মশা, মাছি থেকে পিঁপড়ে... বর্ষায় ঝাঁকে ঝাঁকে পোকার উপদ্রবে নাজেহাল? নিধনের ‘অস্ত্র’ তৈরি করুন নিজেই, জেনে নিন ৪ সহজ টোটকা

Monsoon Hacks: মশা, মাছি থেকে পিঁপড়ে…বর্ষায় ঝাঁকে ঝাঁকে পোকার উপদ্রবে নাজেহাল? নিধনের ‘অস্ত্র’ তৈরি করুন নিজেই, জেনে নিন ৪ সহজ টোটকা

বহু প্রতীক্ষার পর এসেছে বর্ষা। মাঝে মধ‍্যে নেমে আসছে ঝমঝম করে বৃষ্টি। রোম‍্যান্টিক আবহাওয়ার মজা নিতে গিয়েও বাধ সাধছে পোকামাকড়ের উপদ্রব। বর্ষা আসায় গরম কমলেও বেড়েছে মশা, মাছি, বাদলা পোকা-সহ একাধিক পোকার উপদ্রব।
বহু প্রতীক্ষার পর এসেছে বর্ষা। মাঝে মধ‍্যে নেমে আসছে ঝমঝম করে বৃষ্টি। রোম‍্যান্টিক আবহাওয়ার মজা নিতে গিয়েও বাধ সাধছে পোকামাকড়ের উপদ্রব। বর্ষা আসায় গরম কমলেও বেড়েছে মশা, মাছি, বাদলা পোকা-সহ একাধিক পোকার উপদ্রব।
সন্ধ‍্যে হলে আলো জ্বালাবার জো নেই। ঝাঁকে ঝাঁকে পোকা এসে বসছে লাইটে। রান্নাঘরের খাবারেও পড়তে পারে পোকা। এমন হাজারো ঝামেলার মুখোমুখি দিনরাত। এক কথায় পোকার জ্বালায় অতিষ্ট বেশিরভাগ সকলে।
সন্ধ‍্যে হলে আলো জ্বালাবার জো নেই। ঝাঁকে ঝাঁকে পোকা এসে বসছে লাইটে। রান্নাঘরের খাবারেও পড়তে পারে পোকা। এমন হাজারো ঝামেলার মুখোমুখি দিনরাত। এক কথায় পোকার জ্বালায় অতিষ্ট বেশিরভাগ সকলে।
পোকা নিধনে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরণের রাসায়নিক স্প্রে বা কয়েলের উপর ভরসা রাখতে হয়। এগুলি আবার স্বাস্থ‍্যের জন‍্য মোটেই সুবিধাজনক নয়।
পোকা নিধনে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরণের রাসায়নিক স্প্রে বা কয়েলের উপর ভরসা রাখতে হয়। এগুলি আবার স্বাস্থ‍্যের জন‍্য মোটেই সুবিধাজনক নয়।
চেনা এই সমস‍্যার বেশ কয়েকটি সহজ সমাধান রইল এই প্রতিবেদনে। ঘরোয়া প্রতিকারেই নিধন হবে পোকাদের বংশ। জেনে নিন উপায়।
চেনা এই সমস‍্যার বেশ কয়েকটি সহজ সমাধান রইল এই প্রতিবেদনে। ঘরোয়া প্রতিকারেই নিধন হবে পোকাদের বংশ। জেনে নিন উপায়।
এই বৃষ্টির পোকা তাড়ানোর জন্য, ২টি মোমবাতি নিন। মোমবাতি দুটিকে গলিয়ে একটি পাত্রে নিয়ে নিন। একটি ছোট কাচের গ্লাসে ৪-৫ টি লবঙ্গ এবং এক চামচ কফি রাখুন। গলিত মোমবাতি এই কাচের গ্লাসে ঢেলে দিন। এবার ঠাণ্ডা হলে জ্বালুন এই সুগন্ধি মোমবাতি। পালাবে সমস্ত পোকা।
এই বৃষ্টির পোকা তাড়ানোর জন্য, ২টি মোমবাতি নিন। মোমবাতি দুটিকে গলিয়ে একটি পাত্রে নিয়ে নিন। একটি ছোট কাচের গ্লাসে ৪-৫ টি লবঙ্গ এবং এক চামচ কফি রাখুন। গলিত মোমবাতি এই কাচের গ্লাসে ঢেলে দিন। এবার ঠাণ্ডা হলে জ্বালুন এই সুগন্ধি মোমবাতি। পালাবে সমস্ত পোকা।
বেকিং সোডাকে কাজে লাগিয়েও তাড়াতে পারবেন পোকামাকড়। সমপরিমাণ চিনি ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণের ঠিক পাশেই জল ভর্তি একটি পাত্র রেখে দিন। চিনি ও সোডার টানে পাত্রের কাছে এসেই জলে পড়বে সব পোকামাকড়।
বেকিং সোডাকে কাজে লাগিয়েও তাড়াতে পারবেন পোকামাকড়। সমপরিমাণ চিনি ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণের ঠিক পাশেই জল ভর্তি একটি পাত্র রেখে দিন। চিনি ও সোডার টানে পাত্রের কাছে এসেই জলে পড়বে সব পোকামাকড়।
নিম স্প্রেও পোকামাকড় দূরে রাখতেও কার্যকর। জলে নিম তেল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। পোকামাকড়ের উপর এই স্প্রে করলে পোকা মারা যায়। জলে নিম পাতা সিদ্ধ করেও স্প্রে তৈরি করা যায়।
নিম স্প্রেও পোকামাকড় দূরে রাখতেও কার্যকর। জলে নিম তেল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। পোকামাকড়ের উপর এই স্প্রে করলে পোকা মারা যায়। জলে নিম পাতা সিদ্ধ করেও স্প্রে তৈরি করা যায়।
বেসন, বোরিক পাউডার এবং চিনির দ্রবণ মিশিয়ে একটি মিশ্রণটি তৈরি করুন। যেখানে পোকামাকড় বেশি হয়, সেখানে এই মিশ্রণটি রেখে দিন। এটিও পোকামাকড় দূরে রাখতে কার্যকরী।
বেসন, বোরিক পাউডার এবং চিনির দ্রবণ মিশিয়ে একটি মিশ্রণটি তৈরি করুন। যেখানে পোকামাকড় বেশি হয়, সেখানে এই মিশ্রণটি রেখে দিন। এটিও পোকামাকড় দূরে রাখতে কার্যকরী।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)