দেওরালি দারা

North Bengal Offbeat Destination: এখনও নামই শোনেনি অনেকে! ঘুরে আসুন বাংলা-সিকিম সীমান্তের এই অচেনা গ্রামে, মেঘমুলুকে হারিয়ে যাবেন

*দেবরালি বা দেওরালি শব্দটি নেপালি। এই শব্দের অর্থ 'পবিত্র পাহাড় চূড়া' আর 'দারা' শব্দের অর্থ 'সুন্দর দেখতে শিখর'। এই দুই মিলে তৈরি হয়েছে 'দেবরালি দারা'। বাংলা সিকিম সীমান্তের একটি ছোট্র গ্রাম এই দেবরালি দারা। তিস্তা নদী বয়ে গিয়েছে এই দেবরালি দারার পাশ দিয়ে।
*দেবরালি বা দেওরালি শব্দটি নেপালি। এই শব্দের অর্থ ‘পবিত্র পাহাড় চূড়া’ আর ‘দারা’ শব্দের অর্থ ‘সুন্দর দেখতে শিখর’। এই দুই মিলে তৈরি হয়েছে ‘দেবরালি দারা’। বাংলা সিকিম সীমান্তের একটি ছোট্র গ্রাম এই দেবরালি দারা। তিস্তা নদী বয়ে গিয়েছে এই দেবরালি দারার পাশ দিয়ে।
*তিস্তার এপারে বাংলা আর ওপারে সিকিম। ওপারে সিকিমের মেল্লি। খুব বেশিদিন হয়নি পর্যটন মানচিত্রে দেবরালি দারার নাম দেখা গিয়েছে। এখনও তেমনভাবে পরিচিতিও পায়নি।
*তিস্তার এপারে বাংলা আর ওপারে সিকিম। ওপারে সিকিমের মেল্লি। খুব বেশিদিন হয়নি পর্যটন মানচিত্রে দেবরালি দারার নাম দেখা গিয়েছে। এখনও তেমনভাবে পরিচিতিও পায়নি।
*কালিম্পং থেকে খুব বেশি দূরে নয় দেবরালি দারা। মাত্র ৪০ কিলোমিটার পথ গেলেই দেবরালি দারায় পৌঁছে যাওয়া যায়। এখান থেকে অনেক জায়গা ঘুরে নেওয়া যায়। যেমন হনুমান টক, হিমালি দারা, জলসা বাংলো, মহাদেব ধাম।
*কালিম্পং থেকে খুব বেশি দূরে নয় দেবরালি দারা। মাত্র ৪০ কিলোমিটার পথ গেলেই দেবরালি দারায় পৌঁছে যাওয়া যায়। এখান থেকে অনেক জায়গা ঘুরে নেওয়া যায়। যেমন হনুমান টক, হিমালি দারা, জলসা বাংলো, মহাদেব ধাম।
*যারা অ্যাডভেঞ্চার ভাল বাসেন তারা কালিম্পং থেকে ট্রেক করেও দেবরালি দারা পৌঁছতে পারেন। দেবরালি দারাতে তেমন থাকার জায়গা নেই। ছোট ছোট হোমস্টে রয়েছে। সেখানেই থাকতে হবে। আর রামধুরাতে রয়েছে থাকার জায়গা। কাজেই আগে থেকে বুকিং করে আসাই ভাল।
*যারা অ্যাডভেঞ্চার ভাল বাসেন তারা কালিম্পং থেকে ট্রেক করেও দেবরালি দারা পৌঁছতে পারেন। দেবরালি দারাতে তেমন থাকার জায়গা নেই। ছোট ছোট হোমস্টে রয়েছে। সেখানেই থাকতে হবে। আর রামধুরাতে রয়েছে থাকার জায়গা। কাজেই আগে থেকে বুকিং করে আসাই ভাল।
*কীভাবে পৌঁছাবেন: রামধুরা থেকে একটি সংক্ষিপ্ত ভ্রমণ দেবরালি দারার সেরা অভিজ্ঞতা দেয়। আপনি কালিম্পং থেকে গাড়িতেও যেতে পারেন।
*কীভাবে পৌঁছাবেন: রামধুরা থেকে একটি সংক্ষিপ্ত ভ্রমণ দেবরালি দারার সেরা অভিজ্ঞতা দেয়। আপনি কালিম্পং থেকে গাড়িতেও যেতে পারেন।
*কোথায় থাকবেন: দেবরালি দারায় কোনও ট্যুরিস্ট লজ নেই। প্রায় দেড় কিলোমিটার দূরে রামধুরাতে হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে। দেবরালি দারায় থাকার জায়গার মান এখনও বেশ খারাপ। দার্জিলিং বা কালিম্পং থেকে অর্ধ দিনের দর্শনীয় ভ্রমণে কভার করাই ভাল সেক্ষেত্রে। তবে একান্তই থাকতে চাইলে থাকতে পারেন।
*কোথায় থাকবেন: দেবরালি দারায় কোনও ট্যুরিস্ট লজ নেই। প্রায় দেড় কিলোমিটার দূরে রামধুরাতে হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে। দেবরালি দারায় থাকার জায়গার মান এখনও বেশ খারাপ। দার্জিলিং বা কালিম্পং থেকে অর্ধ দিনের দর্শনীয় ভ্রমণে কভার করাই ভাল সেক্ষেত্রে। তবে একান্তই থাকতে চাইলে থাকতে পারেন।