বিদেশি আম 

East Bardhaman News: দেশি নয়, ৫০ রকমেরও বেশি বিদেশি আম গাছের চারা, পাওয়া যাচ্ছে বর্ধমানে 

পূর্ব বর্ধমান: হিমসাগর বা ল্যাংড়া আম নয়, এবার পূর্ব বর্ধমানের এই জায়গায় পাওয়া যাচ্ছে একাধিক বিদেশি আম গাছের চারা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক নার্সারি। সেরকমই পূর্বস্থলীর একটি অন্যতম নার্সারি হল সংকর মহাদেব নার্সারি। আর পূর্বস্থলীর এই নার্সারিতেই পাওয়া যাচ্ছে ৩০ রকমেরও বেশি বিদেশি প্রজাতীর আমের চারা। সাধারনত বিদেশি আমের নাম শুনলেই সর্বপ্রথম চর্চায় উঠে আসে মিয়াজাকি আমের নাম। তবে শুধু মিয়াজাকি নয় , এবার পূর্ব বর্ধমানের সংকর মহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি আমের চারা।

এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত বলেন , “আমদের নার্সারিতে প্রায় ৫০ /৬০ রকমের বেশি বিদেশি চারা রয়েছে। তার মধ্যে আমরা ৩০/৩৫ রকমের চারা বাজারে ছেড়েছি। বিদেশি বিভিন্ন আম রয়েছে যেমন , মিয়াজাকি, চিয়াং মাই, রেড আইভরি, ন্যাম ডক মাই, টমি আটকিনস, পালমার, ব্যানানা কিং, থ্রি টেস্ট সহ আরও বিভিন্ন আম রয়েছে।”পূর্বস্থলীর এই সংকর মহাদেব নার্সারির বিদেশি আমের সম্ভার দেখে তাক লেগে যাবে অনেকেরই। বিভিন্ন ধরনের বিদেশি আম এবং গাছ রয়েছে নার্সারিতে। কিছু কিছু এমন আম রয়েছে যা দেখলে অনেকেই বেশ কিছুটা অবাকও হবেন। এমন এক আম রয়েছে যেটা বড় হলে ওজন ছাড়িয়ে যায় ২ কেজিরও বেশি, আবার এমনও আম রয়েছে যা কলার থেকেও লম্বা, এছাড়াও থ্রি টেস্ট অর্থাৎ একটা আম থেকে তিন রকম স্বাদ পাওয়া যাবে সেরকম প্রজাতির আমও রয়েছে নার্সারিতে। এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার সংকর দত্ত আরও বলেন, “কুড়ি বছর ধরে এই বিদেশী গাছের চারা সংগ্রহ করছি। প্রথম নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে। তবে এখন তাইওয়ান, চিন , জাপান, মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকেও গাছের চারা আসে।”

আরও পড়ুন : নার্সারিতে চারা গাছ তৈরি পেশা এই এলাকার বাসিন্দাদের, এতেই চলে সংসার!

নার্সারির কর্ণধার শঙ্কর দত্তের কথায় কেউ চাইলে এই বিদেশি আমের ব্যবসাও করতে পারেন। সেক্ষেত্রে দেশি আমের থেকে বিদেশি আমের ব্যবসায় লাভও বেশি হবে। তিনি বলেন দেশি আম গাছ থেকে বছরে মাত্র একবার ফলন পাওয়া যায়। কিন্তু এমন কিছু বিদেশি আম রয়েছে যা খেতেও মিষ্টি এবং বছরে একাধিকবার ফলনও পাওয়া যাবে। স্বভাবতই ব্যবসার ক্ষেত্রেও বেশ লাভজনক হবে বিদেশি আমের চারা। এছাড়াও তিনি জানিয়েছেন এখন অনেকেই শখে বিদেশি আমের চারা কিনছেন।

আরও পড়ুন : রোজ ডাক্তার আসে না, আজব দশা স্বাস্থ্য কেন্দ্রের

এই বিদেশি আমের চারা বাড়িতে ছাদ বাগানে টবের মধ্যেও বসানো যাবে অনায়াসে। সবমিলিয়ে এবার হিমসাগর, ল্যাংড়া নয়, পূর্ব বর্ধমানে চাহিদা বাড়ছে বিদেশি আমের। আপনারাও চাইলে এই সংকর মহাদেব নার্সারি থেকে বিদেশি আম গাছের চারা কিনতে পারেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশনের একদম কাছেই রয়েছে এই শঙ্কর মহাদেব নার্সারি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গাছ কেনার জন্য এবং গাছ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 8972113824 এই নাম্বারে।

বনোয়ারীলাল চৌধুরী