নন্দীগ্রামে রেল লাইনের কাজ তদারকিতে দক্ষিণ-পূর্ব রেল শাখার জেনারেল ম্যানেজার

East Medinipur News: নন্দীগ্রামে রেল যোগাযোগ! দুই থেকে আড়াই বছরের মধ্যে চলবে ট্রেন 

নন্দীগ্রাম : দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম রেল লাইনের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ২০২৩ সালের আগস্ট মাস থেকেই নন্দীগ্রামের রেললাইন আবারও চর্চার বিষয় হয়ে উঠেছে।নন্দীগ্রামের রেল লাইন দ্রুত চালু করার জন্য পরিদর্শনে আসেন দক্ষিণ-পূর্ব রেল শাখার জেনারেল ম্যানেজার। তখন থেকেই লাইন নির্মাণের কাজের জন্য ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়। কিন্তু তারপরও রেললাইন পাতার কাজ থমকে থাকে। রেললাইন পাতার কাজের মূল সমস্যা হয়ে দাঁড়ায় মাটি। কারণ পর্যাপ্ত পরিমাণ মাটি না পাওয়ায় কাজ থমকে দাঁড়ায়। চলতি সপ্তাহে আবারও দক্ষিণ পূর্ব রেল শাখারজেনারেল ম্যানেজার দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল লাইনের কাজ তদারকিতে আসেন। জানান রেল লাইন নির্মাণ এর প্রাথমিক কাজ দ্রুতই শুরু হবে।

২০০৯ সাল থেকে আটকে থাকা স্বপ্নকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন রেল আধিকারিকেরা। দক্ষিণ পূর্ব রেল শাখার তমলুক-দিঘা লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত ১৮.৫ কিলোমিটার নতুন লাইন পাতার প্রাথমিক ধাপ লাইনে মাটি ফেলার কাজ দ্রুতই শুরু হবে। সম্প্রতি দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল লাইন নির্মাণ কাজ তদারকিতে আসেন দক্ষিণ পূর্ব রেল শাখার জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। তিনি দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত ঘুরে দেখেন এবং লাইন পাতার কাজে বাধা দূর করতে স্থানীয় গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন।

আরও পড়ুন : দিঘাকে আকর্ষণীয় করতে চমকের পর চমক! একবার জানলে দিঘা যাওয়ার জন্য মুখিয়ে উঠবেন

মূলত মাটির সমস্যার কারণে রেললাইন পাতার প্রাথমিক কাজ আটকে রয়েছে। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেল শাখার জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা জানান, ‘ দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত ১৮.৫ কিলোমিটার রেললাইন পাতার কাজ শুরু হয়েছে। ঠিকাদারী সংস্থা কাজ করছে। কাজ করতে গিয়ে মাটির সমস্যা দেখা দিয়েছে। তবে মাটির সমস্যা ১০-১৫ দিনের মধ্যে মিটে যাবে। দুই থেকে আড়াই বছরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে নন্দীগ্রামের মধ্যে।’

রেল লাইন নিয়ে নন্দীগ্রামের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল ২০০৯ সালে। তৎকালীন ভারতীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প ঘোষণা করেছিলেন। সেই মতই সেই সময় জমি অধিগ্রহণ এর পাশাপাশি গড়ে ওঠে নন্দীগ্রাম রেল স্টেশন। কিন্তু তারপর হঠাৎই এই প্রকল্পের কাজ থমকে যায়। নন্দীগ্রামবাসীর স্বপ্ন অধরা থেকে যায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আবারও প্রায় দেড় দশক পর নন্দীগ্রামবাসীর রেললাইন নিয়ে সেই অধরা স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছে।

সৈকত শী