IPL 2020: ড্রেসিংরুমে পরিষ্কার জানিয়ে দিলেন রোহিত শর্মা, অধিনায়কের কথায় হাততালির ঝড়

#দুবাই:  গত IPL ফাইনালেরই কি পুনরাবৃত্তি হবে এ বছর? চ্যাম্পিয়ন হবে মুম্বই ইন্ডিয়ান্স?  টুর্নামেন্ট যত এগোচ্ছে, চড়ছে উত্তেজনার পারদ।  প্রতিদ্বন্দ্বীদের চেয়ে নিজের দলকে এগিয়ে রাখা কতটা জরুরি, সেই নিয়ে মুখ খুললেন Mumbai Indians – র অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বই ইন্ডিয়ান্সের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই রোহিত বলেছেন যে, এতদিন তাঁরা ভালোই খেলেছেন, অনেকটা পথ এসেছেন, তবে এত দূর এসে এই সময়েই চ্যালেঞ্জ বাড়তে শুরু করে। এখনই তাঁদের প্রতিদ্বন্দীদের চেয়ে এগিয়ে থাকতে হবে।

দিল্লি ক্যাপিটালস-কে হারিয়ে এখন পয়েন্টের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবারের ম্যাচে চমৎকার হাফ সেঞ্চুরি করেছেন কুইন্টন ডিকক এবং সূর্যকুমার যাদব।

আরও পড়ুন – IPL 2020: শারজায় ফের ঝড়, ডেভিলিয়ার্স ধামাকায় রুদ্ধ হল যানচলাচল, দেখুন ভাইরাল ভিডিও

রোহিতের মতে এটা খেলার শুরুও না, শেষও না। মাঝামাঝি জায়গায় রয়েছেন তাঁরা। এখন খুব গুরুত্বপূর্ণ ফোকাসড থাকা। পরবর্তী সাতটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ তাঁদের জন্য। তবে খেলাটা উপভোগ করতে ভুলে গেলে চলবে না। এটা একটা কঠিন টুর্নামেন্ট। তবে এর মাঝেও নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা করার দরকার, বন্ডিংটা মজবুত করা জরুরি।

ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা আরও একটি মাইলফলক স্পর্শ করলেন সম্প্রতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক। রবিবার আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে IPL কেরিয়ারে ১৫০তম ম্যাচ খেললেন রোহিত শর্মা।

এ দিন প্রথমে ব্যাট করে শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন দিল্লি তোলে ৪ উইকেটে ১৬২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই দুই বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে। তবে IPL-এর ১৩ আসরের ইতিহাসে সব চেয়ে বেশি, মানে ৫ হাজার ৬৩৫ রান সংগ্রহ করেছেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৩৬৮ রান করেছেন সুরেশ রায়না। ৫ হাজার ১১৪ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন রোহিত শর্মা।

১৩ তম IPL এ বছর হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। মোট আটটি দল রয়েছে- মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, কিংস ১১ পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজ হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। র‍্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, একেবারে তলায় রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব।