিক্রি করবেন?এই কাগজের প্লেটের ব্যবসা শুরু করলে পাইকারি বাজারের পাশাপাশি, রেস্তোরাঁ, খাবারের স্টল, ক্যাটারা গুলিতে যোগাযোগ করে প্লেট বিক্রি করতে পারেন।
কোথায় বিক্রি করবেন?
এই কাগজের প্লেটের ব্যবসা শুরু করলে পাইকারি বাজারের পাশাপাশি, রেস্তোরাঁ, খাবারের স্টল, ক্যাটারা গুলিতে যোগাযোগ করে প্লেট বিক্রি করতে পারেন।
কাগজের প্লেট তৈরি করতে কি কি লাগবে? এই কাগজের প্লেট বানাতে প্রয়োজন পড়বে ভাল মানের প্রিন্টেড পিই পেপার ( ৪০-৫০ টাকা কেজি ) এছাড়া বটম রিল (৪০ টাকা প্রতি কেজি )এছাড়া কিছু প্রয়োজনীয় মেশিন।
কাগজের প্লেট তৈরি করতে কি কি লাগবে? এই কাগজের প্লেট বানাতে প্রয়োজন পড়বে ভাল মানের প্রিন্টেড পিই পেপার ( ৪০-৫০ টাকা কেজি ) এছাড়া বটম রিল (৪০ টাকা প্রতি কেজি )এছাড়া কিছু প্রয়োজনীয় মেশিন।
মূলধন কিরকম লাগবে:এই কাগজের প্লেট বানাতে প্রথমে আপনাকে ৭৫০০০ টাকা দিয়ে একটি মেশিন কিনতে হবে। এই মেশিন কিনতে আপনি বিভিন্ন ধরনের লোন ও পেয়ে যাবেন।উৎপাদনের মেশিনের অনেক শ্রেণী আছে তবে আপনাকে দেখে নিতে হবে ঘন্টায় কত গুলি প্লেট তৈরি হয় । এছাড়া ব্যবসা শুরু করতে আপনার তিনজন শ্রমিক লাগবে ।
মূলধন কিরকম লাগবে:
এই কাগজের প্লেট বানাতে প্রথমে আপনাকে ৭৫০০০ টাকা দিয়ে একটি মেশিন কিনতে হবে। এই মেশিন কিনতে আপনি বিভিন্ন ধরনের লোন ও পেয়ে যাবেন।উৎপাদনের মেশিনের অনেক শ্রেণী আছে তবে আপনাকে দেখে নিতে হবে ঘন্টায় কত গুলি প্লেট তৈরি হয় । এছাড়া ব্যবসা শুরু করতে আপনার তিনজন শ্রমিক লাগবে ।
পেপার প্লেটের ব্যবসায় লাভ কেমন? মেশিনের সাহায্যে প্রতি ঘন্টায় ২ হাজার পিস থালা তৈরি করলে মাত্র ১ ঘন্টায় আপনার লাভ হতে পারে ৪০০ থেকে ৫০০ টাকা। আনুষঙ্গিক খরচ ১০০ টাকা ধরা হলেও। সেই হিসেবে প্রতি ঘন্টায় আপনার লাভ ৩০০ থেকে ৪০০ টাকা।
পেপার প্লেটের ব্যবসায় লাভ কেমন? মেশিনের সাহায্যে প্রতি ঘন্টায় ২ হাজার পিস থালা তৈরি করলে মাত্র ১ ঘন্টায় আপনার লাভ হতে পারে ৪০০ থেকে ৫০০ টাকা। আনুষঙ্গিক খরচ ১০০ টাকা ধরা হলেও। সেই হিসেবে প্রতি ঘন্টায় আপনার লাভ ৩০০ থেকে ৪০০ টাকা।
দিনে ৬ ঘণ্টা কাজ করলে আপনার লাভ দাঁড়াচ্ছে ১৮০০০ থেকে ২৪ হাজার টাকা। অর্থাৎ প্রতিদিন পেপার প্লেটের ব্যবসায় ২ হাজার টাকা লাভ করা কোন ব্যাপার নয়। এভাবেই আপনি খুব সহজে পেপার প্লেটের ব্যবসা করে মোটা টাকা রোজগার করতে পারেন।
দিনে ৬ ঘণ্টা কাজ করলে আপনার লাভ দাঁড়াচ্ছে ১৮০০০ থেকে ২৪ হাজার টাকা। অর্থাৎ প্রতিদিন পেপার প্লেটের ব্যবসায় ২ হাজার টাকা লাভ করা কোন ব্যাপার নয়। এভাবেই আপনি খুব সহজে পেপার প্লেটের ব্যবসা করে মোটা টাকা রোজগার করতে পারেন।