মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- রয়টার্স

Narendra Modi Joe Biden meeting: মোদি-বাইডেন আলোচনায় উঠে এল কলকাতা, আমেরিকা থেকে দারুণ খবর! বড় সিদ্ধান্ত

নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতে তৈরি করা সেমিকন্ডাক্টর চিপ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির বড়সড় একটি কারখানা তৈরি হচ্ছে কলকাতায়৷ এই উদ্যোগ নিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও আলোচনা হয়েছে৷ দু জনেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷

হিন্দু বিজনেস লাইন-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কলকাতার এই কারখানায় তৈরি হওয়া সেমি কন্ডাক্টর চিপ জাতীয় নিরাপত্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে৷ পাশাপাশি, পরিবেশ বান্ধব প্রযুক্তিতেও কাজে লাগবে এই চিপ৷ ভারত এবং আমেরিকার দিক থেকে যৌথ প্রয়াসেই এই সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা গড়ে উঠবে কলকাতায়৷

আরও পড়ুন: বান্ধবীকে নিয়ে মিনাখার রিসর্টে, মর্মান্তিক পরিণতি কলকাতার ব্যবসায়ীর! মারাত্মক অভিযোগ স্ত্রীর

রবিবার নিউ ইয়র্কে আমেরিকা নিবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আপনারা ভারতে তৈরি চিপ আমেরিকায় রফতানি হতে দেখবেন৷ ছোট্ট এই চিপ দিয়েই বিকশিত ভারত তৈরির লক্ষ্য নতুন উচ্চতায় পৌঁছবে৷ এটা মোদির গ্যারান্টি৷’

প্রধানমন্ত্রী দাবি করেন, ‘ভারত এখানেই থামবে না৷ ভারত চায় গোটা বিশ্বের সবধরনের ডিভাইস ভারতীয় সেমিকন্ডাক্টর চিপ দিয়ে চলুক৷ আমরা সেমিকন্ডাক্টর চিপ ইন্ডাস্ট্রি তৈরির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছি৷’