৬ হাজারেরও বেশি পুলিশ, ২৬ জন ডিসি মোতায়েন! নবান্ন অভিযানে কড়া নজরদারি প্রশাসনের

Nabanna Abhijan: ৬ হাজারেরও বেশি পুলিশ, ২৬ জন ডিসি মোতায়েন! নবান্ন অভিযানে কড়া নজরদারি প্রশাসনের

কলকাতা: আরজি করে চিকিত্‍সক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সোমবার নবান্ন অভিযানের কথা ঘোষণা করে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিশেষ নজরদারি কলকাতা পুলিশের।

সূত্রের খবর অনুযায়ী, ৬ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। ১৯ টি পয়েন্ট ব‍্যারিকেড থাকছে। ২৬ জন ডিসি থাকবেন। সকাল ৮ টা থেকে ফোর্স মোতায়েন করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। সেইসঙ্গে ড্রোনের মাধ‍্যমেও চলবে নজরদারি।

আরও পড়ুন: জারি ১৬৩ ধারা! নাকা চেকিং’, নিরাপত্তার কড়া বলয়ে নবান্ন চত্বর

পুলিশ সূত্রে খবর, যারা আয়োজক তাদের মেল করে জানতে চাওয়া হয়েছিল কত সংখ্যায় লোক থাকবে? কোথায় কোথায় জমায়েত হবে? তবে আয়োজকদের পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি। উল্লেখ্য হেস্টিংস, সেকেন্ড ব্রিজের ওঠা ও নামা, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ওঠা ও নামার মুখে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকবে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে কেমন ভাবে সেজে উঠেছে মায়াপুর, ইসকন? মহাসমারোহে পালন শ্রীকৃষ্ণের জন্মোত্‍সবের

প্রসঙ্গত নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়েছে নবান্ন চত্বরও। নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন। সব বাড়িতে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। ১৬৩ ধারা এলাকায় যা নবান্ন আশেপাশে। ভারতীয় দণ্ড বিধিতে যা আগে ১৪৪ ধারা ছিল, তা ভারতীয় ন‍্যায় সংহিতা অনুযায়ী বর্তমানে সেটি ১৬৩ ধারা। জানা গিয়েছে, নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে আগামীকাল সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন।